২০২৩ আর্জেন্টিনা নারী ক্রিকেট দলের ব্রাজিল সফর

আর্জেন্টিনা নারী ক্রিকেট দল ২০২৩ সালের জুন মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ব্রাজিল সফর করে।[১] সিরিজটি ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত প্রথম দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজ।[২] ২০২৩ সালের জুন মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[৩] সিরিজটি উভয় দলের জন্য ২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আমেরিকা বাছাইপর্ব টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৪] সিরিজে ব্রাজিল ৫–০ ব্যবধানে জয়ী হয়।

২০২৩ আর্জেন্টিনা নারী ক্রিকেট দলের ব্রাজিল সফর
 
  ব্রাজিল আর্জেন্টিনা
তারিখ ১৭ জুন ২০২৩ – ১৯ জুন ২০২৩
অধিনায়ক রোবের্তা মোরেত্তি অ্যালিসন স্টকস
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ব্রাজিল ৫–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান লরা আগাথা (১৬৫) ভেরোনিকা ভাসকেস (৭৭)
সর্বাধিক উইকেট কারোলিনা নাসিমেন্তো (৭)
লাউরা কারদোসো (৭)
লুসিয়া টেলর (৬)

দলীয় সদস্য সম্পাদনা

  ব্রাজিল[৫]   আর্জেন্টিনা[৬]
  • রোবের্তা মোরেত্তি (অধি.)
  • লিন্ডসে ভিলাস বোয়াস (সহ-অধি.) (উই.)
  • আনা ক্লারা সাবিনো
  • উইনি পেরেইরা আলভিস
  • এভেলিন মুলার
  • কামিলি ফের্নান্‌জিস তোরিস
  • কারোলিনা নাসিমেন্তো
  • জুলিয়া আগাথা
  • নিকোল মোন্তেইরো
  • মায়ারা ব্রুনা
  • মারিআন আর্তুর
  • মারিয়া এদুয়ার্দা রিবেইরো
  • মারিয়া সিলভা
  • মোনিকে রুফিনো মাশাদো (উই.)
  • রেনাতা জি সোউজা
  • লরা আগাথা
  • লাইরা রিবেইরো বেন্তো
  • লাউরা কারদোসো
  • অ্যালিসন স্টকস (অধি.)
  • অ্যালিসন প্রিন্স
  • আলবের্তিনা গালান
  • আলিনা এম্‌চ
  • কাতালিনা গ্রেলোনি
  • তামারা বাসিলে
  • নারা পাত্রোন ফুয়েন্তেস (উই.)
  • ফ্রান্সেসকা গালান
  • ভেরোনিকা ভাসকেস
  • মারিয়া কাস্তিনিয়েইরাস
  • মারিয়ানা মার্তিনেস
  • মার্তিনা কুইন
  • লুসিয়া টেলর
  • সোফিয়া ব্রুনো

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

১৭ জুন ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
আর্জেন্টিনা  
৭৪/৯ (২০ ওভার)
  ব্রাজিল
৭৮/০ (৯.৩ ওভার)
লুসিয়া টেলর ২০ (২২)
লাউরা কারদোসো ৪/১৩ (৪ ওভার)
লিন্ডসে ভিলাস বোয়াস ৪৪* (৩৪)
ব্রাজিল ১০ উইকেটে জয়ী
পোসোস ওভাল, পোসোস জি কালদাস
আম্পায়ার: জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও লুকাস ম্যাক্সিমো (ব্রাজিল)
ম্যাচ সেরা খেলোয়াড়: লাউরা কারদোসো (ব্রাজিল)
  • ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলিনা এম্‌চ (আর্জেন্টিনা)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই সম্পাদনা

১৭ জুন ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
ব্রাজিল  
১৪৭/৬ (২০ ওভার)
  আর্জেন্টিনা
৬২ (১৫.৪ ওভার)
লরা আগাথা ৪৫ (৪৪)
অ্যালিসন স্টকস ২/২৩ (৪ ওভার)
অ্যালিসন প্রিন্স ১৫* (২১)
কারোলিনা নাসিমেন্তো ২/৮ (২ ওভার)
ব্রাজিল ৮৫ রানে জয়ী
পোসোস ওভাল, পোসোস জি কালদাস
আম্পায়ার: উইলিয়াম ম্যাক্সিমো (ব্রাজিল) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: লাউরা কারদোসো (ব্রাজিল)
  • ব্রাজিল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আনা ক্লারা সাবিনো (ব্রাজিল), ফ্রান্সেসকা গালান ও মার্তিনা কুইন (আর্জেন্টিনা)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই সম্পাদনা

১৮ জুন ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ব্রাজিল  
১৯৩/২ (২০ ওভার)
  আর্জেন্টিনা
৭৪/৫ (২০ ওভার)
লরা আগাথা ৯৩* (৭৩)
মারিয়ানা মার্তিনেস ১/২৩ (৪ ওভার)
আলবের্তিনা গালান ১৬ (৩৫)
নিকোল মোন্তেইরো ২/৯ (৩ ওভার)
ব্রাজিল ১১৯ রানে জয়ী
পোসোস ওভাল, পোসোস জি কালদাস
আম্পায়ার: জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও লুকাস ম্যাক্সিমো (ব্রাজিল)
ম্যাচ সেরা খেলোয়াড়: লরা আগাথা (ব্রাজিল)
  • আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ টি২০আই সম্পাদনা

১৯ জুন ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
ব্রাজিল  
১৫৩ (১৯.৩ ওভার)
  আর্জেন্টিনা
৬৪/৯ (২০ ওভার)
লাউরা কারদোসো ৪৫ (২৬)
আলবের্তিনা গালান ৩/২৮ (৪ ওভার)
লুসিয়া টেলর ১৫ (১৭)
কারোলিনা নাসিমেন্তো ২/৭ (৪ ওভার)
ব্রাজিল ৮৯ রানে জয়ী
পোসোস ওভাল, পোসোস জি কালদাস
আম্পায়ার: উইলিয়াম ম্যাক্সিমো (ব্রাজিল) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: লাউরা কারদোসো (ব্রাজিল)
  • ব্রাজিল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কামিলি ফের্নান্‌জিস তোরিস (ব্রাজিল)-এর টি২০আই অভিষেক হয়।

৫ম টি২০আই সম্পাদনা

১৯ জুন ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
ব্রাজিল  
১৪৫/৫ (২০ ওভার)
  আর্জেন্টিনা
১০০/৬ (২০ ওভার)
রোবের্তা মোরেত্তি ৪৩* (৪৪)
লুসিয়া টেলর ৩/২৫ (৪ ওভার)
ভেরোনিকা ভাসকেস ৩৩ (৪৪)
রেনাতা জি সোউজা ৪/১২ (৪ ওভার)
ব্রাজিল ৪৫ রানে জয়ী
পোসোস ওভাল, পোসোস জি কালদাস
আম্পায়ার: উইলিয়াম ম্যাক্সিমো (ব্রাজিল) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেনাতা জি সোউজা (ব্রাজিল)
  • ব্রাজিল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উইনি পেরেইরা আলভিস, এভেলিন মুলার ও মায়ারা ব্রুনা (ব্রাজিল)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "👉🏻 Seleccionado Nacional FEMENINO 🇦🇷 🤩💪🏻🏏 - Gira Brasil 2023 - 🌎"ক্রিকেট আর্জেন্টিনা (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "Cricket Brazil to host Argentina Women's team for T20 Internationals in June 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩ 
  3. "🏏 ¡Atención familia cricketera! 🔜 Las fechas de la Gira Brasil 2023 🙌"ক্রিকেট আর্জেন্টিনা (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "Argentina Women's tour of Brazil 2023 | Squad, Schedule"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৩ 
  5. "Vocês já sabem que o clássico está chegando!"ব্রাজিলীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (পর্তুগিজ ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩ – ইনস্টাগ্রাম-এর মাধ্যমে। 
  6. "👉🏻 Seleccionado Nacional FEMENINO 🇦🇷 🤩💪🏻🏏 - Gira Brasil 2023 - 🌎"ক্রিকেট আর্জেন্টিনা (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ সম্পাদনা