২০২৪ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দলীয় সদস্য

২০২৪ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।[১][২] ইংল্যান্ডই প্রথম দল যারা তাদের স্কোয়াড ঘোষণা করেছিল।[৩]

বাংলাদেশ সম্পাদনা

বাংলাদেশ ১ জানুয়ারি ২০২৪-এ মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক এবং আহরার আমিনকে সহ অধিনায়ক করে তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করে।[৪]

  • মাহফুজুর রহমান রাব্বি (অধি.)
  • আহরার আমিন (সহ-অধি.)
  • আশিকুর রহমান শিবলী (উই.)
  • জিশান আলম
  • মোহাম্মদ রোহানাত দৌল্লা
  • মোহাম্মদ আসরাফুজ্জামান
  • মোহাম্মদ ইকবাল (উই.)
  • আরিফুল ইসলাম
  • শেখ পাভেজ জীবন
  • মারুফ মৃধা
  • মোহাম্মদ রফিউজ্জামান রাফি
  • চৌধুরী মোহাম্মদ রিজওয়ান
  • আদিল বিন সিদ্দিক
  • মোহাম্মদ শিহাব জেমস
  • ওয়াসি সিদ্দিকী

আফগানিস্তান সম্পাদনা

আফগানিস্তান ১০ জানুয়ারী ২১০৩ সালে নাসির খানকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে।[৫]

  • নাসির খান ()
  • নুমান শাহ (ভিসি)
  • জাহিদ আফগান
  • বশির আহমদ
  • খলিল আহমদ
  • ফরিদুন দাউদজাই
  • হাসান ইশাখিল
  • আল্লাহ মোহাম্মদ গাজানফার
  • আরব গুল
  • আলী আহমদ নাসার
  • ওয়াফিউল্লাহ তারাখিল
  • খালিদ তানিওয়াল
  • জামশিদ জাদরান
  • সোহেল খান জুরমতি
  • রহিমুল্লাহ জুরমতি

অস্ট্রেলিয়া সম্পাদনা

অস্ট্রেলিয়া ১১ ডিসেম্বর ২০২৩ তারিখে ১৫ সদস্যের দল ঘোষণা করে[৬]

  • লাচলান আইটকেন
  • চার্লি অ্যান্ডারসন
  • হরকিরাত বাজওয়া
  • মাহলি বেয়ার্ডম্যান
  • টম ক্যাম্পবেল
  • হ্যারি ডিক্সন
  • রায়ান হিকস
  • স্যাম কনস্টাস
  • রাফায়েল ম্যাকমিলান
  • আইদান ও'কনর
  • হারজাস সিং
  • টম স্ট্রেকার
  • ক্যালাম ভিডলার
  • কোরি ওয়াসলি
  • হুঘ ওয়েইবগেন

ইংল্যান্ড সম্পাদনা

৭ ডিসেম্বর ২০২৩ সালে ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, বেন ম্যাককিনিকে দলের অধিনায়ক হিসাবে নাম দেওয়া হয়েছিল।[৩]

ভারত সম্পাদনা

১২ ডিসেম্বর ২০২৩ সালে ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, উদয় সাহারানকে দলের অধিনায়ক হিসাবে নাম দেওয়া হয়েছিল।[৭]

  • উদয় সাহারান ()
  • সৌমি কুমার পান্ডে (ভিসি)
  • মুরুগান অভিষেক
  • শচীন ধস
  • ধানুশ গৌড়া
  • মুশির খান
  • আরশিন কুলকার্নি
  • রাজ লিম্বানি
  • ইন্নেশ মহাজন (উইকে)
  • প্রিয়াংশু মোলিয়া
  • রুদ্র ময়ুর প্যাটেল
  • আরেভেলি অবনীশ রাও (উইকেউ)
  • আরাধ্যা শুক্লা
  • আদর্শ সিং
  • নমন তিওয়ারি

আয়ারল্যান্ড সম্পাদনা

১৪ ডিসেম্বর ২০২৩ সালে আয়ারল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, ফিলিপ লে রক্সকে দলের অধিনায়ক হিসাবে নাম দেওয়া হয়েছিল।[৮]

  • ফিলিপ লে রক্স (সি)
  • ম্যাকদারা কসগ্রেভ
  • হ্যারি ডায়ার
  • ড্যানিয়েল ফোরকিন
  • কিয়ান হিলটন
  • রায়ান হান্টার
  • ফিন লুটন
  • স্কট ম্যাকবেথ
  • কারসন ম্যাককালো
  • জন ম্যাকনালি
  • জর্ডান নিল
  • অলিভার রিলি
  • গ্যাভিন রাউলস্টন
  • ম্যাথিউ ওয়েল্ডন
  • রুবেন উইলসন

নামিবিয়া সম্পাদনা

৮ ডিসেম্বর ২০২৩ তারিখে নামিবিয়া তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করে[৯]

  • অ্যালেক্স ভলশেঙ্ক (সি)
  • গেরহার্ড জানসে ফন রেন্সবার্গ
  • বেন ব্রাসেল
  • হ্যানরো ব্যাডেনহর্স্ট
  • জ্যাক ব্রাসেল
  • জুনিয়র করিটা
  • পিডি ব্লিগনট
  • ফাফ ডু প্লেসিস
  • হ্যান্সি ডি ভিলিয়ার্স
  • রায়ান মফেট
  • ঔটি নিহাউস
  • নিকো পিটার্স
  • জেডব্লিউ ভিসাগি
  • হেনরি ফন উইক
  • জাচিও ফন ভুরেন

নেপাল সম্পাদনা

৪ জানুয়ারী ২০২৪ নেপালের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, দেব খানালকে দলের অধিনায়ক হিসাবে নাম দেওয়া হয়েছিল।[১০]

  • দেব খানাল ()
  • সুবাস ভান্ডারী
  • দীপক বোহারা
  • দিপক বোহারা
  • তিলক রাজ ভান্ডারী
  • আকাশ চাঁদ
  • দীপক প্রসাদ ডুমরে
  • ড্রাগেশ গুপ্ত
  • গুলশান ঝা
  • অর্জুন কুমল
  • বিশাল বিক্রম কেসি
  • দীপেশ কান্দেল
  • উত্তম রঙ্গু থাপা মাগার
  • বিপিন রাওয়াল
  • আকাশ ত্রিপদী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sri Lanka replaced as host of U19 Cricket World Cup"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২৩ 
  2. "Sri Lanka Cricket suspended by ICC Board"www.icc-cricket.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২৩ 
  3. "Young Lions squad named for ICC Men's U19s World Cup"England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২৩ 
  4. "Bangladesh squad for ICC Under 19 Cricket World Cup 2024 announced"Bangladesh Cricket Board (BCB)। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৪ 
  5. "ACB Name Squad for the ICC U19 Men's Cricket World Cup 2024"Afghanistan Cricket Board। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪ 
  6. "Australia's squad has been locked in for the men's Under 19 World Cup in South Africa early next year"Cricket Australia। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৩ 
  7. "Uday Saharan to lead India at 2024 Under-19 World Cup"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৩ 
  8. "15-man Ireland squad named for the 2024 ICC Men's Under-19 Cricket World Cup in South Africa"Cricket Ireland। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৩ 
  9. @cricketnamibia1। "U19 WORLD CUP SQUAD. Huge congratulations to the players who secured their spot in the U19 World Cup squad." (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  10. "Nepal's squad announced for the U19 World Cup"Cricnepal। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৪