২০২২–২৩ নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলের থাইল্যান্ড সফর

নেদারল্যান্ডস নারী ক্রিকেট দল ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে চারটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও চারটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য থাইল্যান্ড সফর করে।[১][২] সিরিজের সব ম্যাচ চিয়াং মাই প্রদেশের সন দ্রায় জেলার দ্য রয়াল চিয়াং মাই গলফ রিসোর্ট মাঠে অনুষ্ঠিত হয়।[৩] ওডিআই ম্যাচগুলো ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ওডিআই মর্যাদা লাভের পর থাইল্যান্ডের প্রথম আনুষ্ঠানিক নারী একদিনের আন্তর্জাতিক ম্যাচ।[৪]

২০২২–২৩ নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলের থাইল্যান্ড সফর
 
  থাইল্যান্ড নেদারল্যান্ডস
তারিখ ২০ নভেম্বর ২০২২ – ৩ ডিসেম্বর ২০২২
অধিনায়ক নঋমল চৈবৈ হেদার সিখারস
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪ ম্যাচের সিরিজে থাইল্যান্ড ৪–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম (২৬৭) বাবেট ডে লেডা (১৫৯)
সর্বাধিক উইকেট শুলিবর লৌমী (১০) ইরিস স্‌ভিলিং (১০)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪ ম্যাচের সিরিজে থাইল্যান্ড ৩–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নঋমল চৈবৈ (৮৭) স্টেরে ক্যালিস (১২৭)
সর্বাধিক উইকেট অর্ণিজা কাংজম্ভূ (৭) হেদার সিখারস (৪)
এভা লিঞ্চ (৪)
হানা লান্ডহের (৪)
সিরিজ সেরা খেলোয়াড় স্টেরে ক্যালিস (নেদারল্যান্ডস)

ওডিআই সিরিজে থাইল্যান্ড ৪–০ ব্যবধানে জয়লাভ করে।[৫] টি২০আই সিরিজে থাইল্যান্ড ৩–১ ব্যবধানে জয়ী হয়।[৬]

দলীয় সদস্য সম্পাদনা

  থাইল্যান্ড[৭]   নেদারল্যান্ডস[৮]
  • হেদার সিখারস (অধি.) (উই.)
  • আনেমেইন টমসন
  • আনেমেইন ভন ব্যউখা
  • ইয়োলিন ফন ফ্লিট (উই.)
  • ইরিস স্‌ভিলিং
  • এভা লিঞ্চ
  • কারোলিনা ডে লাংঅ
  • গোয়েনডলিন ব্লুমেন
  • ফ্রেডেরিক ওফেরডাইক
  • বাবেট ডে লেডা (উই.)
  • রবিন ফন ওস্টেরোম
  • রোবিনা রাইকা
  • সিলভার সিখারস
  • স্টেরে ক্যালিস
  • হানা লান্ডহের

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

২০ নভেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
২৪৩/৯ (৫০ ওভার)
  নেদারল্যান্ডস
১৩৪ (৪৪.৫ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ১০২ (১৩৫)
ফ্রেডেরিক ওফেরডাইক ৩/৩৯ (৮ ওভার)
বাবেট ডে লেডা ৩৩ (৬২)
অর্ণিজা কাংজম্ভূ ৩/৩৫ (১০ ওভার)
থাইল্যান্ড ১০০ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
দ্য রয়াল চিয়াং মাই গলফ রিসোর্ট মাঠ, ম্যা ফ্যাক
আম্পায়ার: বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম (থাইল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে নেদারল্যান্ডসের লক্ষ্য ৪৬ ওভারে ২৩৫ নির্ধারণ করা হয়।
  • অর্ণিজা কাংজম্ভূ, জনিতা সুদ্ধরেঅঙ, ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম, দিভজ্জা বদ্ধবঙ্গ, নঋমল চৈবৈ, নন্দনভস গনচেরিঞ্‌ক্রৈ, নাতয়া পূজাধর্ম, বণ্ণিতা মায়ঃ, রোসনানী কানোঃ, শরনরিন্দ্র দিব্যভোজন, শুলিবর লৌমী (থাইল্যান্ড), স্টেরে ক্যালিস, হানা লান্ডহের ও হেদার সিখারস (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
  • ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম প্রথম থাই ক্রিকেটার হিসেবে নারী ওডিআই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।[৯]

২য় ওডিআই সম্পাদনা

২২ নভেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
১৭৬ (৪১.১ ওভার)
  নেদারল্যান্ডস
১৬৮ (৪৬.১ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ৪২ (৬৫)
এভা লিঞ্চ ৪/৩৩ (১০ ওভার)
থাইল্যান্ড ৮ রানে জয়ী
দ্য রয়াল চিয়াং মাই গলফ রিসোর্ট মাঠ, ম্যা ফ্যাক
আম্পায়ার: অশ্বনী কুমার রানা (থাইল্যান্ড) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম (থাইল্যান্ড)
  • থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই সম্পাদনা

২৪ নভেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
২২৭ (৪৮.৪ ওভার)
  নেদারল্যান্ডস
১২৮ (৩৮.৩ ওভার)
নঋমল চৈবৈ ৬৫ (১০২)
ইরিস স্‌ভিলিং ৫/২৫ (৯.৪ ওভার)
হেদার সিখারস ৩২ (৩৩)
শুলিবর লৌমী ৪/২৬ (৯ ওভার)
থাইল্যান্ড ৯৯ রানে জয়ী
দ্য রয়াল চিয়াং মাই গলফ রিসোর্ট মাঠ, ম্যা ফ্যাক
আম্পায়ার: অশ্বনী কুমার রানা (থাইল্যান্ড) ও বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: নঋমল চৈবৈ (থাইল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আনেমেইন টমসন (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
  • ইরিস স্‌ভিলিং (নেদারল্যান্ডস) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১০]

