.এইচটি হল হাইতির ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (সিসিটিএলডি)। [২] .এইচটি প্রথম ১৯৯৭ সালে চালু করা হয়েছিল। যদিও এটি মূলত হাইতির নাগরিক এবং ব্যবসার উদ্দেশ্যে চালু করা হয়েছিল, কিন্তু বিশ্বের যে কেউ .এইচটি ডোমেইন নামে নিবন্ধন করতে পারবে।

.এইচটি
প্রস্তাবিত হয়েছে৬ মার্চ ১৯৯৭
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিRéseau de Développement Durable d'Haïti
প্রস্তাবের উত্থাপকConsortium FDS/RDDH
উদ্দেশ্যে ব্যবহার হাইতি এর সাথে যুক্ত সত্বা
নিবন্ধকৃত ডোমেইনসমূহ৩,৩৭১ (২০২২-১০-৩১)[১]
নিবন্ধনের সীমাবদ্ধতাNone
কাঠামোদ্বিতীয় স্থরে সরাসরি নিবন্ধন সম্ভব
নথিপত্রDocuments (ফরাসি ভাষায়)
Naming Charter
ওয়েবসাইটnic.ht

তথ্যসূত্র সম্পাদনা

  1. ".HT en Chiffres"NIC Haiti। ২০২২-১০-৩১। ২০২২-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৬ 
  2. "gTLDs, ccTLDs"। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৩