১৯(১)(এ)

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালম ভাষার চলচ্চিত্র

১৯(১)(এ) হলো ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালম ভাষার নাটকীয় চলচ্চিত্র যা রচিত ও পরিচালনা করেছেন ইধু ভিএস (এই চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে পরিচালনায় অভিষেক) এবং ছবিটি প্রযোজনা করেছেন আন্তো জোসেফ ও নীতা পিন্টো। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিত্যা মেনন, বিজয় সেতুপতি ও ইন্দ্রজিৎ সুকুমারন। [] মার্কনি মাথাই চলচ্চিত্রের পর বিজয় সেতুপতির এটি দ্বিতীয় মালায়ালাম চলচ্চিত্র। [] ২০২২ সালের ২৯ জুলাই ছবিটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার-এ মুক্তি পায়।

১৯(১)(এ)
ডিজনি+হটস্টারে মুক্তির পোস্টার
পরিচালকইধু ভিএস
প্রযোজকআন্তো জোসেফ
নীতা পিন্টো
রচয়িতাইধু ভিএস
শ্রেষ্ঠাংশে[[[নিত্যা মেনন]]
বিজয় সেতুপতি
ইন্দ্রজিৎ সুকুমারন।
ইন্দ্রান
সুরকারগোবিন্দ বসন্ত
চিত্রগ্রাহকমনেশ মাধবন
পরিবেশকআন্তো জোসেফ ফিল্ম কোম্পানি
আন্তো মেগা মিডিয়া
মুক্তি
  • ২৯ জুলাই ২০২২ (2022-07-29)
স্থিতিকাল১০৮ মিনিট
দেশভারত
ভাষামালয়ালম

অভিনয়ে

সম্পাদনা
  • নিত্যা মেনন – পেনকুট্টি
  • বিজয় সেতুপতি = গৌরী শঙ্কর
  • ইন্দ্রজিৎ সুকুমারন – আনন্দ []
  • ইন্দ্রান – মোহনন একজন পুলিশ অফিসার
  • শ্রীকান্ত মুরালি – গঙ্গেটান
  • ভগত মানুয়েল – সখাভু
  • দীপক পরম্বল – ইসমাইল পুলিশ অফিসার
  • অথুল্যা আশাদাম – ফাতিমা
  • শ্রীলক্ষ্মী – সরোজিনী, গৌরী শঙ্করের বোন
  • আর্য কে সেলিম – জেনি ফিলিপ
  • অভিষেক রবীন্দ্রন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Vijay Sethupathi, Nithya Menen to star in Malayalam film 19(1)(a)"The News Minute। ৪ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১ 
  2. "Vijay Sethupathi to play a writer in 19(1)(a)"The Times of India। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১ 
  3. "Indrajith Sukumaran starts shooting for 19(1)(a)"The News Minute। ১২ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১