১৯৪৪–৪৫ সন্তোষ ট্রফি

১৯৪৪–৪৫ সন্তোষ ট্রফি হল সন্তোষ ট্রফির দ্বিতীয় সংস্করণ, ভারতের ফুটবলের প্রধান রাজ্য প্রতিনিধিত্বকারী ফুটবল দলের জন্য প্রধান প্রতিযোগিতা। দুই বছর বিরতির পর ১৯৪৪ সালে এটি পুনরায় চালু করা হয়। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাকে হারিয়ে দিল্লি।[১]

১৯৪৪–৪৫ সন্তোষ ট্রফি
২য় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
দেশ ভারত
চ্যাম্পিয়নদিল্লি (১ম শিরোপা)
রানার্স-আপবাংলা

আগের টুর্নামেন্টের মতো এবারও আঞ্চলিক ম্যাচগুলো ভারত জুড়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক পর্যায়ের ম্যাচ সম্পাদনা

যুক্তপ্রদেশ৫–৩বিহার
কানপুর
দিল্লি৩–২যুক্তপ্রদেশ
নয়াদিল্লি
হায়দ্রাবাদ৪–২মাদ্রাজ
  • জন জোসেফ  
  • জয়রামন  
সুলিভান স্পোর্টস গ্রাউন্ড, ব্যাঙ্গালোর
মহীশূর২–১ (অ.স.প.)হায়দ্রাবাদ
সুলিভান স্পোর্টস গ্রাউন্ড, ব্যাঙ্গালোর

অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন রমন। এটি ছিল দক্ষিণ জোনের ফাইনাল এবং মহীশূর জাতীয় সেমি-ফাইনালে বাংলার মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করেছিল। ম্যাচে বিশ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

বাংলা২–০ঢাকা
  • বিমল কর    
ঢাকা

সেমি-ফাইনাল সম্পাদনা

আগের সূচি অনুযায়ী ১৬ নভেম্বর ক্যালকাটায় মহীশূর-বাংলা সেমি-ফাইনাল এবং ২১ সেপ্টেম্বর দিল্লিতে ফাইনাল হওয়ার কথা ছিল।[৭] মহীশূর ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছিল এবং সেমি-ফাইনালটি ২৮ শে সেপ্টেম্বর এবং ফাইনালটি ১ অক্টোবরে স্থগিত করা হয়েছিল।[৮] মহীশূর আবার নতুন তারিখে হাজির হয়ে ১০ দিনের জন্য স্থগিত করতে বলেছিলেন। বাংলাকে ওয়াকওভার দেওয়া হয়েছিল।[৯]

ফাইনাল সম্পাদনা

দলীয় সদস্য সম্পাদনা

  • হায়দ্রাবাদ : ফেরাইয়া; ফ্রুভাল (অধিনায়ক)[১০] এবং শের খান; মুহাম্মদ নূর, শায়খজামাল ও হাদী; মোহাম্মদআলী, সৈয়দ হাফিজালী, শামশিদ খান, সুসে এবং খাজা মঈন[৪]
  • মাদ্রাজ : হুসাইন; রামমোহন রাও ও রাঙ্গা রাও; মুরুগেসান, কোঠান্দান এবং পল; আপ্পালমূর্তি, জয়রামন, জন জোসেফ, নারায়ণ এবং আয়াদুরাই [৪]
  • মহীশূর : বাশা, রজার্স, জয়রাম, হেন্ডারসন, মহিউদ্দিন, শান্মুগম, করিম, টমকিন্স, সোমান্না, ডানকান, রমন, নানজুনদা, অ্যান্টনি, বশির, চিন্নাস্বামী[১১]

১৯৪৫-৪৬-এর প্রতিবেদনে হায়দরাবাদের গোলরক্ষকের নাম 'ইরিয়া' হিসেবে দেখা যায়। হায়দরাবাদ ফরোয়ার্ডের জন্য 'সুসে', 'সুসে' এবং 'সুসাই' বানান ব্যবহার করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. RSSSF
  2. U.P. beat Bihar, Indian Express, 22 August 1944
  3. Inter-Provincial Football Tournament, Indian Express, 25 August 1944
  4. Hyderabad beat Madras, Indian Express, 29 August 1944
  5. Mysore enters semifinal, Indian Express, 31 August 1944
  6. Bengal beat Dacca, Indian Express, 28 August 1944
  7. Venues for Semi-final And Final, Indian Express, 11 September 1945
  8. Santosh Memorial Trophy, Indian Express, 23 September 1944
  9. Mysore team scratched, Indian Express, 29 September 1944
  10. Biswas, Sudipto (১ নভেম্বর ২০১৯)। "Hyderabad Football: Retracing the city's rich legacy in the sport"khelnow.com। Khel Now। ১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২২ 
  11. Inter-Provincial football tourney, Indian Express, 25 August 1944

{