২০২২ টি২০আই বলকান কাপ

২০২২ টি২০আই বলকান কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রোমানিয়ায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টের সবগুলো ম্যাচ ইলফোভ কাউন্টির মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[২] ২০২০ সালে পুরুষদের বলকান কাপের পর এটি ছিল নারীদের জন্য বলকান কাপের প্রথম আসর।[১] এ টুর্নামেন্টেই গ্রিসসার্বিয়া নিজেদের প্রথম আনুষ্ঠানিক নারী টি২০আই ম্যাচ খেলে।[২] টুর্নামেন্টের ফাইনালে রোমানিয়াকে পরাজিত করে বিজয়ী হয় গ্রিস।

২০২২ টি২০আই বলকান কাপ
তারিখ৯ সেপ্টেম্বর ২০২২ – ১১ সেপ্টেম্বর ২০২২
স্থানরোমানিয়া
ফলাফল গ্রিস টুর্নামেন্টে জয়ী
দলসমূহ
 গ্রিস  রোমানিয়া  সার্বিয়া
অধিনায়কবৃন্দ
ইওয়ানা খিতিরি রেবেকা ব্লেক মাগদালেনা নিকোলিচ
সর্বাধিক রান
আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু (৮৮) রেবেকা ব্লেক (২১৭) স্লাজানা মাতিয়েভিচ (৩৩)
সর্বাধিক উইকেট
মারিয়া পলিমেরি (৭) এলেনা প্রেদেস্কু (৫) স্লাজানা মাতিয়েভিচ (২)

দলীয় সদস্য সম্পাদনা

  গ্রিস[৩]   রোমানিয়া[২]   সার্বিয়া[৪]
  • ইওয়ানা খিতিরি (অধি.)
  • মারিয়া সিরিওতি (সহ-অধি.)
  • আংগেলিকি সাভানি
  • আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু (উই.)
  • আইকাতেরিনি ইয়িসদাকি
  • আদামান্তিয়া মাকরি
  • এলেনি গ্রামেনু
  • খ্রিসুলা কান্তা
  • থেওদোরা পারিসি-মেসিমেরি (উই.)
  • থেওপুলা স্করদিলি
  • নেফেলি ইয়েওরগোতা
  • ভাসিলিকি মুলিনু
  • মারিয়া পলিমেরি
  • মারিয়া ভেরভিৎসিওতি
  • রেবেকা ব্লেক (অধি.)
  • অষানী এরন্দতী মুত্তুগল
  • আন্দ্রেয়া কাতালিনা স্তানুকা
  • আন্দ্রেয়া-কোস্তিনেলা ভাসিলেস্কু
  • আন্দ্রেয়া নাতালিয়া তোতোরা
  • আলিনা চুচুলিন
  • আলেক্সান্দ্রা চিরিচ
  • ইজাবেলা-স্তেফানিয়া সিংগুরান (উই.)
  • এমানুয়েলা বাওতা
  • এলেনা প্রেদেস্কু
  • ক্লারা পোপা
  • চামিলা প্রিয়দর্শিনী
  • মাদালিনা মারিন (উই.)
  • রোক্সানা চিরিচ
  • স্তেফানিয়া তুদোরাকে
  • স্তেফানিয়া লুদমিলা (উই.)
  • মাগদালেনা নিকোলিচ (অধি.)
  • আনা মিলেউসনিচ (উই.)
  • আনা ম্রাতিনকোভিচ (উই.)
  • ইয়েলেনা বাতোভাৎস
  • তামারা ত্রায়কোভিচ
  • তেওদোরা মার্তিচ
  • নাজা নোয়িচ
  • নাতালিয়া ইয়োভিচেভিচ
  • ভেরা বিসলিমোভিচ
  • মারিয়া ম্রাতিনকোভিচ
  • মিরসাদা বিসলিমোভিচ
  • মিরিয়ানা ম্রাতিনকোভিচ
  • স্লাজানা মাতিয়েভিচ

রাউন্ড-রবিন সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  গ্রিস +৩.০৫০
  রোমানিয়া +৩.০০৪
  সার্বিয়া −৬.৭৪৮

     ফাইনালে উত্তীর্ণ
     এলিমিনেটরে উত্তীর্ণ

সূচি সম্পাদনা

৯ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
রোমানিয়া  
৮৫ (১৯.২ ওভার)
  গ্রিস
৮৬/২ (১৪ ওভার)
রেবেকা ব্লেক ৩৮ (৪০)
আংগেলিকি সাভানি ৩/৭ (৪ ওভার)
আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু ৩৪* (৪৭)
ইজাবেলা-স্তেফানিয়া সিংগুরান ১/১৪ (২ ওভার)
গ্রিস ৮ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু বেগ (রোমানিয়া) ও ইওয়ানিস আফথিনোস (গ্রিস)
ম্যাচ সেরা খেলোয়াড়: আংগেলিকি সাভানি (গ্রিস)
  • গ্রিস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রেবেকা ব্লেক, মাদালিনা মারিন (রোমানিয়া), আংগেলিকি সাভানি, আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু, আইকাতেরিনি ইয়িসদাকি, আদামান্তিয়া মাকরি, ইওয়ানা খিতিরি, থেওদোরা পারিসি-মেসিমেরি, থেওপুলা স্করদিলি, নেফেলি ইয়েওরগোতা, মারিয়া পলিমেরি, মারিয়া ভেরভিৎসিওতি ও মারিয়া সিরিওতি (গ্রিস)-এর টি২০আই অভিষেক হয়।

