.এএম হল আর্মেনিয়ার জন্য কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স।

.এএম
প্রস্তাবিত হয়েছে১৯৯৪
টিএলডি ধরণকাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিএএমএনআইসি
প্রস্তাবের উত্থাপকআইএসওসি-এম
উদ্দেশ্যে ব্যবহারআর্মেনিয়ার অস্তিত্তের সাথে সম্পর্কযুক্ত  আর্মেনিয়া
বর্তমান ব্যবহারStill used largely in Armenia despite being marketed as global domain
নিবন্ধনের সীমাবদ্ধতাকিছু নাম সংরক্ষিত
কাঠামোসরাসরি .এএম এর অধীন নিবন্ধনের সুযোগ রয়েছে
নথিপত্রনীতিমালা
বিতর্ক নীতিমালাUDRP
ওয়েবসাইটএএমনিক
DNSSECহ্যাঁ

নিয়মকানুনসম্পাদনা

.এএম নিয়ন্ত্রণ করে আইএসওসি-এএম[১] যা ইন্টারনেটের একটি স্থানীয় গোষ্ঠী।

  • বিশ্বের যে কোন ব্যক্তি একটি নির্ধিষ্ট ফির বিনিময়ে .এএম, কম.এএম, নেট.এএম, ওআরজি.এএম এর জন্য আবেদন করতে পারবে।
  • প্রত্যেকটি আবেদন পর্যালোচিত হবে যার জন্য ২ থেকে ৩ কার্য দিবস সময় লাগতে পারে।
  • আর্মেনিয়ার আইনে এই ডোমেইনর কিছু নাম নিষিদ্ধ করে হয়েছে কারণ এই ডোমেইন নামের সহজলভ্যতার জন্য এটি স্প্যাম্, পর্নোগ্রাফি ও সন্ত্রাসীদের দ্বারা ব্যবহারের সম্ভাবনা রয়েছে।[২]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "isoc.am"। isoc.am। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-১৫ 
  2. "AM Registration Guidelines, paragraph 1"। Amnic.net। ২০০৯-০৮-০১। ২০১৭-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-১৫ 

বহিঃসংযোগসম্পাদনা