একাডেমিয়া.এডু

(Academia.edu থেকে পুনর্নির্দেশিত)

Academia.edu হচ্ছে একাডেমিক পড়াশোনার জন্য একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। এটি ২০০৮ এর সেপ্টেম্বরে প্রকাশ করা হয়।[৩] এপ্রিল ২০১৫ এর হিসেব অনুযায়ী এখন এর নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ২১০ লক্ষেরও অধিক। [৪] এই প্ল্যাটফর্মটি গবেষণাপত্র শেয়ার করা, সেগুলোর উপর প্রতিক্রিয়া উপলধ্ব করা এবং কোনো নির্দিষ্ট ক্ষেত্রের (যেমন, পদার্থবিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, তড়িৎ প্রকৌশল ইত্যাদি) গবেষণা অনুসরণ করায় ব্যবহার করা যায়। Academia.edu প্রতিষ্ঠিত করেন রিচার্ড প্রাইস, যিনি প্রাথমিকভাবে Spark Ventures, ব্রেন্ট হবারম্যান এবং অন্যান্যদের কাছ থেকে ৬ লক্ষ ডলার তহবিল সংগ্রহ করেন। [৫]

একাডেমিয়া.এডু
স্ক্রিনশট
ব্যবসার প্রকারব্যক্তিগত
সাইটের প্রকার
গবেষণা পত্র শেয়ার করার জন্য প্ল্যাটফর্ম
উপলব্ধইংরেজি
সদরদপ্তরসান ফ্রান্সিস্কো, ক্যালিফোর্নিয়া
পরিবেষ্টিত এলাকাবিশ্বব্যাপী
প্রতিষ্ঠাতা(গণ)রিচার্ড প্রাইস
কর্মচারী৫৩[১]
ওয়েবসাইটacademia.edu
নিবন্ধনআবশ্যক
ব্যবহারকারী৭১ মিলিয়ন[২]
চালুর তারিখসেপ্টেম্বর ২০০৮
বর্তমান অবস্থাসক্রিয়

তহবিলের ইতিহাস সম্পাদনা

২০১১র নভেম্বরে, Academia.edu ৪৫ লক্ষ ডলার পায় Spark Capital এবং True Ventures এর পক্ষ থেকে। [৫] এর পূর্বে, Spark Ventures এবং Angel investors সহ মার্ক শাটলওর্থ, থমাস লেহরম্যান এবং রুপার্ট পেনান্ট-রি এর কাছ থেকে ২২ লক্ষ ডলার নেয়া হয়।[৫] মার্চ ২০১৪ এর তথ্যানুসারে, Academia.edu ১৭৭ লক্ষ ডলার অর্থলাভ করে Khosla Ventures, True Ventures, Spark Ventures, Spark Capital এবং Rupert Pennant-Rea এর নিকট থেকে। [৬]

উন্মুক্ত বিজ্ঞান সম্পাদনা

Academia.edu একটি উন্মুক্ত বিজ্ঞান বা মুক্ত প্রবেশাধিকার দানকারী। জরুরী প্রয়োজনে গবেষণাপত্রের উপর মতামত, গুণ যাচাই ও পরামর্শ চাওয়ার জন্য দারুণ।

 অভ্যর্থনা সম্পাদনা

TechCrunch মন্তব্য করে যে Academia.edu কার্যকর, ফলপ্রসূ, ক্রিয়াশীল উপায়ে গবেষণা আদানপ্রদানের একটি পথ করে দিয়েছে।[৭][৮] এটা গবেষকদের তাদের গবেষণাপত্র কতজন পড়ছে এবং ব্যবহার করে কাজে লাগাচ্ছে তার হদিস রাখতে সুবিধাজনক। আবার গুগল সার্চ রেজাল্টেও ভাল গুরুত্ব পায় এগুলো। [৭]

Academia.edu কে সামাজিক যোগাযোগের আদর্শ এবং একাডেমিক নিয়মের সংযোজনের প্রতিফলক বলে মনে করা হয়। [৯]

ডোমেইন নাম  সম্পাদনা

Academia.edu কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়। ১৯৯৯ সালে ডোমেইনের নাম "Academia.edu" দিয়ে নিবন্ধিত করা হয়। 

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Our Mission"। Academia.edu। সংগ্রহের তারিখ ২০১৮-১২-১৫ 
  2. Academia.edu। "Hiring"। সংগ্রহের তারিখ ২০১৮-১২-১৫ 
  3. Cutler, Kim-Mai। "Academia.Edu Overhauls Profiles As The Onus Falls On Researchers To Manage Their Personal Brands"। Techcrunch। সংগ্রহের তারিখ ২০১২-১০-১৯ 
  4. Academia.edu: "About", retrieved 29 April 2015
  5. "Academia.edu | CrunchBase Profile"। Crunchbase.com। সংগ্রহের তারিখ ২০১২-০২-২২ 
  6. "About Academia.edu"। Academia.edu। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৪ 
  7. Wednesday, November 30th, 2011 (২০১১-১১-৩০)। "Academia.edu Raises $4.5 Million To Help Researchers Share Their Scholarly Papers"TechCrunch। সংগ্রহের তারিখ ২০১২-০২-২২ 
  8. "Academia.edu – $4.5M in Funding, 3M Unique Monthly Visitors – Can They Change Science Publication?"। Singularity Hub। ২০১১-১২-১১। ২০১৩-০৪-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০২-২২ 
  9. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1002/asi.23038, এর পরিবর্তে দয়া করে |doi=10.1002/asi.23038 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।

বহিঃস্থ লিংকসমূহ সম্পাদনা