৯৬ (চলচ্চিত্র)

২০১৮-এর সি. প্রেম কুমার পরিচালিত তামিল চলচ্চিত্র

৯৬ (ইংরেজি: 96) ২০১৮ সালে মুক্তি পাওয়া একটি তামিল প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। [১] ভ্রমণ-আলোকচিত্রশিল্পী রামচন্দ্রন ওরফে রামের কৈশোরের প্রেমস্মৃতি রোমন্থন ও তার প্রেমিকা জনকি দেবী বা জানুর সাথে বিদ্যালয় পুনর্মিলনীতে দেখা হওয়ার মাধ্যমে কাহিনী আবর্তিত হয়।

৯৬
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসি. প্রেম কুমার
প্রযোজকএস. নান্থাগোপাল
রচয়িতাসি. প্রেম কুমার
চিত্রনাট্যকারসি. প্রেম কুমার
শ্রেষ্ঠাংশে
সুরকারগোবিন্দ মেনন
চিত্রগ্রাহক
  • মেহেদিরান জায়ারাজু
  • এন. শানমুগা সুন্দরম
সম্পাদকআর. গোবিন্দরাজ
প্রযোজনা
কোম্পানি
মাদ্রাজ এন্টারপ্রাইজ
মুক্তি
  • ৪ অক্টোবর ২০১৮ (2018-10-04)
স্থিতিকাল১৫৭ মিনিট
দেশভারত
ভাষাতামিল
নির্মাণব্যয়১২ কোটি
আয়১৫০ কোটি

চলচ্চিত্রের কাহিনী লিখেছেন ও পরিচালনা করেছেন সি. প্রেন কুনার এবং প্রযোজক এস. নান্থাগোপাল। চলচ্চিত্রটির মিউজিক কম্পোজাফ গোবিন্দ মেনন, মেহেন্দারিন জায়ারাজু, এবং শানমুগা সুন্দারাম সিনোমেটগ্রাফির নিয়ন্ত্রণে ছিলেন। আর. গোবিন্দরাজ চলচ্চিত্রটির সম্পাদনা করেন এবং কস্টিউন ডিজাইন করেন শুভস্রী কার্তিক বিজয়।

চলচ্চিত্রটি ৪ অক্টোবর ২০১৮ সালে মুক্তি পায় এবং ব্যাপক প্রশংসিত হয়। পরিচালক স্বীকার করেন যে, কিছু বিষয় "ব্লু জ্যা" চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত। [২] তৃষা কৃষ্ণন এই চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার - তামিল পেয়েছিলেন আর বিজয় সেতুপতি পেয়েছিলেন সেরা অভিনেতা বিষয়শ্রেণীতে ফিল্মফেয়ার পুরস্কার, অপরদিকে সঙ্গীতকার এ আর রহমান শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল পেয়েছিলেন।

অভিনয়ে সম্পাদনা

  • কে. রামাচন্দ্রন ওরফে রাম চরিত্রে বিজয় সেতুপতি
  • জানাকি দেবি ওরফে জানু চরিত্রে তৃষা কৃষ্ণন (চিন্ময়ি কর্তৃক ডাবকৃত)
  • প্রভা চরিত্রে ভরসা বোল্লাম্মা
  • সুভাষিনী চরিত্রে দেবদর্শিনী
  • কাভাল দেইভাম (ওয়াচম্যান) চরিত্রে জানাগারাজ
  • মুরালি চরিত্রে ভগবতী পেরুমল
  • সতীশ চরিত্রে আদুকালাম মুরুগাদস
  • বার্বার চরিত্রে কাভিতালায় কৃষ্ণান
  • ছোটবেলার রাম চরিত্রে আদিত্য ভাস্কার
  • ছোটবেলার জানু চরিত্রে গৌরি জি. কিশান
  • ছোটবেলার সুভাষিনী চরিত্রে নিয়িতী কদম্বী
  • ছোটবেলার মুরালি চরিত্রে সুরিয়া
  • ছোটবেলার সতীশ চরিত্রে গৌতম
  • হোটেল রিসিপশনিস্ট চরিত্রে শ্যাম প্রসাদ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বিজোশ পানাপরমবিল-তৃষা ফিল্ম টাইটেল্ড '৯৬'?"Sify.com। ১৫ ডিসেম্বর ২০১৫। ২৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১২-২২ 
  2. ইন্ডিয়ান এক্সপ্রেস

বহিঃসংযোগ সম্পাদনা