২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতার ফিল্ড হকি ইভেন্ট প্যারিস শহরের স্তাদ ইভেস-দু-মানোঁতে ২৭ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। এই একই স্টেডিয়ামে ১৯২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল।[১] মোট ২৪ টি দল (পুরুষ ও মহিলাদের উভয়ের ১২টি করে) ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছে।[২]

৩৩তম অলিম্পিয়াড খেলায়
ফিল্ড হকি
স্থানস্তাদ ইভেস-দু-মানোঁ
তারিখ২৭ জুলাই – ৯ আগস্ট ২০২৪
ইভেন্টের সংখ্যা

বাছাইপর্ব

সম্পাদনা

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) ৩০ মার্চ, ২০২২-এ প্যারিস ২০২৪-এর যোগ্যতার মানদণ্ড অনুমোদন করেছে এবং প্রকাশ করেছে। পাঁচটি কনফেডারেশনের (আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং ওশেনিয়া) মহাদেশীয় চ্যাম্পিয়নদের প্রত্যেকেই তাদের নিজ নিজ এনওসি-র জন্য পুরুষ ও মহিলাদের স্থান, যেখানে স্বাগতিক দেশ ফ্রান্স এফআইএইচ বিশ্ব র‌্যাঙ্কিং তালিকায় শীর্ষ পঁচিশ বা তার বেশি স্থান অর্জন করার পর পুরুষ ও মহিলাদের টুর্নামেন্টে সরাসরি কোটা স্থান পেয়েছে।[৩][২]

বাকি কোটা স্থান দুটি পৃথক এফআইএইচ অলিম্পিক বাছাইপর্বের টুর্নামেন্টের মাধ্যমে যথেষ্ট র‌্যাঙ্কিং সহ যোগ্য এনওসিদের জন্য আটক করা হবে। প্রতিটি টুর্নামেন্টের শেষে শীর্ষ তিনটি স্কোয়াড প্যারিস ২০২৪-এর জন্য বারোটি দলের মাঠ সম্পূর্ণ করার জন্য কোটা সুরক্ষিত করবে৷ যদি ফরাসি হকি খেলোয়াড়রা ২০২৩ ইউরোহকি চ্যাম্পিয়নশিপ জিততেন, তাহলে দুটি ওয়াইল্ডকার্ড টুর্নামেন্টে স্থানের সংখ্যা বেড়ে সাতটি হত৷ দুই ব্রোঞ্জ পদক পরাজিতদের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে বাকি জায়গাটি দেওয়া হয়েছে।[২][৪]

সারাংশ

সম্পাদনা
দেশ পুরুষ মহিলা মোট ক্রীড়াবিদ
  আর্জেন্টিনা  Y  Y ৩২
  অস্ট্রেলিয়া  Y  Y ৩২
  বেলজিয়াম  Y  Y ৩২
  চীন  Y ১৬
  ফ্রান্স  Y  Y ৩২
  জার্মানি  Y  Y ৩২
  গ্রেট ব্রিটেন  Y  Y ৩২
  ভারত  Y ১৬
  আয়ারল্যান্ড  Y ১৬
  জাপান  Y ১৬
  নেদারল্যান্ডস  Y  Y ৩২
  নিউজিল্যান্ড  Y ১৬
  দক্ষিণ আফ্রিকা  Y  Y ৩২
  স্পেন  Y  Y ৩২
  মার্কিন যুক্তরাষ্ট্র  Y ১৬
মোট: ১৫ এনওসি ১৯২ ১৯২ ৩৮৪

পদক তালিকা

সম্পাদনা

পুরুষদের ইভেন্ট

সম্পাদনা

গ্রুপ পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  নেদারল্যান্ডস নক-আউট পর্ব
  জার্মানি
  যুক্তরাজ্য
  স্পেন
  ফ্রান্স (H)
  দক্ষিণ আফ্রিকা
প্রথম খেলা ২৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়ী ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) স্বপক্ষে গোল; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা
(H) স্বাগতিক।

গ্রুপ বি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  বেলজিয়াম নক-আউট পর্ব
  ভারত
  অস্ট্রেলিয়া
  আর্জেন্টিনা
  নিউজিল্যান্ড
  আয়ারল্যান্ড
প্রথম খেলা ২৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়ী ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) স্বপক্ষে গোল; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা

নক-আউট পর্ব

সম্পাদনা
 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালস্বর্ণপদক ম্যাচ
 
          
 
৪ আগস্ট
 
 
এ১
 
৬ আগস্ট
 
বি৪
 
 
 
৪ আগস্ট
 
 
 
বি২
 
৮ আগস্ট
 
এ৩
 
 
 
৪ আগস্ট
 
 
 
এ২
 
৬ আগস্ট
 
বি৩
 
 
 
৪ আগস্ট
 
 ব্রোঞ্জপদক ম্যাচ
 
বি১
 
৮ আগস্ট
 
বি৪
 
 
 
 
 
 

অন্তিম অবস্থান

সম্পাদনা

মহিলাদের ইভেন্ট

সম্পাদনা

গ্রুপ পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  নেদারল্যান্ডস নক-আউট পর্ব
  বেলজিয়াম
  জার্মানি
  জাপান
  চীন
  ফ্রান্স (H)
প্রথম খেলা ২৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়ী ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) স্বপক্ষে গোল; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা
(H) স্বাগতিক।

গ্রুপ বি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  অস্ট্রেলিয়া নক-আউট পর্ব
  আর্জেন্টিনা
  যুক্তরাজ্য
  স্পেন
  মার্কিন যুক্তরাষ্ট্র
  দক্ষিণ আফ্রিকা
প্রথম খেলা ২৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়ী ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) স্বপক্ষে গোল; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা

নক-আউট পর্ব

সম্পাদনা
 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালস্বর্ণপদক ম্যাচ
 
          
 
৫ আগস্ট
 
 
এ১
 
৭ আগস্ট
 
বি৪
 
 
 
৫ আগস্ট
 
 
 
বি২
 
৯ আগস্ট
 
এ৩
 
 
 
৫ আগস্ট
 
 
 
এ২
 
৭ আগস্ট
 
বি৩
 
 
 
৫ আগস্ট
 
 ব্রোঞ্জপদক ম্যাচ
 
বি১
 
৯ আগস্ট
 
বি৪
 
 
 
 
 
 

অন্তিম অবস্থান

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Paris 2024 – Field Hockey"Paris 2024। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. McAlister, Sean (১২ ডিসেম্বর ২০২২)। "How to qualify for hockey at Paris 2024. The Olympics qualification system explained"International Olympic Committee। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. Berkeley, Geoff (৯ এপ্রিল ২০২২)। "Hockey, triathlon and volleyball qualification criteria approved for Paris 2024"Inside the Games। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. "Qualification pathway approved for Paris 2024"International Hockey Federation। ২০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৩