২০২১–২২ স্পেন ত্রিদেশীয় সিরিজ

আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ

২০২১–২২ স্পেন ত্রিদেশীয় সিরিজ একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের এপ্রিল ও মে মাসে স্পেনে অনুষ্ঠিত হয়।[১] সিরিজটিতে স্বাগতিক স্পেনের সাথে অংশগ্রহণ করে গার্নসিনরওয়ে[২] সিরিজের ম্যাচগুলো আলমেরিয়া প্রদেশের কুয়েভাস দেল আলমানসোরা এলাকার ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[৩] অংশগ্রহণকারী দলগুলোর জন্য সিরিজটি ২০২২ সালের জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত ২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বের উপআঞ্চলিক টুর্নামেন্টসমূহের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৪]

২০২১–২২ স্পেন ত্রিদেশীয় সিরিজ
তারিখ২৯ এপ্রিল ২০২২ – ১ মে ২০২২
স্থানস্পেন
ফলাফল স্পেন সিরিজে জয়ী
সিরিজ সেরা খেলোয়াড়স্পেন লর্ন বার্নস
দলসমূহ
 গার্নসি  নরওয়ে  স্পেন
অধিনায়কবৃন্দ
জশ বাটলার খিজির আহমেদ ক্রিস্টিয়ান মুনিয়োস-মিলস
সর্বাধিক রান
জশ বাটলার (৯৩) মোহাম্মদ শের সাহাক (৯৯) জশ ট্রেমবিয়ার্থ-মোরো (৯৩)
সর্বাধিক উইকেট
লুক বিশার (৭) ওয়াহিদউল্লাহ সাহাক (৪) লর্ন বার্নস (৯)

সিরিজে নিজেদের চার ম্যাচের তিনটিতে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক স্পেন।[৫]

দলীয় সদস্য সম্পাদনা

  গার্নসি[৬]   নরওয়ে[৭]   স্পেন[৮]
  • জশ বাটলার (অধি.)
  • অলিভার নাইটিংগেল
  • অলিভার নিউই (উই.)
  • আইজ্যাক ডামারেল (উই.)
  • উইলিয়াম পিটফিল্ড
  • টম নাইটিংগেল
  • ডেকলান মার্টেল
  • ডেভিড হুপার
  • নাথান ল্য টিসিয়ের
  • বেন ওয়েন্টজেল
  • বেন ফেরব্রাশ
  • ম্যাথিউ স্টোকস
  • লুক বিশার (উই.)
  • ক্রিস্টিয়ান মুনিয়োস-মিলস (অধি.)
  • লর্ন বার্নস (সহ-অধি.)
  • আওয়াইস আহমেদ (উই.)
  • ইয়াসির আলি
  • গৌরাঙ্গ মাহ্যাবংশী
  • চার্লি রুমিস্তশেভিচ
  • জশ ট্রেমবিয়ার্থ-মোরো
  • জুলকারনাইন হায়দার
  • টম ভাইন
  • ড্যানিয়েল ডয়েল-কাইয়ে (উই.)
  • মোহাম্মদ আতিফ
  • মোহাম্মদ কামরান
  • রবি পাঞ্চাল
  • রাজা আদিল ইকবাল
  • হামজা দার

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  স্পেন +১.৫৯৭
  গার্নসি −০.৬৭৮
  নরওয়ে −০.৯১৬

     চ্যাম্পিয়ন

সূচি সম্পাদনা

২৯ এপ্রিল ২০২২
১৫:০০
স্কোরকার্ড
নরওয়ে  
১৩৭/৭ (২০ ওভার)
  গার্নসি
১০০/৭ (২০ ওভার)
মোহাম্মদ শের সাহাক ৭০* (২৯)
লুক বিশার ২/১৪ (৪ ওভার)
জশ বাটলার ১৭ (২৮)
রাজা ইকবাল ২/১৮ (৪ ওভার)
নরওয়ে ৩৭ রানে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও গর্ডন অ্যাশফোর্ড (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ শের সাহাক (নরওয়ে)
  • নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অলিভার নাইটিংগেল, ডেকলান মার্টেল (গার্নসি) ও আলি সলিম (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

৩০ এপ্রিল ২০২২
০৯:০০
স্কোরকার্ড
স্পেন  
১২৯/৫ (২০ ওভার)
  নরওয়ে
৭৮/৯ (২০ ওভার)
ইয়াসির আলি ৪৪ (৩৯)
বিনয় রবি ২/১০ (৪ ওভার)
ওয়ালিদ গৌরি ২৩ (২৮)
ইয়াসির আলি ২/১২ (৩ ওভার)
স্পেন ৫১ রানে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও গর্ডন অ্যাশফোর্ড (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়াসির আলি (স্পেন)
  • স্পেন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জশ ট্রেমবিয়ার্থ-মোরো, ড্যানিয়েল ডয়েল-কাইয়ে, মোহাম্মদ কামরান ও লর্ন বার্নস (স্পেন)-এর টি২০আই অভিষেক হয়।

৩০ এপ্রিল ২০২২
১৩:০০
স্কোরকার্ড
নরওয়ে  
১২০/৭ (২০ ওভার)
  গার্নসি
১২৬/২ (১৮ ওভার)
খিজির আহমেদ ৩৭ (৩৬)
লুক বিশার ৩/২৮ (৪ ওভার)
টম নাইটিংগেল ৪৬* (৪৮)
আবদুল্লাহ শেখ ১/১৯ (৪ ওভার)
গার্নসি ৮ উইকেটে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও গর্ডন অ্যাশফোর্ড (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: টম নাইটিংগেল (গার্নসি)
  • নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আমিনুল্লাহ তানহা (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

৩০ এপ্রিল ২০২২
১৭:০০
স্কোরকার্ড
গার্নসি  
৭৮ (১৮ ওভার)
  স্পেন
৮০/২ (১২.২ ওভার)
জশ বাটলার ১৬ (১৯)
লর্ন বার্নস ৫/১১ (৪ ওভার)
আওয়াইস আহমেদ ৪২ (২৯)
ম্যাথিউ স্টোকস ১/৯ (২ ওভার)
স্পেন ৮ উইকেটে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও ড্যারিন ক্লার্ক (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: লর্ন বার্নস (স্পেন)
  • গার্নসি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বেন ওয়েন্টজেল (গার্নসি)-এর টি২০আই অভিষেক হয়।
  • লর্ন বার্নস প্রথম স্পেনীয় ক্রিকেটার হিসেবে পুুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[৯]

১ মে ২০২২
১০:৩০
স্কোরকার্ড
স্পেন  
১০৭ (২০ ওভার)
  গার্নসি
১১১/২ (১৮ ওভার)
জশ ট্রেমবিয়ার্থ-মোরো ২৮ (২৯)
লুক বিশার ২/১৪ (৩ ওভার)
আইজ্যাক ডামারেল ৩৮* (৪৫)
রাজা আদিল ইকবাল ১/১২ (৩ ওভার)
গার্নসি ৮ উইকেটে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও ড্যারিন ক্লার্ক (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: ম্যাথিউ স্টোকস (গার্নসি)
  • স্পেন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১ মে ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
স্পেন  
১২৫/৮ (২০ ওভার)
  নরওয়ে
৮৪ (১৮.৫ ওভার)
ড্যানিয়েল ডয়েল-কাইয়ে ৩৮ (৩৪)
বিলাল সফদার ৩/১৭ (৪ ওভার)
আলি সলিম ১৯ (২২)
ইয়াসির আলি ৩/১৮ (২.৫ ওভার)
স্পেন ৪১ রানে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও ড্যারিন ক্লার্ক (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: ড্যানিয়েল ডয়েল-কাইয়ে (স্পেন)
  • স্পেন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Guernsey to play T20 ranking tournament in Spain"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২ 
  2. "Spain trip opens busy international summer"গার্নসি প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২ 
  3. "Cricket Espana to host triangular series At Desert Springs"ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। ১৭ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২ 
  4. "Cricket Espana to host men's T20I tri-series with Norway and Guernsey in April/May 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২ 
  5. "Spain lift tri-series title on final day"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  6. "Guernsey's men set for international return in Spain"গার্নসি প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  7. "Team Norge Spain tri series"নরওয়েজীয় ক্রিকেট ফেডারেশন (নরওয়েজীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২ 
  8. "Spanish squad named for the tri-series with Guernsey and Norway"ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। ৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২ 
  9. "Spain out in front after day two"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৩০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা