.এইউ
.এইউ হল অস্ট্রেলিয়ার কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদ্ত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। এটি নিয়ন্ত্রন করে থাকে “.এইউ ডোমেইন কর্তৃপক্ষ।
![]() | |
প্রস্তাবিত হয়েছে | ১৯৮৬ |
---|---|
টিএলডি ধরণ | কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | বিভিন্ন |
প্রস্তাবের উত্থাপক | .এইউ ডোমেইন এডমিনিস্ট্রেসন |
উদ্দেশ্যে ব্যবহার | অস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত![]() |
বর্তমান ব্যবহার | অস্ট্রেলিয়ায় অত্যন্ত জনপ্রিয় |
নিবন্ধনের সীমাবদ্ধতা | Limited to individuals, companies, and organisations located in Australia; different subdomains have various other restrictions |
কাঠামো | Names may be registered only at the third level within generic second-level categories |
নথিপত্র | IANA report on redelegation; ICANN registry agreement |
বিতর্ক নীতিমালা | .au Dispute Resolution Policy (auDRP), Complaints (Registrant Eligibility) Policy |
ওয়েবসাইট | auDA; AusRegistry |
পরিচ্ছেদসমূহ
নিবন্ধনসম্পাদনা
দ্বিতীয় স্তরে সরাসরি .এইউ এর অধীনে কোন ডোমেইন নাম নিবন্ধন করা যায় না (যেমনঃকম্পানির নাম.এইউ)। .এইউ এর অধীনে বিভিন্ন বিষয়শ্রেণীতে বা তৃতীয় স্তরে আবেদন গৃহীত হয়। উদাহরন, .কম.এইউ এখানে .কম বাণিজ্যিক সংস্থার জন্য যেমনটি যুক্তরাজ্য নিউজিল্যান্ডে করা হয়।
ডোমেইন নাম বণ্টনসম্পাদনা
অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থার জন্য নির্ধারিত দ্বিতীয় স্তরের ডোমেইন নাম, .গভ.এইউ। এছাড়া তৃতীয় স্তরের কিছু নির্দিষ্ট ডোমেইন নাম অস্ট্রেলিয়ার সরকার তাদের রাজ্যকে চিহ্নিত করার জন্য ব্যবহার করে থাকে। অধিকাংশ ক্ষেত্রে .ইডো.এইই ডোমেইন নামকে রাজ্য সংক্রান ডোমেইন নামের বিষয় শ্রেণীতে ধরা হয়। এইউডিএ .ইডো.এইউ ডোমেইনের নিয়ন্ত্রনের দ্বায়িত্ব “অস্ট্রেলিয়ান ইনফরমেশন এন্ড কমিউনিকেশনস টেকনোলজি ইন ইডোকেসন কমিটির” কাছে অর্পন করেছে। যা থেকে আবার একটি বিশেষ উপ কমিটি তৈরি করা হয়েছে, “.ইডো.এইউ ডোমেইন নিয়ন্ত্রক কমিটি”।[১]
বিদ্যালয় গুলোতে সাধারনত স্থানের নামের সাথে মিলিয়ে ডোমেইন নাম প্রদান করা হয়। উদাহরনস্বরুপ, পশ্চিম অস্ট্রেলিয়ার কোন বিদ্যালয়ের জন্য “বিদ্যালয়ের নাম.ডব্লিউএ.ইডো.এইউ” (schoolname.wa.edu.au)। একইভাবে ভিক্টোরিয়ার বিদ্যালয়ের জন্য .ভিক, দক্ষিণ অস্ট্রেলিয়ার জন্য .এসএ, তাসমানিয়ার .তাস, নর্দান টেরিটোরির জন্য .এনটি ও অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটোরির জন্য .এসিটি।যাইহোক, ইন্টারনেট সার্ভিস নাম পরিবর্তন হওয়ার পর কুইন্সল্যান্ডের স্টেট স্কুলগুলোও তাদের ডোমেইন নাম schoolname.qld.edu.au থেকে schoolname.eq.edu.au তে পরিবর্তন করে। অবশ্য এটি প্রাইভেট বিদ্যালয়গুলোর জন্য প্রযোজ্য নয়। মাঝে মাঝে ডোমেইন নাম চতুর্থ স্তর পর্যন্তও হয়ে থাকে যেমন, schoolname.schools.nsw.edu.au।
বিশ্ববিদ্যালয় পর্যয়ের কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ডোমেইন নামের সাথে রাজ্যের নাম যোগ করতে হয়না। উদাহরন স্বরুপ পশ্চিম অস্ট্রেলিয়ার এডিথ কাউন বিশ্ববিদ্যালয় ecu.wa.edu.au এর পরিবর্তে ecu.edu.au ব্যবহার করে। ভিক্টোরিয়ার মোনস বিশ্ববিদ্যালয় monash.vic.edu.au এর পরিবর্তে monash.edu.au ব্যবহার করে। কারণ অস্ট্রেলিয়ার রাজ্য সরকার শুধু প্রাথমিক ও মাধ্যকি শিক্ষার দ্বায়িত্ব বহন করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিষ্ঠানের দ্বায়িত্ব কমনওয়েল্থ এর। এরকম কয়েকটি প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ার কয়েকটি রাজ্যে রয়েছে।
State | Govt Abbrev |
School Abbrev |
---|---|---|
Australian Capital Territory | act.gov.au | act.edu.au |
New South Wales | nsw.gov.au | school.nsw.edu.au |
Northern Territory | nt.gov.au | nt.gov.au |
Queensland | qld.gov.au | eq.edu.au |
South Australia | sa.gov.au | sa.edu.au |
Tasmania | tas.gov.au | tas.edu.au |
Victoria | vic.gov.au | vic.edu.au |
Western Australia | wa.gov.au | wa.edu.au |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Application of auDA Published Policies to the edu.au 2LD"। auDA। Feburary 2004। ২০০৭-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2007-06-06। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগসম্পাদনা
- IANA WHOIS for .au
- auDA
- AusRegistry
- List of registrars accredited by AusRegistry
- Australian Domainer Forum
- Australian Domainers Community
ইন্টারনেট ডোমেইন নাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |