২০২২–২৩ স্পেন পঞ্চদেশীয় সিরিজ

২০২২–২৩ স্পেন পঞ্চদেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের নভেম্বর মাসে স্পেনে অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক স্পেনের সাথে অংশগ্রহণ করে আইল অব ম্যান, ইতালি, নরওয়েসুইডেন[২] টুর্নামেন্টের সব ম্যাচ আলমেরিয়া প্রদেশের ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[৩] এ টুর্নামেন্টেই আইল অব ম্যান নিজেদের প্রথম আনুষ্ঠানিক নারী টি২০আই ম্যাচ খেলে।[৪]

২০২২–২৩ স্পেন পঞ্চদেশীয় সিরিজ
তারিখ১১ নভেম্বর ২০২২ – ১৪ নভেম্বর ২০২২
তত্ত্বাবধায়কক্রিকেট এস্পানিয়া
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক স্পেন
বিজয়ী ইতালি
রানার-আপ স্পেন
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১২
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়স্পেন নাওমি হিলম্যান-বেরেহো
সর্বাধিক রান সংগ্রহকারীস্পেন নাওমি হিলম্যান-বেরেহো (১৫২)
সর্বাধিক উইকেটধারীইতালি কুমুডু পেডরিক (৯)

টুর্নামেন্টটিতে রাউন্ড-রবিন পর্বের পর প্রাথমিকভাবে একটি ৩য় স্থান নির্ধারণী ম্যাচ ও একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু রাউন্ড-রবিন পর্বের প্রথম দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সব দলের সমান সংখ্যক খেলা নিশ্চিত করার জন্য ৩য় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচের পরিবর্তে পরিত্যক্ত ম্যচদ্বয় পুনরায় খেলা হয়।[৫]

টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচে জয়ী হয় চ্যাম্পিয়ন হয় ইতালি।[৬]

দলীয় সদস্য সম্পাদনা

  আইল অব ম্যান[৭][৮]   ইতালি[৯]   নরওয়ে[১০]   সুইডেন[১১]   স্পেন[১২]
  • ক্লেয়ার ক্রো (অধি.)
  • আন্দ্রেয়া লিটলজনস
  • আলানিয়া থর্প
  • এলান ক্লিটর
  • কিম কার্নি
  • কিরা বিউক্যান
  • ক্যাথেরিন পেরি (উই.)
  • জেসমিন পুলেন (উই.)
  • জোঅ্যান হিকস
  • ড্যানিয়েল মার্ফি
  • ফিনোলা মার্টিন
  • রেবেকা করকিট (উই.)
  • রেবেকা কর্কিশ
  • র‍্যাচেল ওভারম্যান
  • লুসি বার্নেট
  • কুমুডু পেডরিক (অধি.)
  • অনূষা লন্দগে
  • এমিলিয়া বারট্রাম (উই.)
  • কিরণদীপ কৌর
  • গায়ত্রী বাটাগোডা
  • চতুরিকা মহামালাগে
  • দিলাইশা নানায়ক্কার
  • দিশানি সমরবিক্রম
  • নিমেষা অসুরমণগে
  • মেতনারা রত্নায়ক (উই.)
  • শ্যারন ভিথানাগে
  • সাদালি মালওয়াট্টা
  • সেউমিনি কাননকেগে
  • সেরেনা বর্ণকুলসূর্য
  • সোনিয়া তোফ্‌ফোলেত্তো
  • ফারিয়াল জিয়া সফদার (অধি.)
  • অনন্যা রৌতেলা
  • আয়েশা হাসান
  • পূজা কুমারী
  • ফারিমা সাফি
  • বিজেয়াতা কুমারী (উই.)
  • মাহনুর আকরাম
  • মিরাব রাজওয়ান
  • মিসবাহ ইফজাল
  • রক্ষা সমীপ
  • রম্য ইমাদি
  • লোপামুদ্রা
  • সাগনা কুনারত্নম
  • সায়রা ইফজাল
  • হিনা হুসেইন
  • গুঞ্জন শুক্লা (অধি.)
  • অভিলাষা সিং
  • আনিয়া বৈদ্য
  • ইমান আসিম
  • ইমালি জয়সূর্য
  • এলসা থেলান্ডের (উই.)
  • কাঞ্চন রানা
  • মেঘনা আলুগুনুলা (উই.)
  • রেশমি গুঞ্জগুন্তে সোমাশেখর
  • সিংনে লুন্ডেল (উই.)
  • সিয়েনা লিনডেন
  • সূর্য রাভুরি
  • সোফি এল্মস্যো
  • এলস্পেথ ফাউলার (অধি.)
  • অ্যামি ব্রাউন-কারেরা
  • উসওয়া সৈয়দ
  • ওয়ানিয়া মালিক
  • জয়নব বটুল আহমেদ
  • জসপ্রীত কৌর
  • তাসবিহা মির্জা (উই.)
  • নাওমি হিলম্যান-বেরেহো
  • পায়েল চিলোংগিয়া
  • মুসকান নসিব
  • রাবিয়া আহমেদ
  • রাবিয়া মুশতাক
  • হিফসা বাট

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  ইতালি +৪.০০৪
  স্পেন (H) −০.০৫২
  সুইডেন +০.১৮০
  আইল অব ম্যান −০.৬৭৬
  নরওয়ে −৩.৮৪৮
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     চ্যাম্পিয়ন

সূচি সম্পাদনা

১১ নভেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
ইতালি  
১৪৬/৪ (২০ ওভার)
  নরওয়ে
৩৬ (১৭.৪ ওভার)
দিলাইশা নানায়ক্কার ৩৩ (৩১)
পূজা কুমারী ২/২৩ (৪ ওভার)
রম্য ইমাদি ৯ (২২)
কুমুডু পেডরিক ৩/৮ (৩.৪ ওভার)
ইতালি ১১০ রানে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: গর্ডন অ্যাশফোর্ড (স্পেন) ও নীলকেশ প্যাটেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিলাইশা নানায়ক্কার (ইতালি)
  • ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এমিলিয়া বারট্রাম, সেরেনা বর্ণকুলসূর্য (ইতালি), বিজেয়াতা কুমারী, মিরাব রাজওয়ান, লোপামুদ্রা ও সাগনা কুনারত্নম (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

১২ নভেম্বর ২০২২
০৯:০০
স্কোরকার্ড
নরওয়ে  
৪৬ (১৭ ওভার)
  আইল অব ম্যান
৪৯/০ (৪.৩ ওভার)
সাগনা কুনারত্নম ৪* (৩৯)
ক্যাথেরিন পেরি ৩/১৩ (৩ ওভার)
কিম কার্নি ২৪* (১২)
আইল অব ম্যান ১০ উইকেটে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: নীলকেশ প্যাটেল (স্পেন) ও মার্ক চ্যাপেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুসি বার্নেট (আইল অব ম্যান)
  • আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলানিয়া থর্প, এলান ক্লিটর, কিম কার্নি, ক্যাথেরিন পেরি, ক্লেয়ার ক্রো, জোঅ্যান হিকস, ড্যানিয়েল মার্ফি, রেবেকা করকিট, রেবেকা কর্কিশ, র‍্যাচেল ওভারম্যান, লুসি বার্নেট (আইল অব ম্যান) ও রক্ষা সমীপ (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

১২ নভেম্বর ২০২২
১২:০০
স্কোরকার্ড
ইতালি  
১৫১/৯ (২০ ওভার)
  সুইডেন
৭৯ (১৯.৫ ওভার)
চতুরিকা মহামালাগে ৪১ (৫১)
সিয়েনা লিনডেন ২/৩৩ (৪ ওভার)
ইমান আসিম ১২ (২০)
কুমুডু পেডরিক ২/২ (১.৫ ওভার)
ইতালি ৭২ রানে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও মার্ক চ্যাপেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: চতুরিকা মহামালাগে (ইতালি)
  • ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইমালি জয়সূর্য (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।

১২ নভেম্বর ২০২২
১৫:২৫
স্কোরকার্ড
আইল অব ম্যান  
১৩২/৭ (২০ ওভার)
  স্পেন
১২১/৩ (১৭ ওভার)
এলান ক্লিটর ৩৬ (৩১)
পায়েল চিলোংগিয়া ২/৮ (৩ ওভার)
নাওমি হিলম্যান-বেরেহো ৪১* (৩৪)
লুসি বার্নেট ১/৭ (৩ ওভার)
স্পেন ১৪ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: নীলকেশ প্যাটেল (স্পেন) ও মার্ক চ্যাপেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাওমি হিলম্যান-বেরেহো (স্পেন)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলোকস্বল্পতার কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • নাওমি হিলম্যান-বেরেহো, পায়েল চিলোংগিয়া (স্পেন), আন্দ্রেয়া লিটলজনস, কিরা বিউক্যান ও জেসমিন পুলেন (আইল অব ম্যান)-এর টি২০আই অভিষেক হয়।

১৩ নভেম্বর ২০২২
০৯:০০
স্কোরকার্ড
স্পেন  
১১৫/৭ (২০ ওভার)
  নরওয়ে
৮০/৮ (২০ ওভার)
নাওমি হিলম্যান-বেরেহো ৪৩ (৪২)
ফারিয়াল জিয়া সফদার ২/২১ (৪ ওভার)
হিনা হুসেইন ২/২১ (৪ ওভার)
আয়েশা হাসান ৩৩ (৪৭)
পায়েল চিলোংগিয়া ৩/১৭ (৪ ওভার)
স্পেন ৩৫ রানে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: নীলকেশ প্যাটেল (স্পেন) ও মার্ক চ্যাপেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাওমি হিলম্যান-বেরেহো (স্পেন)
  • নরওয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অনন্যা রৌতেলা ও মাহনুর আকরাম (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

১৩ নভেম্বর ২০২২
১২:১৫
স্কোরকার্ড
আইল অব ম্যান  
১০২/৮ (২০ ওভার)
  ইতালি
১০৫/৪ (১৪.৪ ওভার)
লুসি বার্নেট ৬৪ (৬৪)
শ্যারন ভিথানাগে ৩/৫ (৪ ওভার)
কুমুডু পেডরিক ২৭ (২৮)
আলানিয়া থর্প ২/১১ (৩ ওভার)
ইতালি ৬ উইকেটে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: নীলকেশ প্যাটেল (স্পেন) ও মার্ক চ্যাপেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুসি বার্নেট (আইল অব ম্যান)
  • আইল অব ম্যান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ নভেম্বর ২০২২
১৫:১০
স্কোরকার্ড
সুইডেন  
১৪৩/৮ (২০ ওভার)
  নরওয়ে
৯২/৫ (২০ ওভার)
সিংনে লুন্ডেল ২৬ (২৫)
রম্য ইমাদি ৩/২২ (৪ ওভার)
আয়েশা হাসান ২৯ (৪৯)
আনিয়া বৈদ্য ২/১৬ (৩ ওভার)
সুইডেন ৫১ রানে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: নীলকেশ প্যাটেল (স্পেন) ও মার্ক চ্যাপেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: রম্য ইমাদি (নরওয়ে)
  • নরওয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ নভেম্বর ২০২২
০৯:০০
স্কোরকার্ড
স্পেন  
১২৪/৬ (২০ ওভার)
  সুইডেন
৮১ (১৬.৫ ওভার)
নাওমি হিলম্যান-বেরেহো ৪৭* (৪২)
আনিয়া বৈদ্য ২/১৭ (৩ ওভার)
আনিয়া বৈদ্য ১৫ (১৯)
অ্যামি ব্রাউন-কারেরা ২/৯ (৪ ওভার)
স্পেন ৪৩ রানে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: নীলকেশ প্যাটেল (স্পেন) ও মার্ক চ্যাপেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যামি ব্রাউন-কারেরা (স্পেন)
  • সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ নভেম্বর ২০২২
১২:১০
স্কোরকার্ড
ইতালি  
১৪৯/৪ (২০ ওভার)
  স্পেন
৫৩/৪ (২০ ওভার)
শ্যারন ভিথানাগে ৫১ (৫৬)
উসওয়া সৈয়দ ১/১৩ (৪ ওভার)
নাওমি হিলম্যান-বেরেহো ২১* (৩৪)
কুমুডু পেডরিক ২/৬ (৩ ওভার)
ইতালি ৯৬ রানে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: নীলকেশ প্যাটেল (স্পেন) ও মার্ক চ্যাপেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: শ্যারন ভিথানাগে (ইতালি)
  • ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ নভেম্বর ২০২২
১৫:২৫
স্কোরকার্ড
আইল অব ম্যান  
২৭ (৮ ওভার)
  সুইডেন
২৮/২ (৪.৫ ওভার)
কিরা বিউক্যান ৯ (৫)
গুঞ্জন শুক্লা ৫/৭ (৩ ওভার)
কাঞ্চন রানা ১৪ (১৫)
লুসি বার্নেট ১/১২ (২.৫ ওভার)
সুইডেন ৮ উইকেটে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও মার্ক চ্যাপেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: গুঞ্জন শুক্লা (সুইডেন)
  • সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এলসা থেলান্ডের (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।
  • গুঞ্জন শুক্লা প্রথম সুইডীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

