২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্যাডমিন্টন - বাছাইপর্ব

চীনের বেইজিং-এঅনুষ্ঠিত ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মোট ১৭৩জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ১৬টি জুটি ডাবলসে, ৪১ জন পুরুষদের সিঙ্গলসে আর ৪৭জন মহিলাদের সিঙ্গলসে অংশ নেন।

যোগ্যতা নির্ণায়ক

সম্পাদনা

২০০৮ সালের ১লা মে তে প্রকাশিত বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের (BWF) ক্রমতালিকাই ছিল প্রধান যোগ্যতা নির্ণায়ক মাপকাঠি। এটি ডাবলসের জন্য ১৬টি জুটি ও সিঙ্গলসের জন্য ৩৮জন প্রতিযোগী বাছাই করে নিম্নলিখিত পদ্ধতিতে:

  • ক্রম ১-৪: খেলোয়াড়/জুটি পালাক্রমে নেওয়া হবে যদিনা, সংশ্লিষ্ট NOC-এর ইতোমধ্যেই ৩টি খেলোয়াড়/জুটি যোগ্যতা অর্জন করে থাকে।
  • ক্রম ৫-১৬: খেলোয়াড়/জুটি পালাক্রমে নেওয়া হবে যদিনা, সংশ্লিষ্ট NOC-এর ইতোমধ্যেই ২টি খেলোয়াড়/জুটি যোগ্যতা অর্জন করে থাকে।
  • ক্রম ১৭+: খেলোয়াড়/জুটি পালাক্রমে নেওয়া হবে যদিনা, সংশ্লিষ্ট NOC-এর ইতোমধ্যেই ১টি খেলোয়াড়/জুটি যোগ্যতা অর্জন করে থাকে।

প্রতিটি মহাদেশের অন্ততঃ একজন করে প্রতিযোগী যাতে প্রতিটি বিভাগে অংশগ্রহণ করতে পারে, তা নিশ্চিত করা হয়। যদি উপর্যুক্ত বাছাই পদ্ধতিতে তা সম্ভব না হয় তাহলে, সর্বোচ্চ ক্রমের প্রতিযোগী/জুটিকে বেছে নেওয়া হয়। যদি কোনো প্রতিযোগী/জুটিই ক্রমপর্যায়ে না থাকে, তাহলে সাম্প্রতিকতম মহাদেশীয় চ্যাম্পিয়নশিপজয়ীকে বেছে নেওয়া হয়।

আয়োজক দেশের (গণচীন) জন্য ২জন প্রতিযোগীর স্থান বরাদ্দ থাকে। দুয়ের বেশি প্রতিযোগী খেলাতে হলে বাকিদের যোগ্যতা নির্ণয়ের নিয়মাবলী অনুসারে যোগ্যতা অর্জন করতে হবে।

এছাড়াও প্রত্যেক সিঙ্গলসে দুটি করে আমন্ত্রণমূলক স্থান IOC ত্রিপাক্ষিক কমিশনের দ্বারা সংরক্ষিত থাকে।[১]

সংক্ষেপ

সম্পাদনা
NOC পুরুষদের
সিঙ্গলস
পুরুষদের
ডাবলস
মহিলাদের
সিঙ্গলস
মহিলাদের
ডাবলস
মিশ্র
ডাবলস
মোট
সংরক্ষিত আসন প্রতিযোগী
  আলজেরিয়া
  অস্ট্রেলিয়া
  বেলারুশ
  বুলগেরিয়া
  কানাডা
  চীন ১৩ ১৯
  চীনা তাইপেই
  চেক প্রজাতন্ত্র
  ডেনমার্ক ১০
  মিশর
  এস্তোনিয়া
  ফিনল্যান্ড
  ফ্রান্স
  জার্মানি
  গ্রেট ব্রিটেন
  গুয়াতেমালা
  হংকং
  আইসল্যান্ড
  ভারত
  ইন্দোনেশিয়া ১১
  ইরান
  আয়ারল্যান্ড
  ইতালি
  জাপান ১০
  লিথুয়ানিয়া
  মালয়েশিয়া
  মরিশাস
  মেক্সিকো
  নিউজিল্যান্ড
  নাইজেরিয়া
  পেরু
  পোল্যান্ড
  পর্তুগাল
  রাশিয়া
  সেশেলস
  সিঙ্গাপুর
  স্লোভেনিয়া
  স্লোভাকিয়া
  দক্ষিণ আফ্রিকা
  দক্ষিণ কোরিয়া ১৩
  স্পেন
  শ্রীলঙ্কা
  সুইডেন
  সুইজারল্যান্ড
  থাইল্যান্ড
  উগান্ডা
  ইউক্রেন
  মার্কিন যুক্তরাষ্ট্র
  ভিয়েতনাম
  জাম্বিয়া
মোট: ৫০টি NOC ৪১ ১৬ ৪৭ ১৬ ১৬ ১৩৬ ১৭৩

