২০১৪ ভারত মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

ভারত মহিলা দল ২০১৪ মৌসুমের ৯-২৫ আগস্ট, ২০১৪ তারিখ পর্যন্ত মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড সফর করে। সফরে দলটি একমাত্র টেস্টে স্বাগতিক ইংল্যান্ড মহিলা দলকে পরাজিত করে।[] ২০০৬ সালের পর এটিই তাদের প্রথম টেস্ট খেলায় অংশগ্রহণ। সর্বোপরি ইংল্যান্ড দলের বিপক্ষে ভারত দলের দ্বিতীয় বিজয়।[][]

২০১৪ ভারত মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
 
  ইংল্যান্ড ভারত
তারিখ ৯ আগস্ট, ২০১৪ – ২৫ আগস্ট, ২০১৪
অধিনায়ক শার্লত এডওয়ার্ডস মিতালী রাজ
টেস্ট সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী

এছাড়াও, তিনটি ওডিআইয়ের সিরিজে ইংল্যান্ড দল ২-০ ব্যবধানে ভারত দলকে পরাজিত করে। তন্মধ্যে তৃতীয় ওডিআইটি পরিত্যক্ত হয়।[][]

দলের সদস্য

সম্পাদনা
টেস্ট ওডিআই
  ইংল্যান্ড[]   ভারত[]   ইংল্যান্ড   ভারত

প্রস্তুতিমূলক খেলা

সম্পাদনা
৭ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড
৯৭/৫ (৪১.৪ ওভার)
অ্যামি জোন্স ৩৩ (৭১)
একতা বিশট ৩/১৯ (৬.৪ ওভার)
২৯৪ (৮৮.২ ওভার)
বেলাস্বামী বণিতা ৯৪ (৯০)
সোনিয়া ওদেদ্রা ৩/২৮ (১৫ ওভার)
  • ইংল্যান্ড একাডেমি মহিলা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইংল্যান্ড একাডেমি মহিলা ১৩ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং); ভারত মহিলা ১২ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)

একমাত্র টেস্ট

সম্পাদনা
১৩ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড
৯২ (৪১.২ ওভার)
সারাহ টেলর ৩০ (৪২)
নাগার্জন নিরঞ্জনা ৪/১৪ (১৪.২ ওভার)
১১৪ (৬৪.২ ওভার)
নিরঞ্জনা নাগার্জন ২৭ (৮৩)
জেনি গান ৫/১৯ (১৮ ওভার)
২০২ (৯৬.৩ ওভার)
জেনি গান ৬২* (১৮১)
ঝুলন গোস্বামী ৪/৪৮ (২২ ওভার)
১৮৩ (৯৫.৩ ওভার)
স্মৃতি মন্ধনা ৫১ (৯১)
কেট ক্রস ২/৪২ (২২ ওভার)

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
২১ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৫৩/৩ (৩০.১ ওভার)
  ভারত
১৯২/৮ (৪৭ ওভার)
স্মৃতি মন্ধনা ৭৪ (৯৯)
হিদার নাইট ৩/২৮ (৭ ওভার)
ইংল্যান্ড মহিলা দল ৪২ রানে বিজয়ী (ডি/এল)
নর্থ ম্যারিন রোড গ্রাউন্ড, স্কারবোরো
আম্পায়ার: জেফ ইভান্স (ইংল্যান্ড) ও স্টিভ ও’শাগনেস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হিদার নাইট (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড মহিলা দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ভারতের পক্ষে শিখা পাণ্ডের ওডিআই অভিষেক ঘটে।

২য় ওডিআই

সম্পাদনা
২৩ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২১৪/৯ (৫০ ওভার)
  ভারত
২০১ (৪৮.৪ ওভার)
হারমানপ্রীত কৌর ৪৩ (৬২)
জেনি গান ৪/২৩ (১০ ওভার)
  • ভারত মহিলা দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইংল্যান্ড মহিলা দল ৩ খেলার সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে

৩য় ওডিআই

সম্পাদনা
২৫ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড
কোন বল মাঠে গড়ানো ব্যতিরেকেই খেলা পরিত্যক্ত
লর্ড’স ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন
আম্পায়ার: নিক কুক (ইংল্যান্ড) ও ইসমাইল দাউদ (ইংল্যান্ড)
  • টস হয়নি
  • ইংল্যান্ড মহিলা দল ৩ খেলার সিরিজে ২-০ ব্যবধানে বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা