২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে কম্বোডিয়া

কম্বোডিয়া টোকিওতে ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। মূলত ২৪ জুলাই - ৯ আগস্ট ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে সময়সূচি পিছিয়ে দেওয়া হয় [১] সোভিয়েত-পরবর্তী সময়ে এটি ছিল গ্রীষ্মকালীন অলিম্পিকে দেশটির টানা সপ্তম উপস্থিতি। [২]

২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে
কম্বোডিয়া
আইওসি কোডCAM
এনওসিন্যাশনাল অলিম্পিক কমিটি অফ কম্বোডিয়া
ওয়েবসাইটwww.noccambodia.org (খ্মের এবং ইংরেজি ভাষায়)
টোকিও, জাপান
প্রতিযোগী২টি ক্রীড়ায় ৩ জন
পতাকা বাহকখেউন বুনপিছমোরাকাত
পেন সোকং
পদক
১ম স্থান
স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
মোট
গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ

প্রতিযোগী সম্পাদনা

গেমসে অংশগ্রহণকারী প্রতিযোগীদের সংখ্যার তালিকা নিচে দেওয়া হল।

খেলা পুরুষ নারী মোট
অ্যাথলেটিক্স 1 0 1
সাঁতার 1 1 2
মোট 2 1 3

মল্লক্রীড়া সম্পাদনা

অলিম্পিকে একজন ক্রীড়াবিদ পাঠানোর জন্য কম্বোডিয়া বিশ্ব অ্যাথলেটিকস থেকে সর্বজনীনতা স্লট পায়। [৩]{{Smalldiv|1=;Key

ট্র্যাক এবং রোড ইভেন্ট
ক্রীড়াবিদ ইভেন্ট হিট কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল
ফলাফল র্যাংক ফলাফল র্যাংক ফলাফল র্যাংক ফলাফল র্যাংক
পেন সোকং পুরুষ ১০০ মিটার ১১.০২ অগ্রসর হননি

সাঁতার সম্পাদনা

 

ফিনা থেকে সার্বজনীন আমন্ত্রণ পেয়ে কম্বোডিয়া থেকে দুইজন সাঁতারু অলিম্পিকে অংশগ্রহণ করে।

ক্রীড়াবিদ ইভেন্ট হিট সেমি ফাইনাল ফাইনাল
সময় র্যাংক সময় র্যাংক সময় র্যাংক
পুচ হেম পুরুষ ৫০ মিটার ফ্রিস্টাইল ২৪.৯১ ৫২ অগ্রসর হননি
বুনপিছমোরাকাত খেউন নারী ৫০ মিটার ফ্রিস্টাইল ২৯.৪২ ৬৫ অগ্রসর হননি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Joint Statement from the International Olympic Committee and the Tokyo 2020 Organising Committee"Olympics। ২৪ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০ 
  2. "Two Cambodian swimmers to compete in Tokyo 2020"Khmer Times। ১৮ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  3. "Road to Olympic Games 2020"। World Athletics। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১