২০২১–২৩ ভারতীয় ফুটবল ক্লাবের এএফসি প্রতিযোগিতার জন্য প্লে-অফ

২০২৩–২৪ এএফসি চ্যাম্পিয়নস লিগ২০২৩–২৪ এএফসি কাপ প্রতিযোগিতার এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক মরসুমের মাস পরিবর্তন করার জন্য (বসন্ত থেকে শরতের বদলে শরৎ থেকে বসন্ত[১]) সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবলের দুটি মৌসুম ২০২১–২২ ও ২০২২–২৩ এর সম্মিলিত বিজয়ী দলগুলিকে নিয়ে মহাদেশীয় এই দুই প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে একটি প্লে-অফ পর্ব আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা স্পন্সরশিপের কারণে হিরো ক্লাব প্লেঅফস্ নামে পরিচিত।[২]

এএফসি চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্ব

সম্পাদনা
দল উত্তীর্ণ হবার মাধ্যম ফলাফল
জামশেদপুর এফসি ২০২১–২২ ইন্ডিয়ান সুপার লিগ শীর্ষস্থানাধিকারী
মুম্বই সিটি এফসি ২০২২–২৩ ইন্ডিয়ান সুপার লিগ শীর্ষস্থানাধিকারী
৪ এপ্রিল ২০২৩ জামশেদপুর এফসি ১–৩ মুম্বই সিটি এফসি মঞ্জেরী, কেরালা
২০:৩০ আইএসটি প্রতিবেদন
স্টেডিয়াম: পায়ানাদ স্টেডিয়াম
দর্শক: ৪,৪২৩
রেফারি: ভেঙ্কটেশ রামচন্দ্রন
ম্যাচসেরা: আলবার্তো নোগুয়েরা (মুম্বাই সিটি)

এএফসি কাপ গ্রুপ পর্ব

সম্পাদনা
দল উত্তীর্ণ হবার মাধ্যম ফলাফল
গোকুলাম কেরালা ২০২১–২২ আই-লিগ চ্যাম্পিয়ন
ওড়িশা ২০২৩ সুপার কাপ চ্যাম্পিয়ন
২৯ এপ্রিল ২০২৩ গোকুলাম কেরালা ১–৩ ওড়িশা ইএমএস স্টেডিয়াম, কেরালা
১৯:০০ ইউটিসি+৫:৩০/ আইএসটি ফরশাদ নূর   ৩৬' প্রতিবেদন দিয়েগো মারিসিও   ১৮'৩২'৫৩' দর্শক: ৫০০
রেফারি: তেজস বিশ্বরাও নাগভেঙ্কর
ম্যাচসেরা: দিয়েগো মারিসিও (ওড়িশা)

এএফসি কাপ বাছাই প্লে-অফ

সম্পাদনা
দল উত্তীর্ণ হবার মাধ্যম ফলাফল
হায়দ্রাবাদ এফসি ২০২১–২২ ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন ১(১)
এটিকে মোহনবাগান ২০২২–২৩ ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন ১(৩) (পে.)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "AFC Executive Committee unveils dynamic enhancements to the AFC Club Competitions"। AFC। 
  2. "Qualification for the AFC Competitions 2023-24"। www.the-aiff.com।