২০২১ মঙ্গোলীয় প্রতিবাদ

২০২১ মঙ্গোলীয় প্রতিবাদ ছিল একটি গণবিক্ষোভ এবং একটি দেশব্যাপী ধর্মঘট যা প্রধানমন্ত্রীর পতনে পরিণত হয়েছিল যখন হাজার হাজার বিক্ষোভকারী ২০-২২ জানুয়ারি ২০২১ মঙ্গোলিয়ায় কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী এর পরিস্থিতির প্রতি সরকারের প্রতিক্রিয়ার প্রতিবাদ করে রাস্তায় নেমেছিল। বিক্ষোভকারীরা ১৫৮৪টি সংক্রমণ এবং ৩ জন মারা যাওয়া সত্ত্বেও সংক্রমণের বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকার ও রাষ্ট্রপতির পতন দাবি করেছিল।[১][২]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mongolians protest at virus curbs after row over mother's treatment"। France24। ২১ জানুয়ারি ২০২১। 
  2. "Mongolia's Prime Minister Offers Shock Resignation Amid Protests"। The Diplomat। জানুয়ারি ২২, ২০২১।