২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশ

২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে বাংলাদেশ পূর্ব ২৩ জুলাই - ৮ আগস্ট, ২০২১ তারিখে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে অংশগ্রহণ করবে। মূলত ২৪ জুলাই - ৯ আগস্ট ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে সময়সূচি পিছিয়ে দেওয়া হয়।[] এটি হবে গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশের দশম অংশগ্রহণ।

২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে
বাংলাদেশ
আইওসি কোডBAN
এনওসিবাংলাদেশ অলিম্পিক সংস্থা
টোকিও, জাপান
প্রতিযোগী৪টি ক্রীড়ায় ৬ জন
(৪ জন পুরুষ ও ২ জন নারী)
পতাকা বাহকদিয়া সিদ্দিকি
মোহাম্মদ আরিফুল ইসলাম
পদক
স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
মোট
গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ (সারাংশ)

প্রতিযোগী

সম্পাদনা
ক্রীড়া পুরুষ নারী মোট
তীরন্দাজী
মল্লক্রীড়া
শ্যুটিং
সাতার
মোট

তীরন্দাজী

সম্পাদনা

ইতিহাসে প্রথমবারের মতো একজন বাংলাদেশী তীরন্দাজ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।[]

খেলোয়াড় ইভেন্ট র‍্যাংকিং রাউন্ড রাউন্ড অফ ৬৪ রাউন্ড অফ ৩২ রাউন্ড অফ ১৬ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল / বিএম
স্কোর ফল প্রতিপক্ষের
স্কোর
প্রতিপক্ষের
স্কোর
প্রতিপক্ষের
স্কোর
প্রতিপক্ষের
স্কোর
প্রতিপক্ষের
স্কোর
প্রতিপক্ষের
স্কোর
র‍্যাংক
রোমান সানা পুরুষদের একক ৬৬২ ১৭   হল (GBR) W ৭-৩
  ক্রিস্পিন দুয়েনাস (CAN)

L ৪-৬

অগ্রসর হন নি
দিয়া সিদ্দিকি নারীদের একক ৬৩৫ ৩৬   জিওমিন্সকায়া (BLR)
রুমান সানা
দিয়া সিদ্দিকি
মিশ্র দল ১২৯৭ ১৬   দক্ষিণ কোরিয়া
L ০–৬
অগ্রসর হন নি

মল্লক্রীড়া

সম্পাদনা

অলিম্পিকে দুই অ্যাথলিট (একজন পুরুষ এবং একজন নারী) প্রেরণের জন্য বাংলাদেশ আইএএএফের কাছ থেকে সর্বজনীনতার স্লট পেয়েছে।[]

ট্র‍্যাক & রোড
প্রতিযোগী ইভেন্ট হিট সেমিফাইনাল ফাইনাল
ফলাফল র‍্যাংক ফলাফল র‍্যাংক ফলাফল র‍্যাংক
জহির রায়হান পুরুষ ৪০০ মিটার

শ্যুটিং 

সম্পাদনা

বাংলাদেশের একজন শ্যুটার ট্রাইপার্টাইট কমিশনে আমন্ত্রণে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে।[]

খেলোয়াড় ইভেন্ট বাছাইপর্ব ফাইনাল
পয়েন্ট স্থান পয়েন্ট স্থান
আব্দুল্লাহ হেল বাকী ১০ মিটার এয়ার রাইফেল ৬১৯.৮ ৪১ অগ্রসর হন নি

Qualification Legend: Q = পরবর্তী রাউন্ডের জন্য উত্তীর্ণ; q = ব্রোঞ্জ পদকের জন্য উত্তীর্ণ (শটগান)

সাঁতার

সম্পাদনা

ফিনা থেকে সার্বজনীন আমন্ত্রণ পেয়ে বাংলাদেশ থেকে দুইজন সাঁতারু অলিম্পিকে অংশগ্রহণ করে।

প্রতিযোগী ইভেন্ট হিট সেমিফাইনাল ফাইনাল
সময় র‍্যংক সময় র‍্যাংক সময় র‍্যাংক
আরিফুল ইসলাম পুরুষ ৫০ মিটার ফ্রিস্টাইল
জুনায়না আহমেদ নারী ৫০ মিটার ফ্রিস্টাইল

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Joint Statement from the International Olympic Committee and the Tokyo 2020 Organising Committee"Olympics। ২৪ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০ 
  2. "Bangladesh qualifies its first-ever archer to the Olympic Games"World Archery। ১৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  3. "Road to Olympic Games 2020"। World Athletics। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১ 
  4. "Quota Places by Nation and Number"www.issf-sports.org/ISSF। ৩১ মে ২০২১। ২৮ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২১