১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত

ভারত থেকে প্রথম বারের মত একাধিক প্রতিযোগী ১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে একাধিক বিভাগে অংশগ্রহণ করে। এর আগে ১৯০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত থেকে মাত্র একজন প্রতিনিধি অংশগ্রহণ করেছিল।

১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে
ভারত
British Raj Red Ensign.svg
ভারতের পতাকা
আইওসি কোডIND
এনওসিভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন
ওয়েবসাইটwww.olympic.ind.in
আন্টভের্প
প্রতিযোগী২টি ক্রীড়ায় ৫ জন
পতাকা বাহকপূর্মা ব্যানার্জি
পদক
স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
মোট
গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ (সারাংশ)

প্রতিযোগীসম্পাদনা

ক্রীড়া পুরুষ মহিলা বিভাগ
অ্যাথলেটিকস্‌
কুস্তি

Athletics pictogram.svg অ্যাথলেটিকস্‌সম্পাদনা

১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্রিটিশ ভারত থেকে অ্যাথলেটিকসে পুরোপুরি ভারতীয়দের নিয়ে তৈরী একটি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগী বিভাগ হিট কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল
সময় স্থান সময় স্থান সময় স্থান সময় স্থান
পূর্ণ বন্দ্যোপাধ্যায়[১] পুরুষদের ১০০ মিটার দৌড় ? অগ্রসর হতে পারেননি
পুরুষদের ৪০০ মিটার দৌড় ৫৩.১ অগ্রসর হতে পারেননি
ফাদেপ্পা চাউগুলে[২] পুরুষদের ১০০০০ মিটার দৌড় প্রযোজ্য নয় শেষ করতে পারেননি অগ্রসর হতে পারেননি
পুরুষদের ম্যারাথন প্রযোজ্য নয় ২:৫০:৪৫.৪ ১৯
সদাশিব দাতার[৩] পুরুষদের ম্যারাথন প্রযোজ্য নয় শেষ করতে পারেননি

Wrestling pictogram.svg কুস্তিসম্পাদনা

১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্রিটিশ ভারত থেকে কুস্তিতে প্রথমবার ভারতীয়রা অংশগ্রহণ করে।

ফ্রীস্টাইলসম্পাদনা

প্রতিযোগী বিভাগ ৩২ স্তর ১৬ স্তর কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল / ব্রোঞ্জ পদকের লড়াই স্থান
কুমার নাভালে[৪] পুরুষদের ফ্রীস্টাইল মিডলওয়েট বিনা প্রতিদ্বন্দদীতায় জয়ী   চার্লি জনসন (USA) (হার) অগ্রসর হতে পারেননি
রনধীর শিন্ডে[৫] পুরুষদের ফ্রীস্টাইল ফেদারওয়েট প্রযোজ্য নয় বিনা প্রতিদ্বন্দদীতায় জয়ী   জর্জ ইনম্যান (GBR) (জয়)   স্যাম গারসন (USA) (হার)   ফিলিপ বার্নার্ড (GBR) (হার)

তথ্যসূত্রসম্পাদনা

  1. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ মার্চ ২০১১ তারিখে, ১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকসে পূর্ণ বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড
  2. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখে, ১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকসে ফাদেপ্পা চাউগুলের রেকর্ড
  3. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ ডিসেম্বর ২০১২ তারিখে, ১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকসে সদাশিব দাতারের রেকর্ড
  4. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ নভেম্বর ২০১২ তারিখে, ১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকসে কুমার নাভালের রেকর্ড
  5. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ নভেম্বর ২০১২ তারিখে, ১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকসে রনধীর শিন্ডের রেকর্ড