যোগ্যতা নির্ণায়ক

সম্পাদনা

গোলাপি রং দিয়ে বোঝানো হয়েছে যেসব খেলোয়াড় প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছেন।

পুরুষদের সিঙ্গলস

সম্পাদনা
নং ক্রম প্রতিযোগী NOC টিকা
লিন ড্যান   চীন
লি চোং উই   মালয়েশিয়া
বাও চুনলাই   চীন
চেন জিন   চীন
কেনেথ জোনাসেন   ডেনমার্ক
সোনি ডুই কুঙ্কোরো   ইন্দোনেশিয়া
তৌফিক হিদায়াত   ইন্দোনেশিয়া
পিটার গাডে   ডেনমার্ক
বুনসাক পনসানা   থাইল্যান্ড
১০ ১০ পার্ক সুং-হন   দক্ষিণ কোরিয়া
১১ ১১ লি হিউন-ইল   দক্ষিণ কোরিয়া
১২ ১৩ প্রেজমিস্ল ওয়াচা   পোল্যান্ড
১৩ ১৪ ওয়ং চুং হান   মালয়েশিয়া
১৪ ১৭ রোনাল্ড সুসিলো   সিঙ্গাপুর
১৫ ১৮ শোজি সাতো   জাপান
১৬ ২০ এনজি উই   হংকং
১৭ ৩০ মার্ক জুইব্লার   জার্মানি
১৮ ৩১ অ্যান্ড্রু স্মিথ   গ্রেট ব্রিটেন
১৯ ৩৩ অনুপ শ্রীধর   ভারত
২০ ৩৪ অ্যান্ড্রু ডাবেকা   কানাডা
২১ ৩৫ নগুয়েন তিয়েন মিন   ভিয়েতনাম
৩৬ এরিক প্যাং   নেদারল্যান্ডস [২]
২২ ৩৮ পিটার কৌকাল   চেক প্রজাতন্ত্র
২৩ ৪০ জন মুডি   নিউজিল্যান্ড
২৪ ৪৩ স্কট ইভানস   আয়ারল্যান্ড
২৫ ৪৭ পাবলো আবিয়ান   স্পেন
২৬ ৫২ শিয়ে য়ু-শিন   চীনা তাইপেই
২৭ ৫৪ ভিলে লাং   ফিনল্যান্ড
২৮ ৫৭ কেভিন কর্ডন   গুয়াতেমালা
২৯ ৫৮ কেস্টুটিস নাভিকাস   লিথুয়ানিয়া
৩০ ৫৯ আরউইন কেলহফার   ফ্রান্স
৩১ ৬০ স্টানিস্লাভ পুখভ   রাশিয়া
৩২ ৬৪ মার্কো ভাস্কনসেলোস   পর্তুগাল
৩৩ ৬৮ রাজু রাই   মার্কিন যুক্তরাষ্ট্র
৩৪ ৬৯ ভ্লাদিস্লাভ দ্রুজচেঙ্কো   ইউক্রেন
৩৫ ৭২ স্টুয়ার্ট গোমেজ   অস্ট্রেলিয়া
৭৯ জুর্গেন কচ   অস্ট্রিয়া
৮৩ ম্যাগনাস সালবার্গ   সুইডেন [৩]
৮৪ য়ুহান ট্যান   বেলজিয়াম [৪]
৩৬ ৮৬ নাবিল লাসমারি   আলজেরিয়া
৩৭ ৮৮ রাউল মাস্ট   এস্তোনিয়া
৩৮ ৯২ কাভে মেহরাবি   ইরান
৩৯ ৯৫ এডুইন একিরিং   উগান্ডা
৪০ ৯৯ ক্রিশ্চিয়ান বোসিগার   সুইজারল্যান্ড
৪১ ১২৯ এলি মাম্বে   জাম্বিয়া WC[৫]

মহিলাদের সিঙ্গলস

সম্পাদনা
নং ক্রম প্রতিযোগী NOC টিকা
Xie Xingfang   চীন
ঝ্যাং নিং   চীন
লু লান   চীন
ওয়াং চেন   হংকং
পি হঙ্গিয়ান   ফ্রান্স
টিন রাসমুসেন   ডেনমার্ক
জু হুয়াইওয়েন   জার্মানি
ঝৌ মি   হংকং [৬]
১০ ওয়ং মিউ চু   মালয়েশিয়া
১১ জুন জি-ইয়ুন   দক্ষিণ কোরিয়া
১০ ১২ ইপ পুই ইন   হংকং [৬]
১১ ১৩ জুলিয়ান শেঙ্ক   জার্মানি
১২ ১৪ ট্রেসি হাল্লাম   গ্রেট ব্রিটেন
১৩ ১৫ এরিকো হিরোসে   জাপান
১৪ ১৬ চেং শাও-চিয়েন   চীনা তাইপেই
১৫ ১৭ পেতিয়া নেডালচেভা   বুলগেরিয়া
১৮ ইয়াও জি   নেদারল্যান্ডস [৭]
১৬ ২৩ অ্যান রাইস   কানাডা
১৭ ২৪ মারিয়া ক্রিস্টিন ইয়ুলিয়ান্তি   ইন্দোনেশিয়া
১৮ ২৬ লারিসা গ্রিগা   ইউক্রেন
১৯ ২৭ এলা ডিয়েল   রাশিয়া
২০ ৩১ সাইনা নেহওয়াল   ভারত
২১ ৩২ সারা পার্সন   সুইডেন
২২ ৩৩ সালাকজিত পনসানা   থাইল্যান্ড
২৩ ৩৬ জিং আইং   সিঙ্গাপুর
২৪ ৪১ অনু নিয়েমিনেন   ফিনল্যান্ড
২৫ ৪২ অ্যাগনেস অ্যালেগ্রিনি   ইতালি
২৬ ৪৪ কেটি টোলমফ   এস্তোনিয়া
২৭ ৪৫ ক্লদিয়া রিভেরো   পেরু
২৮ ৪৭ জেনিন চিচোগনিনি   সুইজারল্যান্ড
৫০ র‌্যাচেল হিন্ডলে   নিউজিল্যান্ড [৮]
২৯ ৫১ ওলগা কোনোন   বেলারুশ
৫৫ সিমোন প্রুটস্চ   অস্ট্রিয়া
৩০ ৫৬ রাগ্না ইঙ্গোল্ফসডোটির   আইসল্যান্ড
৩১ ৫৯ আনা মৌরা   পর্তুগাল
৩২ ৬০ মাজা টার্ডি   স্লোভেনিয়া
৩৩ ৬৫ ইভা লি   মার্কিন যুক্তরাষ্ট্র
৩৪ ৬৯ ক্রিস্টিনা লুডিকোভা   চেক প্রজাতন্ত্র
৩৫ ৭৫ নগুয়েন নহুং লি নগোক   ভিয়েতনাম
৩৬ ৭৯ কোল ম্যাগি   আয়ারল্যান্ড
৩৭ ৮১ ইয়ুয়ানা মার্টিনেজ   স্পেন
৩৮ ৮২ কামিলা অগাস্টিন   পোল্যান্ড
৩৯ ৮৯ গ্রেস ড্যানিয়েল   নাইজেরিয়া
৯৫ হুয়াং চিয়া-চি   অস্ট্রেলিয়া [৯]
৪০ ১০০ এরিন ক্যারোল   অস্ট্রেলিয়া
৪১ ১০২ ক্যারেন ফু কুন   মরিশাস
৪২ ১০৭ থিলিনি জয়সিঙ্ঘে   শ্রীলঙ্কা
৪৩ ১১০ আকভিল স্তাপুসাইতিতে   লিথুয়ানিয়া
১১৬ নাতালি দেশঁ   বেলজিয়াম [৯]
৪৪ ১১৮ দেয়ানিরে অ্যাঙ্গুলো   মেক্সিকো
৪৫ ১১৯ ইভা স্লাদেকোভা   স্লোভাকিয়া
৪৬ ১৪২ হাদিয়া হোসনি   মিশর
৪৭ ১৪৬ কেরি-লি হ্যারিংটন   দক্ষিণ আফ্রিকা

পুরুষদের ডাবলস

সম্পাদনা
নং ক্রম খেলোয়াড় NOC টিকা
মার্কিস কিডো/হেন্ড্রা সেটিয়াওয়ান   ইন্দোনেশিয়া
ফু হাইফেং/কাই ইয়ুন   চীন
জুং জে-সুং/লি ইয়ং-ডে   দক্ষিণ কোরিয়া
চুং ট্যান ফুক/লি ওয়ান ওয়াহ   মালয়েশিয়া
কু কিয়েন কিট/ট্যান বুন হিওং   মালয়েশিয়া
লুলুক হাদিয়ান্তো/আলভেন্ট ইয়ুলিয়ান্তো   ইন্দোনেশিয়া
লার্স পাস্কি/জোনাস রাসমুসেন   ডেনমার্ক
গুও ঝেংডং/জি ঝংবো   চীন
১০ লি জে-জিন/হং জি-মান   দক্ষিণ কোরিয়া
১০ ১১ শুইচি সাকামোতো/শিনতারো ইকেদা   জাপান
১১ ১২ জেনস এরিকসেন/মার্টিন লুন্ডগার্ড হানসেন   ডেনমার্ক
১২ ১৪ তাদাশি ওতসুকা/কেইতা মাসুদা   জাপান
১৬ আলবার্টাস সুসান্তো জোতো/য়োহান হাদিকুসুমো উইরাতামা   হংকং [১০]
১৩ ১৮ মাইকেল লোগোজ/রবার্ট মাতেউসিয়াক   পোল্যান্ড
১৪ ২১ হাওয়ার্ড বাক/বব মালেথং   মার্কিন যুক্তরাষ্ট্র
১৫ ৪২ গ্লেন ওয়ার্ফে/রস স্মিথ   অস্ট্রেলিয়া
১৬ ৫৫ রোয়েল্ফ ডেডনাম/ক্রিস ডেডনাম   দক্ষিণ আফ্রিকা

মহিলাদের ডাবলস

সম্পাদনা
নং ক্রম প্রতিযোগী NOC টিকা
ইয়াং উই/ঝ্যাং জিওয়েন   চীন
ডু জিং/ইয়ু ইয়াং   চীন
ঝ্যাং ইয়াওয়েন/ওয়েই ইলি   চীন
লি কিয়োং-ওন/লি হিয়ো-জুং   দক্ষিণ কোরিয়া
চিয়েন য়ু চিন/চেং ওয়েন-সিং   চীনা তাইপেই
গেইল এমস/ডোনা কেলগ   গ্রেট ব্রিটেন
কুমিকো ওগুরা/রেইকো শিওটা   জাপান
মিয়ুকি মিডা/সাতোকো সুয়েতসুনা   জাপান
লিলিয়ানা নাসির/ভিটা মেরিসা   ইন্দোনেশিয়া
১০ ১০ ওয়ং পেই টাই/চিন এই হুই   মালয়েশিয়া
১১ ১১ জিয়াং ইয়ানমেই/লি য়ুজিয়া   সিঙ্গাপুর
১২ ১৩ লিনা ফ্রায়ার ক্রিস্টিয়ানসেন/ক্যামিলা রিটার জুল   ডেনমার্ক
১৩ ১৫ হা জুং-ইয়ুন/কিম মিন-জুং   দক্ষিণ কোরিয়া
১৪ ৩৬ ইভা লি/মেসিনী মাঙ্কালাকিরি   মার্কিন যুক্তরাষ্ট্র
১৫ ৪৯ তানিয়া লুইস/ইউজেনিয়া তানাকা   অস্ট্রেলিয়া
১৬ ৭৯ মিশেল ক্লেয়ার এডওয়ার্ডস/চ্যান্টাল বটস   দক্ষিণ আফ্রিকা

মিশ্র ডাবলস

সম্পাদনা
নং ক্রম প্রতিযোগী NOC টিকা
নোভা উইদিয়ান্তে/লিলিয়ানা নাসির   ইন্দোনেশিয়া
ঝেং বো/গাও লিং   চীন
ফ্ল্যান্ডি লিম্পেলে/ভিটা মারিসা   ইন্দোনেশিয়া
হি হানবিন/য়ু ইয়াং   চীন
ন্যাথান রবার্টসন/গেইল এমস   গ্রেট ব্রিটেন
সুকেত প্রাপাকমল/সরলি থুংথংকম   থাইল্যান্ড
অ্যান্টনি ক্লার্ক/ডোনা কেলগ   গ্রেট ব্রিটেন
থমাস লেবোর্ন/ক্যামিলা রিটার জুল   ডেনমার্ক
১০ লি ইয়ং-ডি/লি হিয়ো-জুং   দক্ষিণ কোরিয়া
১০ ১১ হান স্যাং-হুন/হং ইয়ু-মি   দক্ষিণ কোরিয়া
১১ ১২ রবার্ট মাতেউসিয়াক/নাদিয়েজদা কস্তিউকজাইক   পোল্যান্ড
১২ ১৩ ক্রিস্টফ হপ/ব্রিজিট ওভার্জিয়ার   জার্মানি
১৩ ১৪ হেন্ড্রি কুর্নিয়াওয়ান সপুত্র/লি য়ুজিয়া   সিঙ্গাপুর
২১ হাওয়ার্ড বাখ/ইভা লি   মার্কিন যুক্তরাষ্ট্র [১১]
১৪ ৩১ ক্রেগ কুপার/রেনি ফ্লাভেল   নিউজিল্যান্ড
১৫ ৪২ মাইক বেরেস/ভ্যালেরি লকার   কানাডা
১৬ ৭৫ জর্জি কিউপিডন/জুলিয়েট আহ-ওয়ান   সেশেলস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বেইজিং ২০০৮-এর জন্য অলিম্পিকে যোগ্যতানির্ণায়ক নিয়মাবলী[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. ডাচ অলিম্পিক কমিটির যোগ্যতা নির্ণায়ক শক্ত নিয়মের জন্য এরিক প্যাংকে নাম তুলে নিতে বাধ্য হন [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জুলাই ২০০৮ তারিখে
  3. সুইডিশ অলিম্পিক কাউন্সিলের সাথে বৈঠকের পর অজ্ঞাত কারণবশতঃ ম্যাগনাস সালবার্গ নাম প্রত্যাহার করেন [২] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জুলাই ২০০৮ তারিখে
  4. ৭ই জুলাই, ২০০৮-এর হিসাব অনুযায়ী অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসের তালিকা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] থেকে অপসারিত।
  5. "Zambia's top badminton player gets Beijing Olympic berth"। Xinhuanet। ২০০৮-০৬-১৯। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-২১ 
  6. যোগ্যতা নির্ণায়ক নিয়মাবলীর ৩.৩.৩ ধারা অনুযায়ী হংকং মহিলাদের সিঙ্গলসের শীর্ষ স্থানীয় ৩জন খেলোয়াড়ের মধ্যে যে কোনো দুজনকে বাছাই করতে পারত। কিন্তু ঝৌয়ের হংকং পাসপোর্ট ছিল না, উপরন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাঁকে হংকংয়ের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোনো বিশেষ ছাড় দেয়নি।[৩] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ এপ্রিল ২০০৮ তারিখে ফলে, হংকং-এর শুধুমাত্র দুটি যোগ্যতাঅর্জনকারী স্থানের জন্য ওয়াং ও ইপকে বাছাই করা হয়।
  7. "Olympics - Dream Shattered For Yao Jie"। Badzine.info। ২০০৮-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-১৬ 
  8. ৫ই জুন ২০০৮-এ যখন র‌্যাচেল নিউজিল্যান্ডের যোগ্যতা নির্ণায়ক মানে (অলিম্পিকে শেষ ১৬তে যাবার সম্ভাবনা প্রদর্শন) পৌঁছাতে ব্যর্থ হন, তখন নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি সরকারিভাবে বেজিং অলিম্পিকে র‌্যাচেল হিন্ডলের অংশগ্রহণ নাকচ করে দেয়। ফলে নিউজিল্যান্ড অলিম্পিকে মহিলা সিঙ্গলসে কোনো প্রতিনিধি পাঠায়নি। [৪]
  9. অলিম্পিকে মহিলাদের সিঙ্গলস তালিকা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] থেকে ৩০শে জুন, ২০০৮ তারিখে অপসারিত।
  10. ১৫ইজুন, ২০০৮-এর হিসাব অনুযায়ী অলিম্পিকে পুরুষদের ডাবলসের তালিকা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] থেকে অপসারিত।
  11. অলিম্পিকে মিশ্র ডাবলসের তালিকা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] থেকে ১৫ই জুন, ২০০৮-এর হিসাব অনুযায়ী অপসৃত।

বহিঃসংযোগ

সম্পাদনা