পরিত্যক্ত ম্যাচ সম্পাদনা

টুর্নামেন্টের প্রথম দিনের সূচিতে থাকা এ ম্যাচদ্বয়ের ফলাফল পয়েন্ট তালিকার গণনার জন্য বিবেচনা করা হয়নি।

১১ নভেম্বর ২০২২
০৯:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: গর্ডন অ্যাশফোর্ড (স্পেন) ও নীলকেশ প্যাটেল (স্পেন)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

১১ নভেম্বর ২০২২
১২:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: নীলকেশ প্যাটেল (স্পেন) ও মার্ক চ্যাপেল (স্পেন)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Spain to host Sweden, Norway, Italy and Isle of Man Women's Team in November"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২ 
  2. "Cricket Spain to host Women's T20I tournament at Desert Springs in November 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২২ 
  3. "Cricket Spain Women's Pentangular Series"ডেজার্ট স্প্রিংস রিসোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২ 
  4. "Desert Springs to host international double"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২২ 
  5. @cricket_jon (১৪ নভেম্বর ২০২২)। "Can confirm the abandoned games are being replayed on Monday. No play offs" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  6. @Emerging_96 (১৪ নভেম্বর ২০২২)। "Kudos to @Cricket_Espana and @DSCricketSpain for hosting the 5-nation WT20I series. Congratulations to @FedCricket Women's team on remaining unbeaten in 4 games, followed by Spain Women's team & @Swedish_Cricket Women's team. For many, a first time experience of playing on turf" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. "Congratulations to the following 15 players led by captain Clare Crowe selected for the IOMCA Women's National Team squad for the T20I multi nation tournament in Spain.🇮🇲🏏"আইল অব ম্যান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  8. "Women's side to make international debut in Spain"আইল অব ম্যান টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২২ 
  9. "La Nazionale Femminile disputerà il torneo a 5 Women's T20 International Desert Springs tra il 10 e il 14 novembre"ইতালীয় ক্রিকেট ফেডারেশন (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২ 
  10. "2022 Womens Squad Spain T20I"নরওয়েজীয় ক্রিকেট ফেডারেশন (নরওয়েজীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২ 
  11. "WNT Squad Announcement"সুইডীয় ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  12. "SPAIN TO HOST PENTAGONAL WOMEN'S TOURNAMENT AT DESERT SPRINGS"ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা