২০১৭ শীতকালীন এশিয়ান গেমস
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(অক্টোবর ২০১৭) |
২০১৭ শীতকালীন এশিয়ান গেমস হল এশিয়া অলিম্পিক কাউন্সিল কর্তৃক আয়োজিত এশিয়ার শীতকালীন বহু-ক্রীড়া প্রতিযোগিতা শীতকালীন এশিয়ান গেমসের ৮ম আসর যা ২০১৭ সালের ১৯ - ২৬ ফেব্রুয়ারি জাপানের সাপ্পোরোতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি মুলত ২০১৫ সালে হওয়ার কথা ছিল কিন্তু ৩ জুলাই ২০০৯ সালে সিঙ্গাপুরে এশিয়া অলিম্পিক কাউন্সিলের সাধারণ সভায় শীতকালীন অলিম্পিকের এক বছর আগে আয়োজনের সিদ্ধান্ত হলে তা পিছিয়ে ২০১৭ সালের জন্য নির্ধারিত হয়। ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার শুরু হয় (যদিও কার্লিং ও হকি প্রতিযোগিতা আগের দিন শুরু হয়েছিল) এবং ২৬ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হয়।
৮ম শীতকালীন এশিয়ান গেমস | |||
---|---|---|---|
স্বাগতিক শহর | সাপ্পোরো, জাপান | ||
নীতিবাক্য | Beyond Your Ambitions (世界につながる、冬にする Sekai ni tsunagaru, fuyu ni suru) | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৩২ | ||
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ১,১৪৭ | ||
বিষয়সমূহ | ১১টি ক্রীড়ায় ৬৪টি ইভেন্ট | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ১৯ ফেব্রুয়ারি | ||
সমাপ্তি অনুষ্ঠান | ২৬ ফেব্রুয়ারি | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | প্রিন্স নারুহিতো জাপানের রাজপুত্র | ||
আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেন | তিমোথি ফক Vice President of the Olympic Council of Asia | ||
ক্রীড়াবিদের শপথ | মেরি মোতহাশি Go Tanaka | ||
টর্চ লাইটার | Masahiko Harada | ||
প্রধান মিলনস্থন | Sapporo Dome | ||
| |||
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
২০১১ সালের ৩১ জানুয়ারি সাপ্পোরো ও ওবিহিরো শহরকে স্বাগতিক ঘোষণা করা হয়। জাপানি অলিম্পিক কমিটির সভাপতি তসুনেকাজু তাকেদা স্বাগতিকের চুক্তিপত্রে সই করেন। এটি সাপ্পোরেতে অনুষ্ঠিত শীতকালীন এশিয়ান গেমসের তৃতীয় আসর এবং জাপানে অনুষ্ঠিত চতুর্থ আসর। সাপ্পোরোতে ১৯৮৬ ও ১৯৯০ সালের শীতকালীন এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। পূর্বে এ শহরে প্রথম শীতকালীন এশিয়ান গেমস ও ১৯৭২ শীতকালীন অলিম্পিক এবং ১৯৯১ শীতকালীন ইউনিভার্সাড আয়োজন করেছিল।
নিলাম
সম্পাদনা৩১ জানুয়ারি ২০১১ সালে সাপ্পোরোকে স্বাগতিক হিসাবে ঘোষণা দেওয়া হয়। ২০১১ শীতকালীন এশিয়ান গেমস চলাকালে কাজাখিস্তানের আস্তানায় এশিয়া অলিম্পিক কাউন্সিলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১১ সালের ১৫ জানুয়ারি মেয়র ফুমিও উদা কর্তৃক দরপত্র আহ্বান করা হলে, সাপ্পোরো ছাড়া আর কোন দরপত্র জমা পরেনি।[১] এর সর্বমোট ব্যয় ৩.৫ বিলিয়ন জাপানি ইয়েন নির্ধারণ করা হয়েছে।[২]
উন্নয়ন ও প্রস্তুতি
সম্পাদনাখেলা
সম্পাদনাউদ্বোধনী অনু্ষ্ঠান
সম্পাদনা১৯ ফেব্রুয়ারি সাপ্পোরো ডমে ২০১৭ শীতকালী এশিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনু্ষ্ঠানে জাপানি পপ ব্যান্ড দল ড্রিম কাম ট্রু পারফর্ম করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর ঐতিহ্যবাহী প্যারেড ও কুলড্রন আলোকসজ্জা অন্তর্ভুক্ত ছিল।
সমাপনী অনুষ্ঠান
সম্পাদনা২৬ ফেব্রুয়ারি মাকোমানাই আইস অ্যারিনাতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন পুরুষদের মুক্ত ফিগার স্কেটিংয়ের সমপানী খেলা ছিল। সমপানী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কিছু ফিগার স্কেটার প্রদর্শনী প্রদর্শন করে।
ক্রীড়া
সম্পাদনা১১টি শীতকালীন ক্রীড়ার ৬৪টি বিভাগে ২০১৭ শীতকালীন এশিয়ান গেমসের আয়োজন করা হয়। স্কেটিং ক্রীড়ার তিনটি বিভাগ ছিল- ফিগার স্কেটিং, স্পীড স্কেটিং ও শট ট্রাক স্পীড স্কেটিং। স্কিইংয়ের পাচঁটি বিভাগ ছিল- আলপাইন, ক্রস-কান্ট্রি, ফ্রি স্টাইল, স্কী জাম্পীং ও স্নোবোর্ডিং। অন্য তিনটি ক্রীড়া হল- বায়াথলন, কার্লিং ও আইস হকি। ববস্লেইসের দুটি বিভাগ স্কেলেটন, লিউজ ও নরডিক কম্বাইন্ড (সকল অলিম্পিক বিভাগ) শীতকালীন এশিয়াডে আয়োজনের জন্য নির্ধারিত হয়নি, শুধুমাত্র ব্যান্ডি ছাড়া, যা ২০১১ গেমসে ছিল।
বন্ধনীর সংখ্যা প্রত্যেক ক্রীড়া প্রতিযোগিতার পদক সংখ্যা নির্দেশ করে।
- আলপাইন স্কিইং (৪) (বিস্তারিত)
- বায়াথলন (৭) (বিস্তারিত)
- ক্রস-কান্ট্রি স্কিইং (১০) (বিস্তারিত)
- কার্লিং (২) (বিস্তারিত)
- ফিগার স্কেটিং (৪) (বিস্তারিত)
- ফ্রিস্টাইল স্কিইং (৪) (বিস্তারিত)
- আইস হকি (২) (বিস্তারিত)
- শর্ট ট্রাক স্পীড স্কেটিং (৮) (বিস্তারিত)
- স্কী জাম্পিং (৩) (বিস্তারিত)
- স্নোবোর্ডিং (৬) (বিস্তারিত)
- স্পীড স্কেটিং (১৪) (বিস্তারিত)
অংশগ্রহনকারী জাতীয় অলিম্পিক কমিটিসমূহ
সম্পাদনাওসেনীয়ার আমন্ত্রিত দুটি জাতীয় অলিম্পিক কমিটি (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) সহ মোট ৩২টি জাতীয় অলিম্পিক কমিটি ২০১৭ গেমসে অংশগ্রহণ করে। এবারে ইন্দোনেশীয়া, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর, তুর্কমেনিস্তান ও ভিয়েতনামের অভিষেক হয়। তিনটি অতিরিক্ত দেশ অংশগ্রহণ করে; আফগানিস্তান (নির্দিষ্ট্র সময়ের মধ্যে এন্ট্রি জমা দিতে পারেনি), কম্বোডিয়া, ইরাক (তারা আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়নের সদস্য নয়, এবং তাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল)।
আফগানিস্তান, বাহরাইন ও ফিলিস্তিন সর্বশেষ ২০১১ আস্তানা-আলমাতি গেমসে অংশগ্রহণ করলেও এবারে অংশগ্রহ করেনি। অপরদিকে পাকিস্তান ও ম্যাকাও গত গেমসে অংশগ্রহণ করেনি কিন্তু এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। বাহরাইন একমাত্র আইস হকি দল প্রেরণ করতে চেয়েছিল কিন্তু বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় সরকার ব্যায় বহন করতে অনীহা প্রকাশ করলে, তারা প্রস্তাব ফিরিয়ে নেয়।
সেপ্টেম্বর ২০১৬ সালে, ওসেনীয়ার ক্রীড়াবিদদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর ঘোষণা দেওয়া হয়। যদিও এদেশগুলোর প্রতিযোগীরা অফিসিয়ালিভাবে তালিভুক্ত নয়, তবুও তারা আলাদাভাবে অংশগ্রহণ করে, তারা আমন্ত্রিত অতিথি ক্রীড়াবিদ হিসাবে বিবেচিত হয় (অতএব তারা পদকে জন্য যোগ্য হবে না)।
২০১৫ সালের অক্টোবরে, কুয়েত অলিম্পিক কমিটিকে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বরখাস্ত করা হয়েছিল। সুতরাং তারা অলিম্পিক পতাকা নিয়ে স্বাধীন অলিম্পিক ক্রীড়াবিদ হিসাবে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জাতীয় অলিম্পিক কমিটিসমূহ হল;
অংশগ্রহণকারী জাতীয় অলিম্পিক কমিটি |
---|
|
|
দিনপঞ্জী
সম্পাদনাপ্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন ১৮ ফেব্রুয়ারি আইস হকি দিয়ে শুরু হয়েছিল এবং প্রতিযোগিতা শেষ হয় পুরুষদের ফিগার স্কেটিং এর মাধ্যমে সমপানী অনুষ্ঠানের দিন। প্রতিযোগিতার পুর্ণাঙ্গ দিনপঞ্জী নিচে;[৩]
OC | উদ্বোধনী অনুষ্ঠান | ● | প্রতিযোগিতার ঘটনাপঞ্জী | 1 | প্রতিযোগিতার চূড়ান্ত খেলা | CC | সমাপনী অনুষ্ঠান |
ফেব্রুয়ারি | 18th Sat |
19th Sun |
20th Mon |
21st Tue |
22nd Wed |
23rd Thu |
24th Fri |
25th Sat |
26th Sun |
Events | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Ceremonies | OC | CC | |||||||||
Alpine skiing | 1 | 1 | 2 | 4 | |||||||
Biathlon | 2 | 2 | 1 | 2 | 7 | ||||||
Cross-country skiing | 2 | 2 | 2 | 2 | 2 | 10 | |||||
Curling | ● | ● | ● | ● | ● | ● | 2 | 2 | |||
Figure skating | ● | 1 | 2 | 1 | 4 | ||||||
Freestyle skiing | 2 | 2 | 4 | ||||||||
Ice hockey | ● | ● | ● | ● | ● | ● | 1 | 1 | 2 | ||
Short track speed skating | 2 | 2 | 4 | 8 | |||||||
Ski jumping | 1 | 1 | 1 | 3 | |||||||
Snowboarding | 2 | 2 | 2 | 6 | |||||||
Speed skating | 4 | 4 | 3 | 3 | 14 | ||||||
Total events | 2 | 10 | 9 | 8 | 8 | 10 | 9 | 8 | 64 | ||
Cumulative total | 2 | 12 | 21 | 29 | 37 | 47 | 56 | 64 | |||
February | 18th Sat |
19th Sun |
20th Mon |
21st Tue |
22nd Wed |
23rd Thu |
24th Fri |
25th Sat |
26th Sun |
Events |
পদক তালিকা
সম্পাদনাস্বাগতিক দেশ[৪]
অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | জাপান (JPN)* | ২৭ | ২১ | ২৬ | ৭৪ |
২ | দক্ষিণ কোরিয়া (KOR) | ১৬ | ১৮ | ১৬ | ৫০ |
৩ | চীন (CHN) | ১২ | ১৪ | ৯ | ৩৫ |
৪ | কাজাখস্তান (KAZ) | ৯ | ১১ | ১২ | ৩২ |
৫ | উত্তর কোরিয়া (PRK) | ০ | ০ | ১ | ১ |
মোট (৫টি জাতি) | ৬৪ | ৬৪ | ৬৪ | ১৯২ |
বিপণন
সম্পাদনাউদ্বেগ এবং বিতর্ক
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Asian Games: Sapporo making bid for Asian Winter Games"। Deccan Chronicle। ২০১০-১২-২৯। ২০১১-০১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-১৩।
- ↑ "Asian Games: Sapporo to host 2017 Asian Winter Games"। The Mainichi Daily News। ২০১১-০১-১৫। ২০১১-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-১৫।
- ↑ "Sapporo 2017 Schedule" (পিডিএফ)। www.sapporo2017.org/। SAWOG 2017 (Sapporo Asian Winter Games Organizing Committee)। ২০১৭-০১-০১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৭।
- ↑ "Medal Standings"। 8th Sapporo Asian Winter Games Organising Committee। ২০১৭-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।