হ্রাংখোল সম্প্রদায়

হ্রাংখাওলরা হমার সম্প্রদায়ের উপ-গোত্র (কুকি জনগোষ্ঠীর একটি আত্মীয় উপজাতি)। তারা কুকি ভাষার হ্রাংখাওল উপভাষায় কথা বলে যা তিব্বত-বর্মী বংশোদ্ভূত। তারা ভারতীয় রাজ্য ত্রিপুরার ২১টি তফসিলি উপজাতির একটি হিসাবে তালিকাভুক্ত। [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ ডিসেম্বর ২০১৮ তারিখে তারা প্রধানত পশ্চিম ত্রিপুরার তেলিয়ামুরা উপ-বিভাগ [১] এবং ধলাই [২] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ অক্টোবর ২০২৩ তারিখে জেলার আমবাসা উপ-বিভাগে বাস করে। হারাংখাওলদেরডিমা হাসাও জেলার উত্তর কাছাড় পাহাড়, আসাম, মিজোরাম, মনিপুর এবং মায়ানমারেও পাওয়া যায়।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "West District | India"। ২০১৯-০৮-১৯। ২০১৯-০৮-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৫