১৯৯১–৯২ সন্তোষ ট্রফি

১৯৯১–৯২ সন্তোষ ট্রফি ছিল সন্তোষ ট্রফির ৪৮তম সংস্করণ আসর, ভারতে ফুটবলের প্রধান রাজ্য প্রতিযোগিতা। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অনুষ্ঠিত হয়। ফাইনালে কেরালা গোয়াকে ৩–০ গোলের ব্যবধানে হারিয়েছেন। এটি কেরালার জন্য দ্বিতীয় শিরোপা যা আগের চার বছরে টানা ফাইনালে হেরেছিল।

১৯৯১–৯২ সন্তোষ ট্রফি
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
বিবরণ
দেশ
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নকেরালা (২য় শিরোপা)
রানার-আপগোয়া
পরিসংখ্যান
সেরা খেলোয়াড়হ্যামিল্টন ববি (তামিলনাড়ু)

কোয়ার্টার-ফাইনাল

সম্পাদনা

গ্রুপ ১

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
তামিলনাড়ু +২ সেমি-ফাইনালে উত্তীর্ণ
মহারাষ্ট্র +১
আসাম −৩
উৎস: ইন্ডিয়ান এক্সপ্রেস
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোল করা;
মহারাষ্ট্র১–০তামিলনাড়ু
  • মনসুর আরফিস   ৭৫'
প্রতিবেদন
তামিলনাড়ু৪–২আসাম
  • অমলরাজ   ৫৫'৮৫'
  • মুকুন্দন   ৬৩'
  • অশোক কুমার   ৭০'
প্রতিবেদন
  • জগৎ রাভা   ?'?'

গ্রুপ ২

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
কেরালা +৯ সেমি-ফাইনালে উত্তীর্ণ
নাগাল্যান্ড −২
হরিয়ানা −৭
উৎস: ইন্ডিয়ান এক্সপ্রেস
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোল করা;
কেরালা৫–০নাগাল্যান্ড
প্রতিবেদন
নাগাল্যান্ড৪–১হরিয়ানা
  • আজিক   ৩৬'
  • কেহোতো   ৪২'
  • টেকা   ৪৫'
  • সেন্টি   ?'
প্রতিবেদন
  • রাকেশ শর্মা   ?'
কেরালা৪–০হরিয়ানা
  • হর্ষণ   ৪০'৪৬'
  • রাজীব   ৫৯'?'
প্রতিবেদন

গ্রুপ ৩

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
গোয়া +১ সেমি-ফাইনালে উত্তীর্ণ
পাঞ্জাব
দিল্লি −১
উৎস: ইন্ডিয়ান এক্সপ্রেস
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোল করা;
গোয়া২–১দিল্লি
  • লরেনকো গোমেজ   ৫৫'
  • টমাস খুশবু   ৯০'
প্রতিবেদন
  • বিক্রমজিৎ   ৭০'

গ্রুপ ৪

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
বাংলা +২ সেমি-ফাইনালে উত্তীর্ণ
রেলওয়েজ
কর্ণাটক
উৎস: ইন্ডিয়ান এক্সপ্রেস
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোল করা;

সেমি–ফাইনাল

সম্পাদনা
গোয়া০–০ (অ.স.প.)তামিলনাড়ু
প্রতিবেদন
পেনাল্টি
৪–২

কেরালা০–০ (অ.স.প.)বাংলা
প্রতিবেদন
পেনাল্টি
  • জিজু জ্যাকব  
  • থোবিয়াস  
  • অজিতকুমার  
  • পি এস অসীম  
  • কে ভি শিবদাসন  
৪–৩

আই এম বিজয়নের পঞ্চম পেনাল্টি বাঁচানোর পর কেরালার গোলরক্ষক শিবদাসন কেরালার হয়ে ফাইনাল কিক থেকে গোল করেন।

ফাইনাল

সম্পাদনা

ফাইনালের একদিন আগে গোয়ার গোলরক্ষক ব্রহ্মানন্দ শঙ্খওয়ালকরের ভাই মারা যান। ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

কেরালা৩–০গোয়া
  • রাজীব   ৪৩'
  • পি এস আশিম   ৬৬'৮৮'
প্রতিবেদন
রেফারি: সাগর সেন; কান্থরাজন ও আরডি সো (লাইনসম্যান)

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা