২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মুষ্টিযুদ্ধ – লাইট ফ্লাইওয়েট

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় লাইট ফ্লাইওয়েট শ্রেণী ছিল সবচেয়ে কম ওজনের শ্রেণী। সেই সব মুষ্টিযোদ্ধা লাইট ফ্লাইওয়েট শ্রেণীভুক্ত হত, যারা ৪৮ কিলোগ্রাম (১০৫.৮ পাউন্ড) থেকে কম ওজনের।

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
মুষ্টিযুদ্ধ
লাইট ফ্লাইওয়েট
ফ্লাইওয়েট
ব্যান্টমওয়েট
ফেদারওয়েট
লাইটওয়েট
লাইট ওয়েল্টারওয়েট
ওয়েল্টারওয়েট
মিডলওয়েট
লাইট হেভিওয়েট
হেভিওয়েট
সুপার হেভিওয়েট

২০০৭ বিশ্ব অপেশাদার মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়নশিপ ও ৯টি মহাদেশীয় যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্ট থেকে মোট ২৯ জন মুষ্টিযোদ্ধা এই বিভাগে অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে

আয়োজক দেশের মুষ্টিযোদ্ধা ঝু শিমিং ছিলেন এই বিভাগে একমাত্র অলিম্পিক পদকজয়ী প্রতিযোগী। তিনি ২০০৪ অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতেন ও বেইজিং গেমস শুরু হবার সময় বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন।

অলিম্পিকে মুষ্টিযুদ্ধের অন্যান্য বিভাগের মত, এটিও সরাসরি একক-অপনয়ন পদ্ধতিতে পরিচালিত হয়। সেমিফাইনালে পরাজিত দুই প্রতিযোগীর উভয়কেই ব্রোঞ্জ পদক প্রদান করা হয়, যাতে কোনো প্রতিযোগীকেই তার প্রথম পরাজয়ের পর আর লড়তে না হয়। এক একটি লড়াইয়ে মোট চারটি দুই মিনিটের রাউন্ড হয়, যেখানে প্রতি রাউন্ডের শেষে ১মিনিটের বিরতি থাকে। শুধুমাত্র দস্তানার সামনের সাদা অংশ দিয়ে মাথা বা শরীরের উপরিভাগে (কোমর থেকে উপরে) ঘুষি মারলেই তা পয়েন্টের জন্য গ্রাহ্য হবে। প্রতিটি লড়াইয়ে পাঁচ জন বিচারক থাকেন; তাদের মধ্যে অন্ততঃ তিনজনকে ঘুষি মারার এক সেকেন্ডের মধ্যে ইশারা করতে হবে ঐ ঘুষি স্কোর করার জন্য। লড়াইয়ের শেষে যে প্রতিযোগী সর্বাধিক বৈধ ঘুষি মেরেছে, সেই বিজয়ী ঘোষিত হয়।

পদকবিজয়ী সম্পাদনা

স্বর্ণ ঝু শিমিং
  চীন
রৌপ্য পুরেভদোর্জিন সার্ডাম্বা
  মঙ্গোলিয়া
ব্রোঞ্জ প্যাডি বার্নস
  আয়ারল্যান্ড
ইয়েম্পিয়ের হার্নান্ডেজ
  কিউবা

যোগ্যতাঅর্জনকারী প্রতিযোগী সম্পাদনা

সময়সূচী সম্পাদনা

সমস্ত সময় China Standard Time (UTC+৮)

তারিখ সময় রাউন্ড
১৩ই আগস্ট, ২০০৮, বুধবার ১৩:৩০-১৫:০০
১৯:০০-২০:৩০
৩২জনের রাউন্ড
১৬ই আগস্ট, ২০০৮, শনিবার ১৯:০০-২১:০০ ১৬জনের রাউন্ড
১৯শে আগস্ট, ২০০৮, মঙ্গলবার ১৯:০০-২০:০০ কোয়ার্টার ফাইনাল
২২শে আগস্ট, ২০০৮, শুক্রবার ১৯:০০-১৯:৩০ সেমিফাইনাল
২৪শে আগস্ট, ২০০৮ রবিবার ১৩:৩০-১৩:৪৫ ফাইনাল লড়াই

ড্র সম্পাদনা

ফাইনাল সম্পাদনা

  সেমিফাইনাল ফাইনাল
                 
   প্যাডি বার্নস (IRL)  
   ঝু শিমিং (CHN) ১৫  
       ঝু শিমিং (CHN)  
     পুরেভদোর্জিন সেরডাম্বা (MGL) RET
   পুরেভদোর্জিন সেরডাম্বা (MGL) +৮
   ইয়াম্পির হার্নান্ডেজ (CUB)  

ঊর্ধাংশ সম্পাদনা

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
      
            প্যাডি বার্নস (IRL) ১৪  
            হোসে লুই মেজা (ECU)  
              প্যাডি বার্নস (IRL) ১১  
              লুকাস মাসজাইক (POL)  
            জাফেট ইউটোনি (NAM)  
   লুকাস মাসজাইক (POL) RSC        লুকাস মাসজাইক (POL) +৫  
   সাইডু কার্গবো (SLE)            প্যাডি বার্নস (IRL)
   পাল বেডাক (HUN)          ঝু শিমিং (CHN) ১৫
   বির্ঝান ঝাকিপভ (KAZ)        বির্ঝান ঝাকিপভ (KAZ) ১৩  
   থমাস এসোম্বা (CMR)        হোভানিজ ড্যানিয়েলিয়ান (ARM)  
   হোভানিজ ড্যানিয়েলিয়ান (ARM)          বির্ঝান ঝাকিপভ (KAZ)  
   নর্ডিন ঔবালি (FRA)          ঝু শিমিং (CHN)  
   রফিকজন সুলতনভ (UZB)        নর্ডিন ঔবালি (FRA)       
   এদুয়ার্দ বার্মুডেজ (VEN)        ঝু শিমিং (CHN) +৩       
   ঝু শিমিং (CHN) ১১  

নিম্নাংশ সম্পাদনা

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
   উইনস্টন মেন্ডেজ মন্টেরো (DOM)  
   সুলেমান বিলালি (KEN)        উইনস্টন মেন্ডেজ মন্টেরো (DOM)  
   আমনাত রুয়েনরোয়েং (THA) ১৪        আমনাত রুয়েনরোয়েং (THA)  
   জ্যাক উইলি (PNG)          আমনাত রুয়েনরোয়েং (THA)  
   পুরেভদোর্জিন সেরডাম্বা (MGL)          পুরেভদোর্জিন সেরডাম্বা (MGL)  
   রোনাল্ড সেরুগো (UGA)        পুরেভদোর্জিন সেরডাম্বা (MGL)  
   কেলভিন ডে লা নিয়েভ (ESP)        লুই য়ানেজ (USA)  
   লুই য়ানেজ (USA) ১২          পুরেভদোর্জিন সেরডাম্বা (MGL) +৮
   জর্জি ছাইগায়েভ (UKR) ১৩          ইয়াম্পির হার্নান্ডেজ (CUB)
   দাভিদ আইরাপেটিয়ান (RUS) ১১        জর্জি ছাইগায়েভ (UKR)  
   ইয়াম্পির হার্নান্ডেজ (CUB) ১২        ইয়াম্পির হার্নান্ডেজ (CUB) ২১  
   শেরালি দোস্তিয়েভ (TJK)          ইয়াম্পির হার্নান্ডেজ (CUB) ২১  
   মান্যো প্ল্যাঞ্জ (GHA)          পাওলো কার্ভালহো (BRA)  
   হ্যারি টানামোর (PHI)        মান্যো প্ল্যাঞ্জ (GHA) ১২       
   রেডুয়ানে বুচটুক (MAR)        পাওলো কার্ভালহো (BRA) ২১       
   পাওলো কার্ভালহো (BRA) ১৩  

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা