২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে হ্যান্ডবল

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতার হ্যান্ডবল ইভেন্ট ফ্রান্সের প্যারিস শহরে ২৫ শে জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পুরুষদের এবং মহিলাদের ইভেন্ট মিলিয়ে মোট ১৬টি দেশ এতে অংশগ্রহণ করতে চলেছে।[১] গ্রুপ পর্বের ম্যাচ দক্ষিণ প্যারিস এরিনা ৬ ও নক-আউট পর্বের ম্যাচ স্তাদ পিয়ে-ময়োঁ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।[২][৩]

৩৩তম অলিম্পিয়াড খেলায়
হ্যান্ডবল
চিত্র:Handball – Paris 2024.svg
স্থানদক্ষিণ প্যারিস এরিনা ৬
স্তাদ পিয়ে-ময়োঁ
তারিখ২৫ জুলাই – ১১ আগস্ট ২০২৪
ইভেন্টের সংখ্যা২ (১ পুরুষ, ১ মহিলা)
প্রতিযোগী১৬টি দেশের ৩৩৬ জন প্রতিযোগী

পঞ্জিকা

সম্পাদনা
গ্রুপ পর্ব ¼ কোয়ার্টার-ফাইনাল ½ সেমি-ফাইনাল ব্রোঞ্জপদক ম্যাচ স্বর্ণপদক ম্যাচ

[৪]

তারিখ
ইভেন্ট
বৃহ ২৫ শুক্র ২৬ শনি ২৭ রবি ২৮ সোম ২৯ মঙ্গল ৩০ বুধ ৩১ বৃহ ১ শুক্র ২ শনি ৩ রবি ৪ সোম ৫ মঙ্গল ৬ বুধ ৭ বৃহ ৮ শুক্র ৯ শনি ১০ রবি ১১
পুরুষ ¼ ½
মহিলা ¼ ½

ফরম্যাট

সম্পাদনা

প্রতিটি টুর্নামেন্টের বারোটি দলকে ছয় দলের দুটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি দল প্রাথমিকভাবে তাদের গ্রুপের মধ্যে রাউন্ড-রবিন গেম খেলবে। রাউন্ড-রবিন পর্বের সমাপ্তির পর, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ চারটি দল কোয়ার্টার ফাইনালে যাবে। সেমিফাইনালের দুই বিজয়ী স্বর্ণপদক ম্যাচের জন্য মিলিত হবে, আর সেমিফাইনালে পরাজিতরা ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলবে।

পদক তালিকা

সম্পাদনা

পুরুষদের টুর্নামেন্ট

সম্পাদনা

গ্রুপ পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন   ESP   CRO   GER   SLO   SWE   JPN
  স্পেন কোয়ার্টার-ফাইনাল
  ক্রোয়েশিয়া
  জার্মানি
  স্লোভেনিয়া
  সুইডেন
  জাপান
প্রথম খেলা ২৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: আইএইচএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) হেড-টু-হেড স্বপক্ষে গোল; ৫) গোল পার্থক্য; ৬) মোট স্বপক্ষে গোল; ৭) লটারি।

গ্রুপ বি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ডেনমার্ক কোয়ার্টার-ফাইনাল
  ফ্রান্স (H)
  নরওয়ে
  আর্জেন্টিনা
  হাঙ্গেরি
  মিশর
প্রথম খেলা ২৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: আইএইচএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) হেড-টু-হেড স্বপক্ষে গোল; ৫) গোল পার্থক্য; ৬) মোট স্বপক্ষে গোল; ৭) লটারি।
(H) স্বাগতিক।

নক-আউট পর্ব

সম্পাদনা
 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালস্বর্ণপদক ম্যাচ
 
          
 
৭ আগস্ট
 
 
 
 
৯ আগস্ট
 
 
 
 
 
৭ আগস্ট
 
 
 
 
 
১১ আগস্ট
 
 
 
 
 
৭ আগস্ট
 
 
 
 
 
৯ আগস্ট
 
 
 
 
 
৭ আগস্ট
 
 ব্রোঞ্জপদক ম্যাচ
 
 
 
১১ আগস্ট
 
 
 
 
 
 
 
 

মহিলাদের টুর্নামেন্ট

সম্পাদনা

গ্রুপ পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  নরওয়ে কোয়ার্টার-ফাইনাল
  জার্মানি
  স্লোভেনিয়া
  সুইডেন
  ডেনমার্ক
  দক্ষিণ কোরিয়া
প্রথম খেলা ২৫ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: আইএইচএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) হেড-টু-হেড স্বপক্ষে গোল; ৫) গোল পার্থক্য; ৬) মোট স্বপক্ষে গোল; ৭) লটারি।

গ্রুপ বি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  হাঙ্গেরি কোয়ার্টার-ফাইনাল
  নেদারল্যান্ডস
  স্পেন
  ফ্রান্স (H)
  ব্রাজিল
  অ্যাঙ্গোলা
প্রথম খেলা ২৫ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: আইএইচএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) হেড-টু-হেড স্বপক্ষে গোল; ৫) গোল পার্থক্য; ৬) মোট স্বপক্ষে গোল; ৭) লটারি।
(H) স্বাগতিক।

নক-আউট পর্ব

সম্পাদনা
 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালস্বর্ণপদক ম্যাচ
 
          
 
৬ আগস্ট
 
 
 
 
৮ আগস্ট
 
 
 
 
 
৬ আগস্ট
 
 
 
 
 
১০ আগস্ট
 
 
 
 
 
৬ আগস্ট
 
 
 
 
 
৮ আগস্ট
 
 
 
 
 
৬ আগস্ট
 
 ব্রোঞ্জপদক ম্যাচ
 
 
 
১০ আগস্ট
 
 
 
 
 
 
 
 

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Paris 2024 – Handball"Paris 2024। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২ 
  2. "IHF – Paris 2024 Olympics"International Handball Federation। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২ 
  3. Martin, Marta (৩ নভেম্বর ২০২২)। "How to qualify for handball at Paris 2024. The Olympics qualification system explained"International Olympic Committee। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২ 
  4. "Handball Olympic Schedule"। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা