৪৬তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেড
(৪৬তম স্বাধীন পদাতিক ব্রিগেড থেকে পুনর্নির্দেশিত)
৪৬তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেড হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহাসিক সামরিক দল। এই দলটি ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত।[১] এই ব্রিগেড ঢাকা ব্রিগেড নামেও পরিচিত।[২]
৪৬তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেড | |
---|---|
দেশ | ![]() |
আনুগত্য | ![]() |
শাখা | ![]() |
ধরন | পদাতিক |
আকার | ব্রিগেড |
গ্যারিসন/সদরদপ্তর | ঢাকা সেনানিবাস |
কমান্ডার | |
উল্লেখযোগ্য কমান্ডার | মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) কে. এম. শফিউল্লাহ লেঃ কর্নেল (অবসরপ্রাপ্ত) জিয়াউদ্দীন কর্নেল (অবসরপ্রাপ্ত) শাফায়াত জামিল |
এই ব্রিগেডের বর্তমান কমান্ডার হলেন ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দীকি,এডব্লিউসি,পিএসসি।
ইতিহাস সম্পাদনা
৪৬তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেড জেনারেল খালেদ মোশাররফকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর সমর্থন দেয়। এই ব্রিগেডের ক্যাপ্টেন হাফিজের বিরুদ্ধে জেনারেল জিয়াউর রহমানকে আটকের অভিযোগে অভিযুক্ত করা হয়।[৩] ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের সময় এই ব্রিগেডকে কাজে না লাগানোর জন্য বাংলাদেশ সরকার সমালোচিত হয়।[৪]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Shock, surprise unfolded"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৫ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৭।
- ↑ "Of the helpless chiefs of army, air, navy"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৪ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৭।
- ↑ "It's not me, but Captain Hafiz went to arrest Zia: Maj Hafiz"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৫ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৭।
- ↑ "Neither Forgiven nor Forgotten"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৭।