হোকাসান ফুটবল ফেডারেশন

হোকাসান ফুটবল ফেডারেশন (ইংরেজি: Hocasan Football Federation; এছাড়াও সংক্ষেপে এইচএফএফ নামে পরিচিত) হচ্ছে আজারবাইজানের হোকাসানের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ২০১৪ সালের ২৭শে নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর আজারবাইজানের হোকাসানে অবস্থিত।

হোকাসান ফুটবল ফেডারেশন
প্রতিষ্ঠিত২৭ নভেম্বর ২০১৪; ৯ বছর আগে (2014-11-27)
সদর দপ্তরহোকাসান, আজারবাইজান
ফিফা অধিভুক্তিনেই

এই সংস্থাটি আঞ্চলিক লীগ এবং কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশন"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২১