.এএল

(.al থেকে পুনর্নির্দেশিত)

.এএল হল আলবেনিয়ার কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। আলবেনিয়ার ইলেক্ট্রনিক ও পোস্টাল যোগাযোগ কর্তৃপক্ষ (একেইপি) এটি নিয়ন্ত্রণ করে থাকে। শুধু আলবেনিয়ার নাগরিক ও আলবেনিয়া ভিত্তিক কম্পানি গুলো .এএল ডোমেইন নাম নিবন্ধনের সুযোগ পায়। বিদেশীরা বিভিন্ন প্রক্সি-রেজিস্ট্রার বা বিশ্বস্ত হোস্ট (যেমনঃ হোস্ট.এএল বা ডট.এএল) এর কাছ থেকে নিবন্ধনের সুযোগ পায়।

.এএল
প্রস্তাবিত হয়েছে১৯৯২
টিএলডি ধরনকাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিইলেক্ট্রনিক ও পোস্টাল যোগাযোগ কর্তৃপক্ষ (একেইপি)
প্রস্তাবের উত্থাপকইলেক্ট্রনিক ও পোস্টাল যোগাযোগ কর্তৃপক্ষ (একেইপি)
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত  Albania
বর্তমান ব্যবহারআলবেনিয়ায় ব্যাপক জনপ্রিয়
নিবন্ধনের সীমাবদ্ধতাশুধু আলবেনিয়ার জনগনের জন্য ও আলবেনিয়ার ব্যানিজ্যের জন্য ব্যবহৃত
কাঠামোদ্বিতীয় স্তরের অধীনে বিভিন্ন বিষয়শ্রেণীর উপর ভিত্তি করে তৃতীয় স্তরে নিবন্ধনের জন্য অনুমতি দেওয়া হয়।
নথিপত্রআবেদন ফরম (পিডিএফ)
বিতর্ক নীতিমালাDisputes must be with registrant alone; সমস্ত দ্বায়দায়িত্ব নিক এর
ওয়েবসাইট.এএল ডিএনএস নিবন্ধন

দ্বিতীয় স্তরের নিবন্ধন সম্পাদনা

পূর্বে সরাসরি .এএল এর অধীনে অথবা সরাসরি দ্বিতীয় স্তরে নিবন্ধনের সুযোগ ছিলনা কিন্তু সরাসরি .এএল এর অধীনে কিছু ডোমেইন নাম ছিল যেমন, ইউনিটি.এএল (uniti.al), তিরানা.এএল (tirana.al), সোরোস.এএল (soros.al), ইউপিটিএএল (upt.al) ও ইনিমা.এএল (inima.al)।

তৃতীয় স্তরে নিবন্ধন সম্পাদনা

তৃতীয় স্তরের নিবন্ধন সাধারনত দ্বিতীয় স্তরের অধীনে করা যায় কিন্তু স্রামপ্রতিক সময়ে সরাসরি .এএল এর অধীনে অনেক ডোমেইন নাম দেখা যায়।

হুইজ সার্ভার সম্পাদনা

.এএল এর সরাসরি কোন হুইজ সার্ভার নেই। ডোমেইন নাম খালি আছে কিনা তা দেখার জন্য https://web.archive.org/web/20141028114412/http://www.akep.al/en/kerkoni-domain এই সাইটটি ব্যবহার করতে হয়।

বহিঃসংযোগ সম্পাদনা