২০২৩ সুইজারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের লুক্সেমবুর্গ সফর

সুইজারল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জুন মাসে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য লুক্সেমবুর্গ সফর করে।[১] সিরিজের ম্যাচসমূহ ওয়ালফেরদঁজের পিয়ের ভের্নার ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[২] সিরিজটি ১–১ সমতায় শেষ হয়।[৩][৪] টি২০আই ম্যাচসমূহের পাশাপাশি সিরিজে একটি অনানুষ্ঠানিক ২০ ওভারের ম্যাচও অনুষ্ঠিত হয়।[৫]

২০২৩ সুইজারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের লুক্সেমবুর্গ সফর
 
  লুক্সেমবুর্গ সুইজারল্যান্ড
তারিখ ২৪ ‍জুন ২০২৩ – ২৫ জুন ২০২৩
অধিনায়ক বিক্রম বিঝ আলি নাইয়ার
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান শিব করণ সিং গিল (৭৪) ফাহিম নাজির (১৩৩)
সর্বাধিক উইকেট মোহিত দীক্ষিত (৩) ফাহিম নাজির (৫)

দলীয় সদস্য সম্পাদনা

  লুক্সেমবুর্গ[৬]    সুইজারল্যান্ড[৭]
  • বিক্রম বিঝ (অধি.)
  • শিব করণ সিং গিল (সহ-অধি.)
  • অংকুশ নন্দ
  • অমিত ধিংরা
  • অমিত হালভবি (উই.)
  • ইলিয়াস জাবারখেল
  • গিরিশ ভেংকটেশ্বরন
  • জেমস বার্কার
  • টমাস মার্টিন
  • টিমোথি বার্কার (উই.)
  • পঙ্কজ মালব
  • বিজয়কুমার দেসাই
  • মোহিত দীক্ষিত
  • রোশন বিশ্বনাথ
  • আলি নাইয়ার (অধি.)
  • অনিশ কুমার
  • অর্জুন বিনোদ
  • অশ্বিন বিনোদ
  • আসাদ মাহমুদ
  • আহমেদ হাসান (উই.)
  • ইজহার হোসেন শিনওয়ারি
  • ওসামা মাহমুদ
  • কেনার্দো ফ্লেচার
  • কেরামতুল্লাহ তারাখেল
  • জয় সিং
  • নুরখান আহমদি
  • ফাহিম নাজির
  • মুরালিধরন জ্ঞানশেখরন

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

২৪ জুন ২০২৩
১০:০০
স্কোরকার্ড
সুইজারল্যান্ড   
১৫০/৬ (২০ ওভার)
  লুক্সেমবুর্গ
১৫১/৭ (১৯.৫ ওভার)
ফাহিম নাজির ৬১ (৪৭)
মোহিত দীক্ষিত ২/২৩ (৪ ওভার)
অমিত হালভবি ৩৫ (২৭)
ফাহিম নাজির ২/২১ (৪ ওভার)
লুক্সেমবুর্গ ৩ উইকেটে জয়ী
পিয়ের ভের্নার ক্রিকেট মাঠ, ওয়ালফেরদঁজ
আম্পায়ার: রিচার্ড ইমস (লুক্সেমবুর্গ) ও সুধা বিজয় কেশব কোল্লা (লুক্সেমবুর্গ)
  • সুইজারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইলিয়াস জাবারখেল, টমাস মার্টিন (লুক্সেমবুর্গ), আহমেদ হাসান ও মুরালিধরন জ্ঞানশেখরন (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই সম্পাদনা

২৫ জুন ২০২৩
১২:০০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ  
১২২ (১৯.৫ ওভার)
   সুইজারল্যান্ড
১২৩/২ (১৩.১ ওভার)
শিব করণ সিং গিল ৩৫ (৩৬)
ফাহিম নাজির ৩/১৪ (৩ ওভার)
ফাহিম নাজির ৭২* (৩৭)
অংকুশ নন্দ ১/২৭ (৩ ওভার)
সুইজারল্যান্ড ৮ উইকেটে জয়ী
পিয়ের ভের্নার ক্রিকেট মাঠ, ওয়ালফেরদঁজ
আম্পায়ার: আব্রাহাম কোশি (লুক্সেমবুর্গ) ও সুধা বিজয় কেশব কোল্লা (লুক্সেমবুর্গ)
  • সুইজারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইজহার হোসেন শিনওয়ারি (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "🏏💥 Get ready for an electrifying showdown at Pierre Werner Cricket Ground! 💥🏏"লুক্সেমবুর্গ ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "Luxembourg to host Switzerland for a bi-lateral series in June"হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩ 
  3. "🏏 In the exciting second official T20I match between Luxembourg and Switzerland, it was Switzerland who emerged victorious with a dominant performance by 8 wickets!"লুক্সেমবুর্গ ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "Switzerland Tour of Luxembourg 2023: Switzerland close the series 1-1"হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৩ 
  5. "Luxembourg Cricket and Isle of Man Cricket to host T20I series in June/July 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  6. "📣 Squad Announcement! 🏏🌟"লুক্সেমবুর্গ ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  7. "We're Off to Luxembourg! 24/25th June!"ক্রিকেট সুইজারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা