১৯৯৬–৯৭ সন্তোষ ট্রফি
১৯৯৬–৯৭ সন্তোষ ট্রফি, স্পনসরশিপের কারণে ভারত পেট্রোলিয়াম সন্তোষ ট্রফি নামেও পরিচিত, এটি ছিল সন্তোষ ট্রফির ৫৩তম সংস্করণ আসর, ভারতে ফুটবলের প্রধান রাজ্য প্রতিযোগিতা। এটি ১৯৯৭ সালের ৮ থেকে ১৯ জানুয়ারি মধ্যপ্রদেশের জবলপুরে অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালে, আগের সংস্করণের ফাইনালের পুনরাবৃত্তিতে বাংলা গোয়াকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেন।[১]
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ | |
---|---|
বিবরণ | |
দেশ | ভারত |
তারিখ | ৮–১৯ জানুয়ারি, ১৯৯৭ |
দল | ৮ |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | বাংলা (২৭তম শিরোপা) |
রানার-আপ | গোয়া |
পরিসংখ্যান | |
শীর্ষ গোলদাতা | অ্যাড্রিয়ান ডায়াস (৪) রমন বিজয়ন (৪) |
সেরা খেলোয়াড় | রমন বিজয়ন (বাংলা) |
গ্রুপ পর্ব
সম্পাদনাগ্রুপ এ
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | কেরালা | ৩ | ২ | ১ | ০ | ৬ | ০ | +৬ | ৭ | সেমি-ফাইনালে অগ্রসর |
২ | বাংলা | ৩ | ২ | ০ | ১ | ৪ | ১ | +৩ | ৬ | |
৩ | কর্ণাটক | ৩ | ১ | ১ | ১ | ২ | ৬ | −৪ | ৪ | |
৪ | সার্ভিসেস | ৩ | ০ | ১ | ২ | ১ | ৬ | −৫ | ১ |
অজানা তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ইন্ডিয়ানফুটবল.ডিই
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোল করা; ৪) হেড-টু-হেড ফলাফল।
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোল করা; ৪) হেড-টু-হেড ফলাফল।
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মহারাষ্ট্র | ৩ | ২ | ১ | ০ | ৫ | ০ | +৫ | ৭ | সেমি-ফাইনালে অগ্রসর |
২ | গোয়া | ৩ | ২ | ১ | ০ | ৫ | ১ | +৪ | ৭ | |
৩ | পাঞ্জাব | ৩ | ১ | ০ | ২ | ১ | ৪ | −৩ | ৩ | |
৪ | দিল্লি | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৭ | −৬ | ০ |
অজানা তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ইন্ডিয়ানফুটবল.ডিই
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোল করা; ৪) হেড-টু-হেড ফলাফল।
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোল করা; ৪) হেড-টু-হেড ফলাফল।
মহারাষ্ট্র | ১–০ | পাঞ্জাব |
---|---|---|
অগাস্টো ডি'সিলভা ৯০' | প্রতিবেদন |
মহারাষ্ট্র | পরিত্যক্ত | গোয়া |
---|---|---|
প্রতিবেদন |
রেফারি: মোহাম্মদ বশির
নকআউট পর্ব
সম্পাদনাসেমি-ফাইনাল
সম্পাদনাবাংলা | ১–০ (অ.স.প.) | মহারাষ্ট্র |
---|---|---|
রমন বিজয়ন ১০২' (পে.) | প্রতিবেদন |
রেফারি: গুলাব সিং চৌহান (গুজরাত)
ফাইনাল
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Saxena, Siddharth (২০ জানুয়ারি ১৯৯৭)। "Bengal retain Santosh Trophy"। The Indian Express। ২২ এপ্রিল ১৯৯৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- "৫৩তম সন্তোষ ট্রফি ১৯৯৭"। indianfootball.de। ৭ নভেম্বর ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।