৪র্থ ওডিআই সম্পাদনা

২৬ নভেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
১৪৫ (৪২.৫ ওভার)
  থাইল্যান্ড
১৪৬/৩ (২৬.১ ওভার)
বাবেট ডে লেডা ৫৯ (৭৫)
নন্দিতা পুঞ্‌সুখগাং ৪/২৬ (৯.৫ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ৬৮ (৭৪)
ইরিস স্‌ভিলিং ২/২৪ (৮ ওভার)
থাইল্যান্ড ৭ উইকেটে জয়ী
দ্য রয়াল চিয়াং মাই গলফ রিসোর্ট মাঠ, ম্যা ফ্যাক
আম্পায়ার: বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: নন্দিতা পুঞ্‌সুখগাং (থাইল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নন্দিতা পুঞ্‌সুখগাং ও পণ্ডিতা লীবঢনা (থাইল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

২৯ নভেম্বর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
৮৯/৮ (২০ ওভার)
  থাইল্যান্ড
৯০/০ (১৮.৪ ওভার)
রোবিনা রাইকা ৩৩ (৪০)
শুলিবর লৌমী ৩/১৪ (৪ ওভার)
নন্দনভস গনচেরিঞ্‌ক্রৈ ৪৪* (৬২)
থাইল্যান্ড ১০ উইকেটে জয়ী
দ্য রয়াল চিয়াং মাই গলফ রিসোর্ট মাঠ, ম্যা ফ্যাক
আম্পায়ার: অশ্বনী কুমার রানা (থাইল্যান্ড) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: শুলিবর লৌমী (থাইল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রবিন ফন ওস্টেরোম (নেদার‍ল্যান্ডস)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই সম্পাদনা

৩০ নভেম্বর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
১১৩/৫ (২০ ওভার)
  নেদারল্যান্ডস
১১৬/৫ (২০ ওভার)
নঋমল চৈবৈ ৪০* (৪৪)
এভা লিঞ্চ ৩/২৫ (৪ ওভার)
স্টেরে ক্যালিস ৫৬ (৫৬)
দিভজ্জা বদ্ধবঙ্গ ২/২২ (৪ ওভার)
নেদারল্যান্ডস ৫ উইকেটে জয়ী
দ্য রয়াল চিয়াং মাই গলফ রিসোর্ট মাঠ, ম্যা ফ্যাক
আম্পায়ার: সামাদ আকবর (থাইল্যান্ড) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টেরে ক্যালিস (নেদারল্যান্ডস)
  • থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই সম্পাদনা

২ ডিসেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
৭৩/৭ (১৯ ওভার)
  থাইল্যান্ড
৭৪/৫ (১৮.১ ওভার)
রোবিনা রাইকা ১৭ (৩৩)
নাতয়া পূজাধর্ম ২/৩ (৩ ওভার)
নন্দনভস গনচেরিঞ্‌ক্রৈ ২১ (৩২)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ২১ (৩২)
হানা লান্ডহের ৩/১৪ (৪ ওভার)
থাইল্যান্ড ৫ উইকেটে জয়ী
দ্য রয়াল চিয়াং মাই গলফ রিসোর্ট মাঠ, ম্যা ফ্যাক
আম্পায়ার: অশ্বনী কুমার রানা (থাইল্যান্ড) ও সামাদ আকবর (থাইল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাতয়া পূজাধর্ম (থাইল্যান্ড)
  • থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৯ ওভারে খেলা হয়।

৪র্থ টি২০আই সম্পাদনা

৩ ডিসেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
১২৬/৮ (২০ ওভার)
  নেদারল্যান্ডস
৯৫/৬ (২০ ওভার)
নঋমল চৈবৈ ৪৭ (৪৫)
ইরিস স্‌ভিলিং ২/১৫ (৪ ওভার)
স্টেরে ক্যালিস ৩৯ (৪৬)
অর্ণিজা কাংজম্ভূ ২/১৯ (৪ ওভার)
থাইল্যান্ড ৩১ রানে জয়ী
দ্য রয়াল চিয়াং মাই গলফ রিসোর্ট মাঠ, ম্যা ফ্যাক
আম্পায়ার: অশ্বনী কুমার রানা (থাইল্যান্ড) ও সামাদ আকবর (থাইল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নঋমল চৈবৈ (থাইল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Netherlands women cricket team to play eight matches in and against Thailand"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২২ 
  2. "Thailand Cricket to host Netherlands Women for WODI/WT20I series in November"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২২ 
  3. "Dutch women to tour Thailand"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৭ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২ 
  4. "Dutch women head to Thailand"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২২ 
  5. "Thailand, Netherlands make ICC Women's ODI Team Rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২ 
  6. "Chaiwai and the spinners seal series for Thailand"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২২ 
  7. "Netherlands women cricket team to play eight matches in and against Thailand"থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২২ 
  8. "Nederlands vrouwencricketteam speelt acht wedstrijden in en tegen Thailand"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  9. "Chantam century helps Thailand win first ODI"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২২ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২ 
  10. "Thailand again too strong despite Zwilling's five-for"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা