৩৪নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক এলাকা

৩৪নং ওয়ার্ড হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড, যা অঞ্চল-৪ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৭০ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৩৪ ঢাকা মহানগর পুলিশের বংশাল থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৬ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন মো: মামুন।

বিবরণ সম্পাদনা

ওয়ার্ড নম্বর ৩৪ ঢাকা মহানগরের সিদ্দিক বাজার, টেকের হাট লেন, নওয়াবপুর রোড (হোল্ডিং নং- ১৪৪-২২২), হাজী ওসমান গনি রোড (হোল্ডিং নং- ১ হইতে ১৬৫), নাজিরা বাজার লেন, লুৎফর রহমান লেন, কাজী আব্দুল হামিদ লেন, কাজী আলা উদ্দীন রোড, ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে স্টেশন (কোতোয়ালী অংশ) এলাকা নিয়ে গঠিত।

ইতিহাস সম্পাদনা

কাউন্সিলর সম্পাদনা

নির্বাচন কাউন্সিলর রাজনৈতিক দল সূত্র
২০১৫ মীর সমির
২০২০ মো: মামুন [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা)" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০