১০, জনপথ

ভারতীয় প্রধান মন্ত্রীর বাসস্থান

১০, জনপথ জনপথের একটি সরকারি মালিকানাধীন বাড়ি। ১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যার সময়, যখন তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রচারণা চালাচ্ছিলেন, ১০, জনপথ ছিল তাঁর সরকারি বাসভবন। যদিও গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ৭, লোক কল্যাণ মার্গে থাকতেন। ১০, জনপথ তাঁর বিধবা স্ত্রী সোনিয়া গান্ধীর বাসভবন, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি[১][২] ভারতীয় জাতীয় কংগ্রেস (INC) এর জাতীয় সদর দপ্তর ২৪, আকবর রোডে এর ঠিক পিছনে অবস্থিত। [৩] এটি ছিল ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর (১৯৬৪-১৯৬৬) বাসভবন এবং যেখানে ১১ জানুয়ারী ১৯৬৬ তারিখে তাঁর মৃতদেহ সম্মানের জন্য রাখা হয়েছিল।[৪] বর্তমানে তাঁর জীবনী জাদুঘর, লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল কমপ্লেক্স সংলগ্ন ১, মতিলাল নেহেরু প্লেস (পূর্বতন ১০ জনপথ) এ অবস্থিত।[৫][৬]

KS
গান্ধী ২০০৯ সালে ১০ জনপথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে স্বাগত জানাচ্ছেন।

১০, জনপথ নতুন দিল্লিতে ১৫,১৮১ বর্গ মিটার জুড়ে বিস্তৃত।[তথ্যসূত্র প্রয়োজন]

ইতিহাস সম্পাদনা

বাড়িটি ছিল প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর বাসভবন যিনি ১৯৬০-এর দশকে জওহরলাল নেহরুর স্থলাভিষিক্ত হন। কমপ্লেক্স সংলগ্ন, গোল চত্বরের মুখোমুখি লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল ১, মতিলাল নেহেরু প্লেস।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sonia Gandhi's power bill: over Rs 7 lakh for 3 years. Hindustan Times. 7 November 2010.
  2. Saeed Naqvi (১২ ডিসেম্বর ২০০৩)। "The world according to Sonia"Indian Express 
  3. Indian National Congress ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১১-০৮-১৭ তারিখে Indian National Congress website.
  4. Rajeshwar Prasad (১৯৯১)। Days with Lal Bahadur Shastri: Glimpses from The Last Seven Years। Allied Publishers। পৃষ্ঠা 16। আইএসবিএন 81-7023-331-3 
  5. "Can the Congress be saved by its new leaders?"Rediff.com। জানুয়ারি ২০১০। 
  6. "Lest we FORGET..."The Hindu। ২ অক্টোবর ২০০৪। ২২ জানুয়ারি ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  7. "Shastri memorial losing out to Sonia security"Indian Express। ১৭ জানুয়ারি ২০১১। 

বহিঃসংযোগ সম্পাদনা