১০ সেপ্টেম্বর ২০২২
০৯:০০
স্কোরকার্ড
সার্বিয়া  
৩১/৭ (২০ ওভার)
  গ্রিস
৩২/০ (৫.৫ ওভার)
মিরিয়ানা ম্রাতিনকোভিচ ৮ (৩১)
মারিয়া পলিমেরি ২/২ (৪ ওভার)
আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু ১৩* (১৬)
গ্রিস ১০ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: ইওয়ানিস আফথিনোস (গ্রিস) ও বোগদান দুগিচ (সার্বিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মারিয়া পলিমেরি (গ্রিস)
  • সার্বিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এলেনি গ্রামেনু (গ্রিস), আনা মিলেউসনিচ, আনা ম্রাতিনকোভিচ, ইয়েলেনা বাতোভাৎস, তামারা ত্রায়কোভিচ, তেওদোরা মার্তিচ, নাজা নোয়িচ, নাতালিয়া ইয়োভিচেভিচ, মাগদালেনা নিকোলিচ, মারিয়া ম্রাতিনকোভিচ, মিরিয়ানা ম্রাতিনকোভিচ ও স্লাজানা মাতিয়েভিচ (সার্বিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১০ সেপ্টেম্বর ২০২২
১৩:০০
স্কোরকার্ড
রোমানিয়া  
১৯৪/৩ (২০ ওভার)
  সার্বিয়া
৪৯ (১৯.২ ওভার)
রেবেকা ব্লেক ১১০* (৬১)
স্লাজানা মাতিয়েভিচ ২/৩৬ (৪ ওভার)
তামারা ত্রায়কোভিচ ১০ (৩০)
এলেনা প্রেদেস্কু ৫/৯ (৪ ওভার)
রোমানিয়া ১৪৫ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু বেগ (রোমানিয়া) ও বোগদান দুগিচ (সার্বিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেবেকা ব্লেক (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আন্দ্রেয়া নাতালিয়া তোতোরা (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
  • রেবেকা ব্লেক প্রথম রোমানীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।
  • এলেনা প্রেদেস্কু প্রথম রোমানীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

প্লেঅফ সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

এলিমিনেটর ফাইনাল
      
  রোমানিয়া ৭৭ (১৩.২)
  গ্রিস ৮১/০ (১২.১)
  সার্বিয়া ৯০/৬ (২০)
  রোমানিয়া ৯২/৩ (১২.৫)

এলিমিনেটর সম্পাদনা

১১ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সার্বিয়া  
৯০/৬ (২০ ওভার)
  রোমানিয়া
৯২/৩ (১২.৫ ওভার)
স্লাজানা মাতিয়েভিচ ৩০ (৪৩)
এমানুয়েলা বাওতা ৪/১৫ (৪ ওভার)
রেবেকা ব্লেক ২০* (১১)
তেওদোরা মার্তিচ ১/৭ (১ ওভার)
রোমানিয়া ৭ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু বেগ (রোমানিয়া) ও বোগদান দুগিচ (সার্বিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: এমানুয়েলা বাওতা (রোমানিয়া)
  • সার্বিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলিনা চুচুলিন (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

ফাইনাল সম্পাদনা

১১ সেপ্টেম্বর ২০২২
১৬:০০
স্কোরকার্ড
রোমানিয়া  
৭৭ (১৩.২ ওভার)
  গ্রিস
৮১/০ (১২.১ ওভার)
রেবেকা ব্লেক ৪৯ (৩৪)
মারিয়া ভেরভিৎসিওতি ৩/৮ (২.২ ওভার)
আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু ৪১* (৪৩)
গ্রিস ১০ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু বেগ (রোমানিয়া) ও ইওয়ানিস আফথিনোস (গ্রিস)
ম্যাচ সেরা খেলোয়াড়: মারিয়া পলিমেরি (গ্রিস)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Women's Balkan Cup 2022 | Teams, Schedule, Squad, Timing, Rules"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২ 
  2. "Cricket Romania to host inaugural edition of Women's Balkan Cup 2022 in September"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২ 
  3. "ΔΙΕΞΑΓΩΓΗ ΦΙΛΙΚΟΥ ΑΓΩΝΑ ΕΘΝΙΚΗΣ ΟΜΑΔΑΣ ΓΥΝΑΙΚΩΝ VS ANΔΡΙΚΗΣ ΟΜΑΔΑΣ ΔΕΚΑΘΛΟΥ ΤΟ ΣΑΒΒΑΤΟ 3/9/2022 ΣΤΗΝ ΚΑΤΩ ΠΛΑΤΕΙΑ"হেলেনীয় ক্রিকেট ফেডারেশন (গ্রিক ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "Sasvim običan vikend u septembru #2022. Sasvim neobična ekipa provodi vikend u Bukureštu, Rumuniji"সার্বীয় ক্রিকেট ফেডারেশন (সার্বীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২ – ইনস্টাগ্রাম-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ সম্পাদনা