৯৮তম যুগ্ম ব্রিগেড (বাংলাদেশ)

৯৮তম ব্রিগেড যা "৯৮তম যুগ্ম ব্রিগেড" নামেও পরিচিত, হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ব্রিগেড দল। এটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম যুগ্ম ব্রিগেড।[]

৯৮তম যুগ্ম ব্রিগেড
সক্রিয়জুন ২৩, ১৯৯৮– বর্তমান
দেশ বাংলাদেশ
আনুগত্য বাংলাদেশ
শাখা বাংলাদেশ সেনাবাহিনী
ধরনযুগ্ম
আকারব্রিগেড

ইতিহাস

সম্পাদনা

২৩ জুন, ১৯৯৮ সালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু উদ্বোধন করেন এবং ৯৮তম যুগ্ম ব্রিগেড প্রতিষ্ঠা করেন।[]

২৯ জানুয়ারি, ২০১৫ সালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর নিকটে বঙ্গবন্ধু সেনানিবাস উদ্বোধন করেন। এছাড়াও তিনি নবনির্মিত ৯৮তম যুগ্ম ব্রিগেডের অফিস ভবনের জন্য প্রধান কার্যালয়, মেস, এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার, জেসিও এবং সৈনিকদের জন্য পারিবারিক বাসস্থান উন্মুক্ত করেন।[]

  • বিভিন্ন সৈন্যদলের আন্দোলনে নিরাপত্তা নদীপথ সহ।
  • ব্রিগেডসমূহের সামগ্রিক নিরাপত্তা বিধান।
  • নদীপথে নিরাপত্তা নিশ্চিত এবং শত্রুদের প্রবেশে বাঁধা দেয়া।

৯৮তম যুগ্ম ব্রিগেডের মধ্যে প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন এবং পদাতিক ব্যাটালিয়ন বিদ্যামান রয়েছে। সেনাবাহিনীর অন্যান্য দলের থেকে বাছাই করে এই ব্রিগেডে সেনা এবং অফিসারদের নিয়োগ দেয়া হয়।

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bangabandhu Cantonment starts journey"Bangladesh Sangbad Sangstha। জানুয়ারি ২৯, ২০১৭। ২০১৫-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২৭ 
  2. "Sheikh Hasina inaugurated the Bangabandhu Cantonment"Nirapad News। ২০১৭-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২৭ 
  3. "Bangabandhu Cantonment inaugurated"The Daily Sun। Dhaka। জানুয়ারি ৩০, ২০১৭। ২০১৭-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২৭