২০০১ গোপালগঞ্জ রোমান ক্যাথলিক গির্জায় বোমা হামলা

(2001 Gopalganj Roman Catholic church bombing থেকে পুনর্নির্দেশিত)

২০০১ গোপালগঞ্জ রোমান ক্যাথলিক গির্জায় বোমা হামলা ৩ জুন ২০০১, গোপালগঞ্জ রোমান ক্যাথলিক গির্জায় বোমা বিস্ফোরণে ১০ জন নিহত এবং ২৬ জন আহত হয়।[১]

২০০১ গোপালগঞ্জ রোমান ক্যাথলিক গির্জায় বোমা হামলা
স্থানগোপালগঞ্জ, বাংলাদেশ
তারিখ৩ জুন ২০০১ (ইউটিসি +৬.০০)
লক্ষ্যবাংলাদেশ
হামলার ধরনবোমা হামলা
নিহত১০
আহত২৬

পটভূমি সম্পাদনা

বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে ক্যাথলিক জনসংখ্যা জনসংখ্যার ০.৩ শতাংশ।[১] খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে ধর্মীয়ভাবে অনুপ্রাণিত হামলাকে "বিরল" হিসাবে বর্ণনা করা হয়েছিল।[২][৩]

আক্রমণ সম্পাদনা

গোপালগঞ্জ জেলার বানারীপাড়ায় ক্যাথলিক গির্জায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দশজন নিহত হয়েছেন। গোপালগঞ্জ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা। এই ঘটনায় পুলিশ ইসলামপন্থীদের সন্দেহ করে।[৪][৫] বোমাটি বিস্ফোরিত হওয়ার সময় গির্জাটি সাপ্তাহিক প্রার্থনা করছিল।[৬]

তদন্ত সম্পাদনা

মিডিয়া রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসী গোষ্ঠী জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের নেতা শাইখ আবদুর রহমান পুলিশের কাছে স্বীকার করেছেন যে গির্জায় বোমা হামলার পিছনে তার গ্রুপ ছিল।[৭] বোমা হামলার ঘটনায় হরকাতুল জিহাদ আল-ইসলামি বাংলাদেশের প্রধান মুফতি আবদুল হান্নানকে রিমান্ডে নেওয়া হয়েছে।[৬]

প্রতিক্রিয়া সম্পাদনা

বাংলাদেশের রোমান ক্যাথলিক গির্জায় আর্চবিশপ মাইকেল রোজারিও এই হামলাকে "বর্বর" বলে বর্ণনা করেন এবং আশা করেন সরকার দোষীদের খুঁজে বের করবে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. AsiaNews.it। "BANGLADESH Muslims, Hindus and Catholics remember Baniarchar church victims"www.asianews.it। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬ 
  2. "Probe ordered into Bangladesh blast"CNN। জুন ১৭, ২০০১। 
  3. "Bangladesh church bomb kills nine"BBC। ৩ জুন ২০০১। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬ 
  4. "Bangladesh PM blames blast on foes - June 18, 2001"CNN। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬ 
  5. Hotep, Amon। "trinicenter.com - SPECIAL NEWS"www.trinicenter.com। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬ 
  6. "Mufti Hannan remanded in church bombing case"। ১৮ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬ 
  7. "christians others demand justice over 2001 church bombing - ucanews.com"। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