২০২২ মোরবি সেতু বিপর্যয়

ভারতের গুজরাত রাজ্যের মোরবিতে মাচ্ছু নদী অতিক্রমকারী একটি ১৪৩ বছর বয়সী ঝুলন্ত সেতু ২০২২ সালের ৩০শে অক্টোবর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কয়েক শত লোকের সহ ভেঙে পড়েছিল। মোট ১৪০ জনের[১] মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং ১৮০ জনেরও বেশি ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।[৪] এনডিআরএফ দ্রুতার সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেছিল, পরে উদ্ধার অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল।[৫] উদ্ধার অভিযানে পুলিশ, সামরিক বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।[৬]

২০২২ মোরবি সেতু বিপর্যয়
সেতুর ২০০৮ সালের ছবি
তারিখ৩০ অক্টোবর ২০২২ (2022-10-30)
সময়সন্ধ্যা ৬টা ৪০ মিনিট (আইএসটি)
অবস্থানমোরবি, গুজরাত, ভারত
স্থানাঙ্ক২২°৪৯′০৬″ উত্তর ৭০°৫০′৩৪″ পূর্ব / ২২.৮১৮৩৩° উত্তর ৭০.৮৪২৭৮° পূর্ব / 22.81833; 70.84278
মৃত১৪০[১][২]
আহত১০০+[৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "প্রশাসনের সবুজ সঙ্কেত ছাড়াই খুলে দেওয়া হয় ঝুলন্ত সেতু! গুজরাত-বিপর্যয়ে মৃত বেড়ে ১৪০"। www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। ৩১ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  2. "Morbi suspension bridge collapse death toll mounts to 132; more bodies fished out of river"। Times Of India। IndiaTimes। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  3. "Gujarat bridge collapse live updates: Over 60 dead as recently renovated bridge collapses in Morbi, several feared trapped"দ্য টাইমস অব ইন্ডিয়া 
  4. "Gujarat Morbi bridge collapse, accident news today: Death toll rises to 135; rescue operation underway"জি বিজনেস। ৩১ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  5. "Morbi bridge collapse updates: Army, Air Force and Navy join NDRF for rescue ops" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  6. "India bridge collapse: Death toll rises to 132, many still missing"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-৩০। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২