২০০১ নন্দীগ্রাম গণধর্ষণ
২০০১ নন্দীগ্রাম গণধর্ষণ দ্বারা ২০০১ সালের ২৯ অক্টোবর বাংলাদেশের বগুড়া জেলার নন্দীগ্রামে সংঘটিত দুই গৃহবধূর অপহরণ ও গণধর্ষণের ঘটনাকে নির্দেশ করা হয়।
তারিখ | ২৯ অক্টোবর ২০০১ |
---|---|
সময় | রাত ১২:০০ |
অবস্থান | নন্দীগ্রাম, বগুড়া, বাংলাদেশ |
ফলাফল | দোষী ব্যক্তিদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় |
আহত | ২ |
সাব্যস্ত | সোলায়মান আলী আইনাল হক মহির উদ্দিন মোজাহার আলী |
রায় | দোষী |
দণ্ডাজ্ঞা | গণধর্ষণ, অপহরণ |
ঘটনা
সম্পাদনা২০০১ সালের ২৯ অক্টোবর বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় এক গৃহবধূ ননদের বাড়িতে বেড়াতে আসেন। রাত ১২টার দিকে ঐ গ্রামের সোলায়মান আলী (৪৯), আইনাল হক (৪৮), মহির উদ্দিন (৪৭) ও মোজাহার আলী (৪৮) ননদ-ভাবিকে বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে[১]।
বিচার
সম্পাদনা২০১৬ সালের ১৯ জুন ননদ-ভাবিকে গণধর্ষণের দায়ে আদালত উক্ত চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করে[১]। এছাড়া নির্যাতিত দুই নারীকে অপহরণের দায়ে ওই চারজনের ১৪ বছর করে কারাদণ্ড, ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়[১]।