হের্মান ওবের্ট (জার্মান: Hermann Julius Oberth) (২৫শে জুন, ১৮৯৪ - ২৮শে ডিসেম্বর, ১৯৮৯) প্রাক্তন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যে (বর্তমান রোমানিয়া) জন্ম নেওয়া জার্মান বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী। রাশিয়ার কন্‌স্তান্তিন ৎসিওলকোভ্‌স্কি ও যুক্তরাষ্ট্রের রবার্ট গডার্ডের সাথে তাকেও রকেটবিদ্যা ও নভোশ্চরণবিদ্যার অন্যতম জনক হিসেবে গণ্য করা হয়। তারা তিনজন কখনও সক্রিয়ভাবে একসাথে কাজ করেননি, এর বদলে প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছেন। তাদের প্রত্যেকের অবদানই তাই স্বয়ংসম্পূর্ণ ছিল।

হের্মান ওবের্ট
এবিএমএ-এর কর্মকর্তাদের সাথে ওবের্ট (সামনে
বাম থেকে ডানে: ডক্টর এর্ন্‌স্ট ষ্টুলিঙার, মেজর জেনারেল হোলগার টফটয়, ওবের্ট,
ডঃ ভের্নহার ফন ব্রাউন এবং ডক্টর রবার্ট লুসার
জন্ম২৫শে জুন, ১৮৯৪
শেসবুর্গ, অস্ট্রিয়া-হাঙ্গেরি (বর্তমানে Sighişoara, রুমানিয়া)
মৃত্যু২৮শে ডিসেম্বর, ১৯৮৯
জাতীয়তাঅস্ট্রো-হাঙ্গেরীয়
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রনভোশ্চরণবিজ্ঞান

প্রকাশিত বই সম্পাদনা

  • The Moon Car (১৯৫৯)
  • The Electric Spaceship (১৯৬০)
  • Ways to Spaceflight (১৯২৯)
  • Primer for Those Who Would Govern (১৯৮৭)

বহিঃসংযোগ সম্পাদনা