২০২২–২৩ ইন্দোনেশিয়া পুরুষ ক্রিকেট দলের জাপান সফর

ইন্দোনেশিয়া পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের অক্টোবর মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য জাপান সফর করে।[] সিরিজের সব ম্যাচ সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[] উভয় দল এ সিরিজেই নিজেদের প্রথম আনুষ্ঠানিক পুরুষ টি২০আই ম্যাচ খেলে।[] সিরিজটি উভয় দলের জন্য পুরুষ টি২০ বিশ্বকাপ পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[] সিরিজে জাপান ২–১ ব্যবধানে জয়লাভ করে।[]

২০২২–২৩ ইন্দোনেশিয়া পুরুষ ক্রিকেট দলের জাপান সফর
 
  জাপান ইন্দোনেশিয়া
তারিখ ৯ অক্টোবর ২০২২ – ১১ অক্টোবর ২০২২
অধিনায়ক কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং কাদেক গামান্তিকা
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে জাপান ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং (৯৮) গেদে প্রিয়ান্দানা (৬৬)
সর্বাধিক উইকেট রেও সাকুরানো-টমাস (৬) কেতুত অর্থবান (৭)
সিরিজ সেরা খেলোয়াড় রেও সাকুরানো-টমাস (জাপান)

দলীয় সদস্য

সম্পাদনা
  জাপান[]   ইন্দোনেশিয়া[]
  • কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং (অধি.)
  • রেও সাকুরানো-টমাস (সহ-অধি.)
  • আলেকজান্ডার শিরাই-প্যাটমোর (উই.)
  • ইব্রাহিম তাকাহাশি
  • ওয়াতারু মিয়াউচি (উই.)
  • কেনতো ওতা
  • কোহেই কুবোতা
  • ডেকলান সুজুকি-ম্যাককম্ব
  • দিনেশ সন্ডরুওয়ান
  • পিযুষ কুম্ভারে
  • বিনয় আইয়ার
  • মাকোতো তানিয়ামা
  • রায়ান ড্রেক
  • লাখলান ইয়ামামোতো-লেক
  • শোগো কিমুরা
  • সাবাওরিশ রবিচন্দ্রন
  • সুপুন নবরত্ন (উই.)
  • কাদেক গামান্তিকা (অধি.)
  • আনজার তাদারুস
  • আহমদ রামদানি (উই.)
  • ওয়ায়ান বুদ্ধিঅর্থ
  • কাদেক ধর্মবান
  • কিরুবাশংকর রামমূর্তি
  • কেতুত অর্থবান
  • কেতুত আর্য প্রাস্তিকা (উই.)
  • গেদে ধর্ম অর্থ
  • গেদে প্রিয়ান্দানা
  • ড্যানিলসন হাও
  • ত্রি রিজকি রাব্বি
  • পদ্মাকর সুর্বে
  • ফের্দিনান্দো বনুনায়ক
  • মুহাদ্দিস
  • মোহাম্মদ আফিস
  • ম্যাক্সি কোডা

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
৯ অক্টোবর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
জাপান  
১৪২/৭ (২০ ওভার)
  ইন্দোনেশিয়া
৭৮/৯ (২০ ওভার)
সাবাওরিশ রবিচন্দ্রন ৪৪ (২৯)
ড্যানিলসন হাও ২/১৯ (৪ ওভার)
পদ্মাকর সুর্বে ১৯ (২৮)
রেও সাকুরানো-টমাস ৫/১৭ (৪ ওভার)
জাপান ৬৪ রানে জয়ী
সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, সানো
আম্পায়ার: অ্যাডাম বার্স (জাপান) ও ক্রিস থারগেট (জাপান)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেও সাকুরানো-টমাস (জাপান)
  • জাপান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলেকজান্ডার শিরাই-প্যাটমোর, ইব্রাহিম তাকাহাশি, কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং, কোহেই কুবোতা, ডেকলান সুজুকি-ম্যাককম্ব, পিযুষ কুম্ভারে, মাকোতো তানিয়ামা, রেও সাকুরানো-টমাস, লাখলান ইয়ামামোতো-লেক, সাবাওরিশ রবিচন্দ্রন, সুপুন নবরত্ন (জাপান), আনজার তাদারুস, আহমদ রামদানি, কাদেক গামান্তিকা, কিরুবাশংকর রামমূর্তি, কেতুত অর্থবান, গেদে ধর্ম অর্থ, গেদে প্রিয়ান্দানা, ড্যানিলসন হাও, পদ্মাকর সুর্বে, মোহাম্মদ আফিস ও ম্যাক্সি কোডা (ইন্দোনেশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
  • রেও সাকুরানো-টমাস প্রথম জাপানি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

২য় টি২০আই

সম্পাদনা
১০ অক্টোবর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
জাপান  
১৭৯/৪ (১৭ ওভার)
  ইন্দোনেশিয়া
১০৪/৬ (১৭ ওভার)
কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং ৮১ (৪০)
কেতুত অর্থবান ২/২৫ (৩ ওভার)
গেদে প্রিয়ান্দানা ৪৫* (৫২)
ইব্রাহিম তাকাহাশি ১/৯ (২ ওভার)
জাপান ৭৫ রানে জয়ী
সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, সানো
আম্পায়ার: অ্যাডাম বার্স (জাপান) ও ক্রিস থারগেট (জাপান)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং (জাপান)
  • জাপান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৭ ওভারে খেলা হয়।
  • কেনতো ওতা, বিনয় আইয়ার, শোগো কিমুরা (জাপান) ও ওয়ায়ান বুদ্ধিঅর্থ (ইন্দোনেশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই

সম্পাদনা
১১ অক্টোবর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
জাপান  
৭৯ (১৬.৩ ওভার)
  ইন্দোনেশিয়া
৮২/৭ (১৬ ওভার)
ইব্রাহিম তাকাহাশি ২৬ (৩১)
কেতুত অর্থবান ৪/১২ (৩ ওভার)
গেদে প্রিয়ান্দানা ১৯ (১২)
পিযুষ কুম্ভারে ২/৮ (৪ ওভার)
ইন্দোনেশিয়া ৩ উইকেটে জয়ী
সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, সানো
আম্পায়ার: অ্যাডাম বার্স (জাপান) ও ক্রিস থারগেট (জাপান)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেতুত অর্থবান (ইন্দোনেশিয়া)
  • জাপান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রায়ান ড্রেক (জাপান) ও ফের্দিনান্দো বনুনায়ক (ইন্দোনেশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Japan to play Indonesia in first ever Men's T20 Internationals"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ 
  2. "日本代表、初の男子T20国際試合でインドネシアと対戦決定"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জাপানি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ 
  3. "Japan Men Win First Official T20 International"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২ 
  4. "Japan Cricket to host Indonesia Men's team for T20I series before ICC Qualifier"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২ 
  5. "Japan vs Indonesia Series Ends 2-1"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২২ 
  6. "男子T20ワールドカップ東アジア予選:男子日本代表チームの発表"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জাপানি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা