১৯৯৬ শীতকালীন এশিয়ান গেমস

১৯৯৬ শীতকালীন এশিয়ান গেমস (অফিসিয়ালিভাবে ৩য় শীতকালীন এশিয়ান গেমস বা ৩য় শীতকালীন এশিয়াড নামে পরিচিত) হল একটি আন্তর্জাতিক বহু ক্রীড়া প্রতিযোগিতা যা ১৯৯৬ সালের ৪ - ১১ ফেব্রুয়ারি চীনের হারপিন শহরে অনুষ্ঠিত হয়।[১]

৩য় শীতকালীন এশিয়ান গেমস
অংশগ্রহণকারী জাতিসমূহ১৭
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ৪৫৩
বিষয়সমূহ৪৩ টি বিষয় ৮ টি ক্রীড়া
উদ্বোধনী অনুষ্ঠান৪ ফেব্রুয়ারি
সমাপ্তি অনুষ্ঠান১১ ফেব্রুয়ারি

ক্রীড়াসমূহ সম্পাদনা

১৯৯৬ শীতকালীন গেমসে ৫ টি ক্রীড়া ৮ টি বিভাগে ৪৩ টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নমুনা প্রদর্শিত ক্রীড়া

অংশগ্রহণকারী দেশসমূহ সম্পাদনা

পদক তালিকা সম্পাদনা

      স্বাগতিক দেশ

  চীন (CHN) ১৫ ১৫ ৩৭
  কাজাখস্তান (KAZ) ১৪ ৩১
  জাপান (JPN) ১৪ ১০ ৩২
  দক্ষিণ কোরিয়া (KOR) ১০ ২৬
  উজবেকিস্তান (UZB)
মোট ৪৫ ৪১ ৪২ ১২৮

তথ্যসূত্র সম্পাদনা

  1. "World of Chinese Stamps and Philatelic Items"। ১৩ ডিসেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