১৯৮৬ পুরুষ হকি বিশ্বকাপ
১৯৮৬ পুরুষ হকি বিশ্বকাপ হল আন্তর্জাতিক হকি ফেডারেশন পরিচালিত পুরুষ হকি বিশ্বকাপের ষষ্ঠ আসর যা ৪ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ইংল্যান্ডের লন্ডন শহরে অনুষ্ঠিত হয়েছিল। এই আসরে অস্ট্রেলিয়া বিজয়ী হয়েছিল, যারা ফাইনাল ২-১ ফলাফলে ইংল্যান্ডকে পরাজিত করেছিল।[১]
প্রতিযোগিতার বিস্তারিত | |||
---|---|---|---|
স্বাগতিক দেশ | ইংল্যান্ড | ||
শহর | লন্ডন | ||
তারিখ | ৪–১৯ অক্টোবর ১৯৮৬ | ||
দল | ১১ | ||
মাঠ | উইলেসডেন স্পোর্টস সেন্টার | ||
শীর্ষ তিনটি দল | |||
চ্যাম্পিয়ন | অস্ট্রেলিয়া (১ম শিরোপা) | ||
রানার-আপ | ইংল্যান্ড | ||
তৃতীয় স্থান | পশ্চিম জার্মানি | ||
প্রতিযোগিতার পরিসংখ্যান | |||
ম্যাচ সংখ্যা | ৪২ | ||
গোল সংখ্যা | ১৪৬ (ম্যাচ প্রতি ৩.৪৮টি) | ||
শীর্ষ গোলদাতা | রিক চার্লসওয়ার্থ (৭ গোল) | ||
সেরা খেলোয়াড় | মহম্মদ শহীদ | ||
|
গ্রুপ পর্ব
সম্পাদনাগ্রুপ এ
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | ENG | URS | NED | ARG | PAK | NZL | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ইংল্যান্ড (H) | ৫ | ৪ | ০ | ১ | ৯ | ৪ | +৫ | ৮ | সেমি-ফাইনাল | — | ১–০ | ২–১ | ||||
২ | সোভিয়েত ইউনিয়ন | ৫ | ৪ | ০ | ১ | ৬ | ১ | +৫ | ৮ | ১–০ | — | ১–০ | |||||
৩ | নেদারল্যান্ডস | ৫ | ৪ | ০ | ১ | ৫ | ২ | +৩ | ৮ | ৫ম-৮ম নির্ধারক | ১–০ | — | ১–০ | ১–০ | |||
৪ | আর্জেন্টিনা | ৫ | ১ | ১ | ৩ | ৫ | ৭ | −২ | ৩ | ০–২ | — | ||||||
৫ | পাকিস্তান | ৫ | ১ | ০ | ৪ | ৮ | ১৩ | −৫ | ২ | ৯ম-১২শ নির্ধারক | ১–৩ | ০–২ | ১–২ | ১–৩ | — | ||
৬ | নিউজিল্যান্ড | ৫ | ০ | ১ | ৪ | ৫ | ১১ | −৬ | ১ | ১–৩ | ১–১ | ৩–৫ | — |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) মোট স্বপক্ষে গোল; ৪) হেড-টু-হেড ফলাফল।[২]
(H) স্বাগতিক।
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | AUS | FRG | POL | ESP | IND | CAN | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | অস্ট্রেলিয়া | ৫ | ৪ | ১ | ০ | ২৪ | ৬ | +১৮ | ৯ | সেমি-ফাইনাল | — | ২–২ | ৪–২ | ৬–০ | ৬–২ | ||
২ | পশ্চিম জার্মানি | ৫ | ২ | ৩ | ০ | ৯ | ৪ | +৫ | ৭ | — | ২–০ | ||||||
৩ | পোল্যান্ড | ৫ | ২ | ১ | ২ | ৮ | ৯ | −১ | ৫ | ৫ম-৮ম নির্ধারক | ০–৩ | — | ১–০ | ||||
৪ | স্পেন | ৫ | ২ | ১ | ২ | ৭ | ১৩ | −৬ | ৫ | ০–০ | ২–৫ | — | |||||
৫ | ভারত | ৫ | ১ | ১ | ৩ | ৫ | ১১ | −৬ | ৩ | ৯ম-১২শ নির্ধারক | ০–৬ | ২–২ | ১–২ | — | ০–২ | ||
৬ | কানাডা | ৫ | ০ | ১ | ৪ | ৩ | ১৩ | −১০ | ১ | ০–০ | ১–৩ | — |
৯ম-১২শ স্থান নির্ধারক
সম্পাদনাক্রসওভার | ৯ম স্থান নির্ধারক | ||||||
১৬ অক্টোবর ১৯৮৬ | |||||||
পাকিস্তান | ১ | ||||||
কানাডা | ২ | ||||||
১৭ অক্টোবর ১৯৮৬ | |||||||
কানাডা | ১ | ||||||
নিউজিল্যান্ড | ২ | ||||||
১১শ স্থান নির্ধারক | |||||||
১৬ অক্টোবর ১৯৮৬ | ১৭ অক্টোবর ১৯৮৬ | ||||||
ভারত | ১ | পাকিস্তান (অ.স.প.) | ৩ | ||||
নিউজিল্যান্ড | ২ | ভারত | ২ |
১১শ স্থান নির্ধারক
সম্পাদনা
|
৯ম স্থান নির্ধারক
সম্পাদনা
|
৫ম-৮ম নির্ধারক পর্ব
সম্পাদনাক্রসওভার | ৫ম স্থান নির্ধারক | ||||||
১৭ অক্টোবর ১৯৮৬ | |||||||
নেদারল্যান্ডস | ১ | ||||||
স্পেন | ৪ | ||||||
১৯ অক্টোবর ১৯৮৬ | |||||||
স্পেন | ৩ | ||||||
আর্জেন্টিনা | ২ | ||||||
৭ম স্থান নির্ধারক | |||||||
১৬ অক্টোবর ১৯৮৬ | ১৮ অক্টোবর ১৯৮৬ | ||||||
পোল্যান্ড | ০ | নেদারল্যান্ডস | ৭ | ||||
আর্জেন্টিনা | ১ | পোল্যান্ড | ২ |
৭ম স্থান নির্ধারক
সম্পাদনা
|
৫ম স্থান নির্ধারক
সম্পাদনা
|
নক-আউট পর্ব
সম্পাদনাসেমি-ফাইনাল | ফাইনাল | ||||||
১৮ অক্টোবর ১৯৮৬ | |||||||
ইংল্যান্ড (অ.স.প.) | ৩ | ||||||
পশ্চিম জার্মানি | ২ | ||||||
১৯ অক্টোবর ১৯৮৬ | |||||||
ইংল্যান্ড | ১ | ||||||
অস্ট্রেলিয়া | ২ | ||||||
তৃতীয় স্থান নির্ধারণী | |||||||
১৮ অক্টোবর ১৯৮৬ | ১৯ অক্টোবর ১৯৮৬ | ||||||
অস্ট্রেলিয়া | ৫ | পশ্চিম জার্মানি (অ.স.প.) | ৩ | ||||
সোভিয়েত ইউনিয়ন | ০ | সোভিয়েত ইউনিয়ন | ২ |
৩য় স্থান নির্ধারক
সম্পাদনা
|
ফাইনাল
সম্পাদনা
|
অস্ট্রেলিয়া
নীল স্নোডেন, জন বিস্টল, ক্রেগ ডেভিস, ডেভিড বেল (অধিনায়ক), ওয়ারেন বার্মিংহাম, ট্রেভা কিং, গ্র্যান্ট মিটন (পরিবর্ত: ডিন ইভান্স), কলিন ব্যাচ, টেরি ওয়ালশ, রিক চার্লসওয়ার্থ, নীল হাউগুড (পরিবর্ত: পিটার হ্যাসেলহার্স্ট)
ইংল্যান্ড
ইয়ান টেলর, ডেভিড ফকনার, পল বারবার, জন পটার, রিচার্ড ডডস (অধিনায়ক), মার্টিন গ্রিমলে, স্টিফেন ব্যাচেলর (পরিবর্ত: কুলবীর ভাউরা), রিচার্ড লেমান (পরিবর্ত: জন শ), সিন কার্লি, নরম্যান হিউজ, ইমরান শেরওয়ানি
১৯৮৬ হকি বিশ্বকাপ বিজয়ী |
---|
অস্ট্রেলিয়া প্রথম শিরোপা |
পরিসংখ্যান
সম্পাদনাঅন্তিম অবস্থান
সম্পাদনাফিল্ড হকিতে পরিসংখ্যানের হিসাবে অতিরিক্ত সময়ে যাওয়া এবং পেনাল্টি শুট-আউটে যাওয়া খেলাগুলিকে ড্র হিসেবে চিহ্নিত করা হয়।
অব | গ্রুপ | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | অন্তিম অবস্থান |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বি | অস্ট্রেলিয়া | ৭ | ৬ | ১ | ০ | ৩১ | ৭ | +২৪ | ১৩ | স্বর্ণপদক | |
এ | ইংল্যান্ড | ৭ | ৫ | ০ | ২ | ১৩ | ৮ | +৫ | ১০ | রৌপ্যপদক | |
বি | পশ্চিম জার্মানি | ৭ | ৩ | ৩ | ১ | ১৪ | ৯ | +৫ | ৯ | ব্রোঞ্জপদক | |
৪ | এ | সোভিয়েত ইউনিয়ন | ৭ | ৪ | ০ | ৩ | ৮ | ৯ | −১ | ৮ | চতুর্থ স্থান |
৫ | বি | স্পেন | ৭ | ৪ | ১ | ২ | ১৪ | ১৬ | −২ | ৯ | গ্রুপ পর্বে বিদায় |
৬ | এ | আর্জেন্টিনা | ৭ | ২ | ১ | ৪ | ৮ | ১০ | −২ | ৫ | |
৭ | এ | নেদারল্যান্ডস | ৭ | ৫ | ০ | ২ | ১৩ | ৮ | +৫ | ১০ | |
৮ | বি | পোল্যান্ড | ৭ | ২ | ১ | ৪ | ১০ | ১৭ | −৭ | ৫ | |
৯ | এ | নিউজিল্যান্ড | ৭ | ২ | ১ | ৪ | ৯ | ১৩ | −৪ | ৫ | |
১০ | বি | কানাডা | ৭ | ১ | ১ | ৫ | ৬ | ১৬ | −১০ | ৩ | |
১১ | এ | পাকিস্তান | ৭ | ২ | ০ | ৫ | ১২ | ১৭ | −৫ | ৪ | |
১২ | বি | ভারত | ৭ | ১ | ১ | ৫ | ৮ | ১৬ | −৮ | ৩ |
সর্বোচ্চ গোলদাতা
সম্পাদনাএই প্রতিযোগিতায় ৪২টি ম্যাচে ১৪৬টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৩.৪৮টি গোল।
৭টি গোল
৫টি গোল
৪টি গোল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Sydney Friskin (২০ অক্টো ১৯৮৬)। "England's final push ends in gallant failure"। The Times। London, England।
- ↑ ক খ Regulations