হ্যামিল্টন একাডেমিকাল ফুটবল ক্লাব
হ্যামিল্টন একাডেমিকাল ফুটবল ক্লাব (সাধারণত হ্যামিল্টন একাডেমিকাল আকিস অথবা দ্য আকিস নামে পরিচিত) হচ্ছে হ্যামিল্টন ভিত্তিক একটি স্কটিশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্কটল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ স্কটিশ প্রিমিয়ারশিপে খেলে। এই ক্লাবটি ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। হ্যামিল্টন একাডেমিকাল তাদের সকল হোম ম্যাচ হ্যামিল্টনের নিউ ডগলাস পার্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬,০১৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ব্রায়ান রাইস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন অ্যালান মাইটল্যান্ড। স্কটিশ রক্ষণভাগের খেলোয়াড় ব্রায়ান নিল ইস্টন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | |||
পূর্ণ নাম | হ্যামিল্টন একাডেমিকাল ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | দ্য আকিস | ||
প্রতিষ্ঠিত | ১৮৭৪ | ||
মাঠ | নিউ ডগলাস পার্ক | ||
ধারণক্ষমতা | ৬,০১৮[১] | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লীগ | স্কটিশ প্রিমিয়ারশিপ | ||
২০১৯–২০ | ১১তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
ঘরোয়া ফুটবলে, হ্যামিল্টন একাডেমিকাল এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি স্কটিশ প্রথম বিভাগ, ১টি স্কটিশ দ্বিতীয় বিভাগ, ১টি স্কটিশ তৃতীয় বিভাগ এবং ২টি স্কটিশ চ্যালেঞ্জ কাপ শিরোপা রয়েছে।
অর্জনসম্পাদনা
ঘরোয়াসম্পাদনা
- স্কটিশ প্রথম বিভাগ
- স্কটিশ দ্বিতীয় বিভাগ
- চ্যাম্পিয়ন (১): ১৯০৩–০৪
- স্কটিশ তৃতীয় বিভাগ
- চ্যাম্পিয়ন (১): ২০০০–০১
- স্কটিশ কাপ
- স্কটিশ চ্যালেঞ্জ কাপ
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Hamilton Academical Football Club"। Scottish Professional Football League। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৩।
- ↑ "Board Announcement: 18 December 2018"। Hamilton Academical F.C.। ১৮ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Hamilton Accies 2–0 Clyde"। www.news.bbc.co.uk/sport। BBC। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৪।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে হ্যামিল্টন একাডেমিকাল ফুটবল ক্লাব সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
টেমপ্লেট:হ্যামিল্টন একাডেমিকাল ফুটবল ক্লাব টেমপ্লেট:স্কটিশ প্রিমিয়ারশিপ