২০২২ সংযুক্ত আরব আমিরাত চতুর্দেশীয় সিরিজ

আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট

২০২২ সংযুক্ত আরব আমিরাত চতুর্দেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অংশগ্রহণ করে জিম্বাবুয়ে, থাইল্যান্ডমার্কিন যুক্তরাষ্ট্র[২] টুর্নামেন্টটি অংশগ্রহণকারী দলসমূহের জন্য ২০২২ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[২] টুর্নামেন্টে নিজেদের প্রতিটি ম্যাচে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় জিম্বাবুয়ে।[৩]

২০২২ সংযুক্ত আরব আমিরাত চতুর্দেশীয় সিরিজ
তারিখ১০ সেপ্টেম্বর ২০২২ – ১৩ সেপ্টেম্বর ২০২২
তত্ত্বাবধায়কআমিরাত ক্রিকেট বোর্ড
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক সংযুক্ত আরব আমিরাত
বিজয়ী জিম্বাবুয়ে
রানার-আপ থাইল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
সর্বাধিক রান সংগ্রহকারীথাইল্যান্ড নন্দনভস গনচেরিঞ্‌ক্রৈ (৮৮)
সর্বাধিক উইকেটধারীসংযুক্ত আরব আমিরাত বৈষ্ণবী মহেশ (৬)

দলীয় সদস্য

সম্পাদনা
  জিম্বাবুয়ে[৪]   থাইল্যান্ড[৫]   মার্কিন যুক্তরাষ্ট্র[৬]   সংযুক্ত আরব আমিরাত[৭]
  • ম্যারি-অ্যান মুসোন্দা (অধি.)
  • অড্রে মাজভিশায়া
  • এস্থার ম্বোফানা
  • কেলিস ন্দ্‌লোভু
  • ক্রিস্টাবেল চাতোনজোয়া
  • চিপো মুগেরি
  • জোসেফিন ন্‌কোমো
  • নোমভেলো সিবান্দা
  • পেলায়িয়া মুজাজি (উই.)
  • প্রেশাস মারাংগে
  • ফ্রান্সিসকা চিপারে
  • মোডস্টার মুপাচিকোয়া (উই.)
  • লরিন ৎশুমা
  • লরিন পিরি
  • শার্ন মেয়ারস
  • সিন্ধু অশোক (অধি.) (উই.)
  • গীতিকা কোডালি (সহ-অধি.)
  • আনিকা কোলান (উই.)
  • ঈশানী বাগেলা
  • গার্গী ভোগলে
  • তারান্নুম চোপড়া
  • দিশা ধিংরা
  • প্রীতি আইয়াংগার
  • ভূমিকা ভদ্রীরাজু
  • মহিকা কন্দনালা
  • মোক্ষা চৌধুরী
  • যশাদিতি তেকি
  • রিতু সিং
  • লিসা রামজিত
  • সুহানি তদনী
  • স্নিগ্ধা পাল
  • ছায়া মুঘল (অধি.) (উই.)
  • ইন্দুজা নন্দকুমার
  • ইশা রোহিত (উই.)
  • কবিশা কুমারী
  • খুশি শর্মা
  • তীর্থ সতীশ (উই.)
  • নাতাশা চেরিয়াথ
  • প্রিয়াঞ্জলি জৈন (উই.)
  • বৈষ্ণবী মহেশ
  • রিনিতা রজিত
  • রীতিকা রজিত
  • লাবণ্য কেনি
  • সামাইরা ধরণীধরকা
  • সিয়া গোখালে
  • সুরক্ষা কোট্টে

মার্কিন যুক্তরাষ্ট্রের গার্গী ভোগলে চোট পেয়ে দল থেকে ছিটকে গেলে দলে মহিকা কন্দনালাকে যোগ করা হয়।[৮]

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
  জিম্বাবুয়ে +১.৫৫২
  থাইল্যান্ড +১.০১৬
  মার্কিন যুক্তরাষ্ট্র −০.৯২৯
  সংযুক্ত আরব আমিরাত (H) −১.৫১৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     চ্যাম্পিয়ন

১০ সেপ্টেম্বর ২০২২
১১:০০
স্কোরকার্ড
মার্কিন যুক্তরাষ্ট্র  
১১১ (১৯.৩ ওভার)
  জিম্বাবুয়ে
১১২/৫ (১৫.২ ওভার)
স্নিগ্ধা পাল ২৬ (৪০)
নোমভেলো সিবান্দা ৩/২০ (৪ ওভার)
চিপো মুগেরি ৩৭ (৩৭)
ঈশানী বাগেলা ২/৯ (২ ওভার)
জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত) ও হেমাঙ্গী ইয়ের্জাল (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: নোমভেলো সিবান্দা (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তারান্নুম চোপড়া, দিশা ধিংরা, প্রীতি আইয়াংগার, ভূমিকা ভদ্রীরাজু, রিতু সিং ও স্নিগ্ধা পাল (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টি২০আই অভিষেক হয়।

১০ সেপ্টেম্বর ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১০৫/৮ (২০ ওভার)
  থাইল্যান্ড
১০৭/৫ (১৭.২ ওভার)
কবিশা কুমারী ৩৫* (৪৪)
জনিতা সুদ্ধরেঅঙ ২/১১ (২ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ৪৯* (৪৫)
বৈষ্ণবী মহেশ ২/২১ (৪ ওভার)
থাইল্যান্ড ৫ উইকেটে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও খাভি বোথা (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম (থাইল্যান্ড)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বণ্ণিতা মায়ঃ (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

১২ সেপ্টেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে  
১৫২/২ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১০৫/৯ (২০ ওভার)
মোডস্টার মুপাচিকোয়া ৭৫* (৬২)
সুরক্ষা কোট্টে ১/১৫ (২ ওভার)
তীর্থ সতীশ ৩৯ (৩০)
লরিন পিরি ৩/৮ (৩ ওভার)
জিম্বাবুয়ে ৪৭ রানে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোডস্টার মুপাচিকোয়া (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ সেপ্টেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
  থাইল্যান্ড
৮২/০ (১১.৩ ওভার)
সিন্ধু অশোক ৫০* (৬১)
নাতয়া পূজাধর্ম ২/১৬ (৪ ওভার)
নন্দনভস গনচেরিঞ্‌ক্রৈ ৪২* (৪০)
থাইল্যান্ড ১০ উইকেটে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: খাভি বোথা (দক্ষিণ আফ্রিকা) ও হেমাঙ্গী ইয়ের্জাল (সংযুক্ত আরব আমিরাত)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সুনিতা চতুরঙ্গরতনা (থাইল্যান্ড) ও যশাদিতি তেকি (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টি২০আই অভিষেক হয়।

১৩ সেপ্টেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
১০২/৫ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
১০৬/৭ (১৮.৪ ওভার)
নন্দনভস গনচেরিঞ্‌ক্রৈ ২৮ (৪৬)
নোমভেলো সিবান্দা ২/১৪ (৪ ওভার)
শার্ন মেয়ারস ৪৮ (২৯)
সুনিতা চতুরঙ্গরতনা ২/৯ (২ ওভার)
জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও হেমাঙ্গী ইয়ের্জাল (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: শার্ন মেয়ারস (জিম্বাবুয়ে)
  • থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ সেপ্টেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
মার্কিন যুক্তরাষ্ট্র  
১০৪/৮ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
৭৯ (১৯.৪ ওভার)
লিসা রামজিত ২৭ (৩৩)
বৈষ্ণবী মহেশ ৪/১২ (৪ ওভার)
নাতাশা চেরিয়াথ ২৭* (২৪)
ভূমিকা ভদ্রীরাজু ৪/৯ (৪ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ২৫ রানে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আসিফ ইকবাল (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ভূমিকা ভদ্রীরাজু (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Lady Chevrons in quadrangular series"ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২ 
  2. "Emirates Cricket to host Women's T20I Quadrangular series in September 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২ 
  3. "Lady Chevrons form excite Brent, Masakadza"দ্য হেরাল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২২ 
  4. "Zimbabwe name squad for ICC Women's T20 World Cup Qualifier"জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২২ 
  5. @ThailandCricket (৯ সেপ্টেম্বর ২০২২)। "@ThailandCricket have announced a 15-member squad for @ICC WOMENS T20 WORLDCUP QUALIFIER" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  6. "USA Squad Named for ICC Women's T20 World Cup Global Qualifier in UAE"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২ 
  7. "ECB announces team to represent UAE at upcoming T20I Women's Quadrangular"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২২ 
  8. "Mahika Kandanala Replaces Gargi Bhogle in USA Women's Squad for Tour of UAE"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা