হ্যালি বেরি
হ্যালি বেরি (জন্ম: ১৪ আগস্ট, ১৯৬৬)[১] একজন মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী, প্রাক্তন ফ্যাশন মডেল, এবং বিউটি কুইন। ইন্ট্রোডিউসিং ডরোথি ড্যানড্রিজ[২][৩] চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এমি, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং এবং এনএএসিপি ইমেজ পুরস্কার অর্জন করেন। এছাড়া মনস্টারস বল চলচ্চিত্রের জন্য তিনি ২০০১ সালে সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন ও বাফটা পুরস্কারের জন্য মনোনীত হন। তিনি-ই প্রথম আফ্রিকান-মার্কিন বংশদ্ভূত অভিনেত্রী যিনি সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী এবং তিনি রেভলনের একজন মুখোপাত্রও।[৪][৫] এছাড়া তার কয়েকটি চলচ্চিত্র নির্মাণে অভিনেত্রী ছাড়াও অন্যান্য অংশের সাথে তিনি যুক্ত ছিলেন।
হ্যালি বেরি | |
---|---|
জন্ম | মারিয়া হ্যালি বেরি আগস্ট ১৪, ১৯৬৬ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৯–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ডেভিড জাস্টিস (বি. ১৯৯২; বিচ্ছেদ. ১৯৯৭) এরিক বেনেট (বি. ২০০১; বিচ্ছেদ. ২০০৫) অলিভিয়ার মার্টিনেজ (বি. ২০১৩; বিচ্ছেদ. ২০১৬) |
সঙ্গী | গ্যাব্রিয়েল অব্রি (২০০৫–২০১০) |
সন্তান | ২ |
ওয়েবসাইট | HalleWood.com |
কর্মজীবন
সম্পাদনা২০০০-এর দশক
সম্পাদনাবেরি ২০০১ সালে মনস্টারস বল চলচ্চিত্রে একজন শাস্তিপ্রাপ্ত আসামীর (শন কম্বস) স্ত্রী লেটিসিয়া মাসগ্রোভ চরিত্রে অভিনয় করেন। তার এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন তিনি-ই প্রথম আফ্রিকান-মার্কিন বংশোদ্ভূত অভিনেত্রী যিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন এবং বাফটা পুরস্কারের জন্য মনোনীত হন।
২০০৭ সালের এপ্রিলে চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য ৬৮০১ হলিউড বুলেভারের কোডাক থিয়েটারের সামনে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়। একই বছরের শেষে প্রতি চলচ্চিত্রের জন্য প্রায় ১০ মিলিয়ন ডলার আয় করে তিনি হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।[৬]
২০১০-এর দশক
সম্পাদনাবেরি ২০১০ সালে স্বাধীন নাট্যধর্মী ফ্র্যাঙ্কি অ্যান্ড অ্যালিস চলচ্চিত্রে বহুজাতীয় মার্কিন তরুণী চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি সীমিত আকারে মুক্তি দেওয়া হয় এবং মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। দ্য হলিউড রিপোর্টার চলচ্চিত্রটিকে "একজন নারীর মনস্তত্ত্বের নেতিবাচক দিক নিয়ে সুচারুরূপে রচিত মনস্তাত্ত্বিক নাট্যধর্মী চলচ্চিত্র" বলে আখ্যায়িত করে এবং বেরিকে এতে "মুগ্ধতা ছড়িয়ে আটকে রাখে" এমন বলে উল্লেখ করেন।[৭] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আফ্রিকান-আমেরিকান ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার অর্জন করেন এবং সেরা নাট্যধর্মী চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
২০১২ সালে বেরি তার তৎকালীন স্বামী অলিভার মার্টিনেজের সাথে রোমহর্ষক ডার্ক টাইড চলচ্চিত্রে একটি ছোট দৃশ্যে অভিনয় করেন এবং ওয়াচোভ্স্কি দ্বয়ের মহাকাব্যিক বিজ্ঞান কল্পকাহিনিধর্মী চলচ্চিত্র ক্লাউড অ্যাটলাস-এ টম হ্যাঙ্কস ও জিম ব্রডবেন্টের সাথে অভিনয় করেন, যারা প্রত্যেকে পাঁচটি ভিন্ন শতাব্দীতে ঘটা ছয়টি ভিন্ন চরিত্রে অভিনয় করেন।[৮] $১২৮.৮ মিলিয়ন নির্মাণব্যয়ের ছবিটি বিশ্বব্যাপী $১৩০.৪ মিলিয়ন আয় করে,[৯] এবং সমালোচক ও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া লাভ করে।[১০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Although a 1968 birthdate is found in Britannica and other places, she stated in interviews prior to August 2006 that she would turn 40 then. See: FemaleFirst, DarkHorizons[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], FilmMonthly, and see also CBS ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুলাই ২০১০ তারিখে. Accessed 2007-05-05.
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;peo1
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ হ্যালি বেরির জীবনী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ আগস্ট ২০১৬ তারিখে পিপল; নিশ্চিতকরণ: ১৫ ডিসেম্বর, ২০০৭
- ↑ "Witherspoon tops actress pay list" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ মে ২০০৮ তারিখে. (November 2007). 999Network. Accessed 2007-12-15.
- ↑ Jennifer Bayot (December 1, 2002). "Private Sector; A Shaker, Not a Stirrer, at Revlon". New York Times. Accessed 2007-12-23.
- ↑ "Top 10 Highest-Paid Actresses"। সিবিএস নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯।
- ↑ "Frankie & Alice -- Film Review"। দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯।
- ↑ "Meet Halle Berry and Tom Hanks' Cloud Atlas characters"। ইউএসএ টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯।
- ↑ "Cloud Atlas (2012)"। বক্স অফিস মোজো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯।
- ↑ ফেইনবার্গ, স্কট (৯ সেপ্টেম্বর ২০১২)। "Cloud Atlas gets lengthy ovation, but are Oscars on the cards"। দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯।
- প্রকাশনা
- Banting, Erinn. Halle Berry, Weigl Publishers, 2005 - আইএসবিএন ১-৫৯০৩৬-৩৩৩-৭
- Gogerly, Liz. Halle Berry, Raintree, 2005 - আইএসবিএন ১-৪১০৯-১০৮৫-৭
- Naden, Corinne J. Halle Berry, Sagebrush Education Resources, 2001 - আইএসবিএন ০-৬১৩-৮৬১৫৭-৪
- O'Brien, Daniel. Halle Berry, Reynolds & Hearn, 2003 - আইএসবিএন ১-৯০৩১১১-৩৮-২
- Sanello, Frank. Halle Berry: A Stormy Life, Virgin Books, 2003 - আইএসবিএন ১-৮৫২২৭-০৯২-৬
- Schuman, Michael A. Halle Berry: Beauty Is Not Just Physical, Enslow, 2006 - আইএসবিএন ০-৭৬৬০-২৪৬৭-৯
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে হ্যালি বেরি
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হ্যালি বেরি (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে হ্যালি বেরি (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে হ্যালি বেরি (ইংরেজি)
- ফেসবুকে Halle Berry
- পিপল ডটকমে Halle Berry
- টিভি গাইডে হ্যালি বেরি
- গ্রন্থাগারে হ্যালি বেরি সম্পর্কিত বা কর্তৃক কাজ (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগ) (ইংরেজি)
স্বীকৃতি | ||
---|---|---|
পূর্বসূরী ব্রেন্ডা ডেন্টন |
মিস ওয়ার্ল্ড মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৮৬ |
উত্তরসূরী ক্লোটিল্ডা ক্যাব্রেরা |
পূর্বসূরী লিসা বারলো |
মিস ওহাইও ইউএসএ ১৯৮৬ |
উত্তরসূরী হ্যালি বনেল |
পূর্বসূরী ডেনিস রিচার্ডস |
বন্ড কন্যা ২০০২ |
উত্তরসূরী ইভা গ্রিন |