.বিএ
(.ba থেকে পুনর্নির্দেশিত)
.বিএ হল বসনিয়া ও হার্জেগোভিনার কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন নাম, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। ইউনিভারসিটি টেলিনফরমেটিক সেন্টার এটি নিয়ন্ত্রণ করে থাকে।
![]() | |
প্রস্তাবিত হয়েছে | ১৯৯৬ |
---|---|
টিএলডি ধরণ | কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | ইউনিভারসিটি টেলিনফরমেটিক সেন্টার |
প্রস্তাবের উত্থাপক | ইউনিভারসিটি টেলিনফরমেটিক সেন্টার |
উদ্দেশ্যে ব্যবহার | অস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত ![]() |
বর্তমান ব্যবহার | বসনিয়া ও হার্জেগোভিনায জনপ্রিয়। |
নিবন্ধনের সীমাবদ্ধতা | বসনিয়া ও হার্জেগোভিনায় বসবাস করতে হবে অথবা সেখানে কোন প্রতিনিধি থাকতে হবে। |
কাঠামো | নিবন্ধন সরাসরি .বিএ এর আওতায় অথবা দ্বিতীয় স্তরের অধীনে কিছু তৃতীয় স্তরের ডোমেইন নাম নিবন্ধনের সুযোগ রয়েছে। |
নথিপত্র | নিয়মকানুন |
ওয়েবসাইট | নিক.বিএ |
দ্বিতীয়-স্তরের ডোমেইনসম্পাদনা
আন্তর্জাতিক ডোমেইন নাম নিবন্ধনের চেয়ে .বিএ ডোমেইন নিবন্ধন জটিল। যেমন আন্তর্জাতি ডোমেইন যে কেউ ক্রয় করতে পারে কিন্তু .বিএ ডোমেইন এর জন্য শুধূ আবেদন করলেই চলবে না, প্রয়োজনিয় সকল নথি পত্রের কোঠা পূরন কতে হবে।
বহিঃসংযোগসম্পাদনা
- IANA .ba whois information
- NIC.BA
- BIHnet (.com.ba)
- Sayber (.co.ba)
- SARnet Centar (.rs.ba)
- Registracijadomena.ba - Registration procedure
- Registracijadomena.ba - Regulations for .BA domains registration
ইন্টারনেট ডোমেইন নাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |