হেসবার্গার (ফিনীয় ভাষায়: Hesburger) ফিনল্যান্ডের তুর্কু শহর ভিত্তিক একটি ফাস্ট ফুড চেইন। বর্তমানে এটি ফিনল্যান্ডের বৃহত্তম হ্যামবার্গার রেস্তোরাঁ; মার্কিন কোম্পানি ম্যাকডোনাল্ড্‌সের অবস্থান ২য়। ১৯৯২ সালে এটির মাত্র ১২টি শাখা ছিল। এর পরের দশকে হেসবার্গার ফিনল্যান্ডের ৬০টি শহরে প্রায় ২০০টি শাখায় প্রসার লাভ করেছে। আন্তর্জাতিক বাজারেও হেসবার্গার নাম লিখিয়েছে। এস্তোনিয়া, জার্মানি, লাতভিয়া ও লিথুয়ানিয়াতে এর শাখা আছে। সিরিয়াতে স্বল্প সময়ের জন্য একটি শাখা খোলা হলেও অলাভজনক বলে বন্ধ হয়ে যায়।

Burger-In Oy, auxiliary firm-name Hesburger
ধরনOsakeyhtiö
শিল্পরেস্তোরাঁ
প্রতিষ্ঠাকাল১৯৬৬
সদরদপ্তর
তুর্কু
,
ফিনল্যান্ড
প্রধান ব্যক্তি
আর্নে আহো সিইও
পণ্যসমূহফাস্ট ফুড
১৫,০০,০০,০০০ ইউরো উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
কর্মীসংখ্যা
৮,০০০ (২০২০) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটhttp://www.hesburger.fi/

ফিনল্যান্ডের তুর্কু শহরে একটি হেসবার্গার হোটেলও আছে।

বহিঃসংযোগ সম্পাদনা