২০১৪ ভারত মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
ভারত মহিলা দল ২০১৪ মৌসুমের ৯-২৫ আগস্ট, ২০১৪ তারিখ পর্যন্ত মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড সফর করে। সফরে দলটি একমাত্র টেস্টে স্বাগতিক ইংল্যান্ড মহিলা দলকে পরাজিত করে।[১] ২০০৬ সালের পর এটিই তাদের প্রথম টেস্ট খেলায় অংশগ্রহণ। সর্বোপরি ইংল্যান্ড দলের বিপক্ষে ভারত দলের দ্বিতীয় বিজয়।[২][৩]
২০১৪ ভারত মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর | |||
---|---|---|---|
ইংল্যান্ড | ভারত | ||
তারিখ | ৯ আগস্ট, ২০১৪ – ২৫ আগস্ট, ২০১৪ | ||
অধিনায়ক | শার্লত এডওয়ার্ডস | মিতালী রাজ | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী |
এছাড়াও, তিনটি ওডিআইয়ের সিরিজে ইংল্যান্ড দল ২-০ ব্যবধানে ভারত দলকে পরাজিত করে। তন্মধ্যে তৃতীয় ওডিআইটি পরিত্যক্ত হয়।[৪][৫]
দলের সদস্য
সম্পাদনাটেস্ট | ওডিআই | ||
---|---|---|---|
ইংল্যান্ড[৬] | ভারত[৭] | ইংল্যান্ড | ভারত |
|
|
প্রস্তুতিমূলক খেলা
সম্পাদনা৭ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- ইংল্যান্ড একাডেমি মহিলা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ইংল্যান্ড একাডেমি মহিলা ১৩ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং); ভারত মহিলা ১২ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)
একমাত্র টেস্ট
সম্পাদনা১৩ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- ভারত মহিলা দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ইংল্যান্ডের পক্ষে সোনিয়া ওদেদ্রা ও লরেন উইনফিল্ড এবং ভারতের পক্ষে একতা বিশট, থিরুশ কামিনি, হারমানপ্রীত কৌর, স্মৃতি মন্ধনা, নাগার্জন নিরঞ্জনা, শিখা পাণ্ডে, পুনম রাউত ও শুভলক্ষ্মী শর্মা’র টেস্ট অভিষেক ঘটে।
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনা ২১ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- ইংল্যান্ড মহিলা দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ভারতের পক্ষে শিখা পাণ্ডের ওডিআই অভিষেক ঘটে।
২য় ওডিআই
সম্পাদনা ২৩ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- ভারত মহিলা দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ইংল্যান্ড মহিলা দল ৩ খেলার সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে