১৮নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক এলাকা

১৮নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড, যা প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড ছিল। এটি ঢাকা নিউ মার্কেট এলাকায় অবস্থিত।

বিবরণ সম্পাদনা

ঢাকার নিউমার্কেট, এলিফ্যান্ট রোড সহ আশেপাশের এলাকা নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। নিউ মার্কেট, নীলক্ষেত, গাউছিয়া, এলিফ্যান্ট রোডের বিভিন্ন মার্কেট এর কারণে সারা দেশবাসীর কাছেই এই ওয়ার্ডটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষার দিক থেকেও এই ওয়ার্ডের রয়েছে বিশেষ গুরুত্ব। ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এই ওয়ার্ডে অবস্থিত। এই ওয়ার্ডের পূর্ব দিকে রয়েছে হাতিরপুল, পশ্চিমে সায়েন্স ল্যাবরেটরি, উত্তরে সেন্ট্রাল রোড এবং দক্ষিণে নীলক্ষেত। এই ওয়ার্ডটির মোট আয়তন ২.৫০ বর্গকিলোমিটার প্রায়।

অন্তর্ভুক্ত এলাকাগুলো:

  • মিরপুর রোড (নীলক্ষেত থেকে সাইন্স ল্যাবরেটরি পর্যন্ত)
  • শহীদ জাহানারা ইমাম সরণী (এলিফ্যান্ট রোড)
  • ডঃ কুদরত-ই-খুদা সড়ক (নিউ এলিফ্যান্ট রোড)
  • শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী সড়ক (সেন্ট্রাল রোড)
  • নীলক্ষেত বাবুপুরা
  • নায়েম রোড
  • কলেজ স্ট্রীট

ইতিহাস সম্পাদনা

কাউন্সিলর ও নির্বাচনী ফলাফল সম্পাদনা

নির্বাচন কাউন্সিলর রাজনৈতিক দল সূত্র
২০১৫ জসীম উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ [১]
২০২০ আ স ম ফেরদৌস আলম বাংলাদেশ আওয়ামী লীগ [২]
নির্বাচনের ফলাফল
 •  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৫ এর ফলাফল
দল বিজিত আসন পূর্ববর্তী নির্বাচনের তুলনায়
আসনসংখ্যার পরিবর্তন
বাংলাদেশ আওয়ামী লীগ ৩৭  
আওয়ামী বিদ্রোহী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল  
জাতীয় পার্টি (এরশাদ)
নির্দল
উৎস: দৈনিক ইত্তেফাক


তথ্যসূত্র সম্পাদনা

  1. "সিংহভাগ কাউন্সিলর পদে আওয়ামী লীগের জয়"দৈনিক ইত্তেফাক। ৩০ এপ্রিল ২০১৫। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৬ 
  2. "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা)" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০