হেসা দুউম কোহিস্তান জেলা

আফগানিস্তানের জেলা

হেসা দুউম কোহিস্থান জেলা আফগানিস্তানের কপিসা প্রদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি জেলা। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে কেশেক্তান। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৩৯,৯০০ জন এর মত, যার মধ্যে অধিকাংশ তাজিক সম্প্রদায়ের। জেলাটি মূলত মিষ্টি তুন্তগাছ, আঙ্গুর, খেজুর এবং দারুচিনির জন্য বিখ্যাত।প্রায়শই লক্ষ্যে করা যায যে, শত শত দর্শণার্থী তাদের সপ্তাহান্তে কোহিস্তান নদীর পাশ্ববর্তী সুরবি হৃদে ঘুরতে যান।ইউএসএসআর এর বিরুদ্ধে যুদ্ধ চলাকালে কোহিস্তান ছিল মুজাহিদিনের অন্যতম প্রধান সদর দফতর। কোহিস্তান পারভান ও পাঞ্জশির প্রদেশের ক্রসরুটগুলিতে অবস্থিত। জামাল আঘা এই জেলার আরো একটি অন্যতম গ্রাম।[১]

হেসা দুউম কোহিস্তান জেলা
District
দেশ আফগানিস্তান
অঞ্চল কপিসা প্রদেশ
রাজধানী কেশিক্তান
জনসংখ্যা ৩৯,৯০০ (২০০৬)
হেসা দুউম কোহিস্তান জেলা (কমলা)
হেসা দুউম কোহিস্তান জেলা (কমলা)
হেসা দুউম কোহিস্তান জেলা (কমলা)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kohistan"Encyclopædia Britannica। Volume V15 (11th সংস্করণ)। ১৯১১। পৃষ্ঠা Page 886। ২৮ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা