হেলমেটওয়ালা ধনেশ
হেলমেটওয়ালা ধনেশ (Rhinoplax vigil) হল ধনেশ প্রজাতির একরকমের পাখি এবং এরা আকারে আয়তনে খুব বড় হয়। এদেরকে প্রধানত পাওয়া যায় মালয় উপদ্বীপ, সুমাত্রা, জাভা এবং বোর্নিওতে।
হেলমেটওয়ালা ধনেশ | |
---|---|
পুরুষ | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Coraciiformes |
পরিবার: | Bucerotidae |
গণ: | Rhinoplax Gloger, 1841 |
প্রজাতি: | R. vigil |
দ্বিপদী নাম | |
Rhinoplax vigil Forster, 1781 | |
প্রতিশব্দ | |
Buceros vigil |
এদের সম্পূর্ণ গায়ের পালক প্রধানত কালো রঙের হয় এবং পেট ও লেজ হয় সাদা রঙের এবং লেজের ডগায় কালো রঙের ব্যান্ড থাকে। এদের লেজ খুব লম্বা হয় এবং লেজের ডগায় দুটো লম্বা ভাবে বিস্তৃত পালক এদেরকে অন্যান্য ধনেশ প্রজাতির থেকে আকারে বড় করে তুলেছে। এদের দেহের দৈর্ঘ্য হয় ১১০–১২০ সেমি (৪৩–৪৭ ইঞ্চি), যা লেজের পালকগুলোকে না ধরেই গোনা হয়েছে। কিন্তু এইগুলোকে ধরা হলে এদের দৈর্ঘ্য আরোও ৫০ সেমি (২০ ইঞ্চি) বেড়ে যায়। পুরুষদের ওজন গড়ে ৩.১ কেজি (৬.৮ পা) এবং মহিলাদের ওজন গড়ে ২.৭ কেজি (৬.০ পা)।
এদেরকে মাঝে মাঝে সবথেকে বড় এশিয়ান ধনেশ বলে মানা হয় যদিও এরা রাজ ধনেশদের থেকে ওজনে কম হয়। এরা আফ্রিকান মেঠো ধনেশদের থেকে অনেকটাই কম হয় ওজনে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ BirdLife International (২০১২)। "Rhinoplax vigil"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৪।
- Perrins, Christopher (ed.) (২০০৩)। Firefly Encyclopedia of Birds। Firefly Books। আইএসবিএন 1-55297-777-3।
- Kemp, Allen (১৯৯৪)। Hornbills: Bucerotidae। Oxford University Press। আইএসবিএন 0-19-857729-X। Quoted at [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মার্চ ২০০৯ তারিখে
বহিঃসংযোগ
সম্পাদনা- BirdLife Species Factsheet ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে
- Photo from PaddleAsia
পাখি বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |