হোয়াইট হাউস ইফতার ডিনার

হোয়াইট হাউসে ইফতারের ডিনার হচ্ছে একটি বার্ষিক সংবর্ধনা অনুষ্ঠান যা আমেরিকার রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডি কর্তৃক মুসলিমদের সাথে রমজান মাস উদযাপনের জন্য হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয়। এটি বার্ষিক ঐতিহ্য হিসেবে ১৯৯৬ সালে শুরু হয় যখন হিলারি ক্লিনটন একটি রমজানের ঈদের নৈশভোজ উদযাপনের আয়োজন করেন। অভ্যর্থনার আধুনিক সংস্করণ হিসেবে রাজনীতিবিদ, সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীসহ মুসলিম মার্কিনী সম্প্রদায়ের বিশিষ্ট সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়।

থমাস জেফারসন প্রথম বার্বারি যুদ্ধের সময়, ১৮০৫ সালের ৯ই ডিসেম্বর তিউনিসের বেইলিকের দূত সিদি সোলিমান মেলিমেলিকে আমন্ত্রণ করার সময় প্রথম হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেছিলেন।[১] জেফারসন সিডি সোলিমান মেলিমেলির রমজান ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে সূর্যাস্তের পর খাবারের সময়কে প্রাধান্য দিয়েছিলেন।[২]

বার্ষিক আয়োজন সম্পাদনা

 
প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজের পূর্ব কক্ষে রমজান উদযাপনের জন্য ইফতারের নৈশভোজের আয়োজন করেছেন।

রাষ্ট্রপতি বিল ক্লিনটন ঐতিহ্যটি অব্যাহত রেখেছিলেন,[৩] যেমনটি জর্জ ডব্লিউ. বুশ ২০০১ সালে হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করেছিলেন। বুশ পরবর্তীকালে তার দু'বারের মেয়াদকালে প্রতি বছর নৈশভোজের আয়োজন চালিয়ে যান। বারাক ওবামা ২০০৯ সালে তার প্রথম রমজান ইফতারের আয়োজন করেছিলেন এবং পরবর্তীকালে তার রাষ্ট্রপতি মেয়াদের প্রত্যেক বছর তা অব্যাহত রাখেন।[৪]

২০১৭ সালে, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইফতার আয়োজনকে অপছন্দ করে দুই দশক ধরে চলে আসা হোয়াইট হাউসের ঐতিহ্যকে ভেঙেছিলেন।[৫] ৬ জুন, ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করে ঐতিহ্যটি পুনরায় চালু করেছিলেন,[৬] এবং ২০১৯ সালের ১৩ই মে, হোয়াইট হাউসে একটি ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Shellnutt, Kate (আগস্ট ৪, ২০১১)। "Thomas Jefferson held first White House Ramadan celebration"IIP Digital। blog.chron.com। ১৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৬ 
  2. "Thomas Jefferson's Iftar"IIP Digital। U.S. Department of State। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫ 
  3. One Nation Under God? Religion and American Culture.। Hoboken: Taylor and Francis। ২০১৩। পৃষ্ঠা 15–16। আইএসবিএন 1135207852 
  4. "Guest list for Obama's White House Ramadan dinner"। সেপ্টেম্বর ১, ২০০৯। 
  5. Delk, Josh (২৫ জুন ২০১৭)। "Trump breaks with "tradition", forgoes Ramadan dinner"The Hill। ১৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৭ 
  6. "Remarks by President Trump Before White House Iftar Dinner"whitehouse.gov। ৬ জুন ২০১৮। ৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৮ 
  7. "Remarks by President Trump at 2019 White House Iftar Dinner"whitehouse.gov। ১৩ মে ২০১৯। ১৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৯